নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা বলার তা সরাসরি বলতে ভালোবসি

আবু সাঈদ আহমেদ

আমি অতি সাধারন মানুষ। লিখার চাইতে পড়তে ভালোবাসি। যা বলি তা সরাসরি বলতে ভালোবাসি। মানুষকে বিশ্বাস করি, পুরোপুরি বিশ্বাস করি। কেউ বিশ্বাস ভঙ্গ করলে তাকে আবার নতুন করে বিশ্বাস করতে আমার সংকোচ হয়না। নটর ডেম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় আর সাইপ্রাস কলেজের দিনগুলোকে মনে হয় এক একটি অপার আনন্দের স্বপ্ন। যদি সেই দিনগুলোতে ফিরে যাওয়া যেত!! এক জীবনে অনেক কিছু করেছি। কবিতা লিখেছি, স্টেজ ডিজাইন করেছি, গ্রাফিক্স ডিজাইনার হিসেবে খুব খারাপ না আর চাকুরী করেছি পুরোদস্তুর বিশ্বাসী কেরানীর মত। প্রচুর কঠিন সময় পার করেছি। তার কিছু গরীব বেলার স্মৃতিতে লিখেছি। তখনও বলতাম বেশ ভালো আছি। এখন পুরোপুরি ব্যবসায়ী আর এখনও বলি বেশ ভালো আছি। ব্যবসা একটু গুছিয়ে নিলে নিয়মিত লিখার আশা আছে। বাচ্চাদের সাথে খুব সহজে ভাব জমাতে পারি। এখন অফিসের বাইরে সন্তান মুমিতকে ঘিরেই আমার বিশাল পৃথিবী। প্রতিদিন ও একটু একটু করে বড় হয় আর আমি আবিষ্কার করি এক নতুন মুমিতকে। প্রতিদিন যে আমার কাছে নতুন, আমার চির সাধনার ধন। ইচ্ছে আছে শুধু ছোটদের জন্য লিখবো।মুমিতের জন্য লিখবো অথবা মুমিতদের জন্য লিখবো। কিন্তু লিখার বিষয়ে সীমা ভেঙে ফেলি বারবার। তাই এলোমেলো অনেক বিষয়ে লিখি। সবসময় ভালো থাকার অদ্ভূত একটা ক্ষমতা আমার আছে। আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি যেটুকু পেয়েছি তা আমার আর যা পাইনি তা আমার নয়। যা বলার তা সরাসরি বলতে ভালোবাসি। নিজের ব্যর্থতা বা ভুল অকপটে মেনে নিয়ে ক্ষমা চাইতে পারি। সতত শুভ কামনা সকলের জন্য।

আবু সাঈদ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

আসরাফ বাবুর গন্ধ....

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১:০৮

আসরাফ বাবু, তুই গন্ধ পাইয়েছিস যে লীগ ফের ক্ষ্যামতায় আসিবে। বাবু, তুহার নাক বহুত শক্ত আছে। বাবু, হামাদের বাস্তির বুড্ডার বাপ রোজ রাইতে দেশী মদ গিলিয়া মাতোয়ালা হয়া কাহিতো "চোলাইতে আমি মহুয়ার সুবাই পাইরে বুড্ডা...মাতোয়ালা মহুয়ার সুবাস পাই।"



আসরাফ বাবু, তুহার নাক বহুত শক্ত আছে। বাবু, তুই গন্ধটা দিনের বেলা পাইয়েছিলি নাকি রাইতের বেলা পাইয়েছিলি!!! হামাদের বুড্ডার বাপ কিন্তু রোজ রাইতের বেলাই গান্ধা চোলাই খাইতো আর মহুয়ার সুবাস পাইতো। মাতোয়ালা হয়া কাহিতো "চোলাইতে আমি মহুয়ার সুবাস পাইরে বুড্ডা...মাতোয়ালা মহুয়ার সুবাস পাই।"



আসরাফ বাবু, পাঁচটা সিটি করপেরেশানের নির্বাচনের সময়ে তোর কি সর্দ্দি লাগিয়েছিলিস!! আহারে, তখন তুহার নাক কোন গন্ধ পাইলো না!!! কেন যে সর্দ্দি লাগাইয়েছিলিস!!! হামাদের বাস্তির বুড্ডার বাপ কিন্তু রোজ রাইতেই গান্ধা চোলাই গিলিত আর মহুয়ার সুবাস পাইতো... সর্দ্দি লাগিলেও সুবাস পাইতো না লাগিলেও সুবাস পাইতো....



আসরাফ বাবু, তুহার নাক বহুত শক্ত আছে...বুড্ডার বাপের থেকে ভি বহুত শক্ত আছে.... সর্দ্দি থেকা সাবধানে থাকিস বাবু...খুব খেইয়াল কইরা থাকিস...



পুনশ্চ:

জরিপের বদলে যে ব্যক্তি নিজেক রাজনীতিক পরিচয় দিয়ে গন্ধতত্ব হাজির করে সে জরিপের সত্যতা এবং ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করে। আর, এমন নিম্ন শ্রেনীর রাজনীতিকরা সুবাসের বদলে গন্ধই ছড়িয়ে সহজ সরল রাজনীতিকে গন্ধময় করে তুলেন।





পোস্ট লিংক: Click This Link

পেইজ লিংক: Click This Link

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৯

আমি ব্লগার হইছি! বলেছেন: গল্পটা কি সাওতালী ভাষা নাকি উড়িয়া ভাষায় লেখা ?

২| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৭

অর্ণব আর্ক বলেছেন: পুরাই স্পিকার হয়ে গেলাম। ব্লগের এই লুকই যে আপনি কে জানে :)

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮

বেলা শেষে বলেছেন: Asking & requesting for new writing.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.