![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি সাধারন মানুষ। লিখার চাইতে পড়তে ভালোবাসি। যা বলি তা সরাসরি বলতে ভালোবাসি। মানুষকে বিশ্বাস করি, পুরোপুরি বিশ্বাস করি। কেউ বিশ্বাস ভঙ্গ করলে তাকে আবার নতুন করে বিশ্বাস করতে আমার সংকোচ হয়না। নটর ডেম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় আর সাইপ্রাস কলেজের দিনগুলোকে মনে হয় এক একটি অপার আনন্দের স্বপ্ন। যদি সেই দিনগুলোতে ফিরে যাওয়া যেত!! এক জীবনে অনেক কিছু করেছি। কবিতা লিখেছি, স্টেজ ডিজাইন করেছি, গ্রাফিক্স ডিজাইনার হিসেবে খুব খারাপ না আর চাকুরী করেছি পুরোদস্তুর বিশ্বাসী কেরানীর মত। প্রচুর কঠিন সময় পার করেছি। তার কিছু গরীব বেলার স্মৃতিতে লিখেছি। তখনও বলতাম বেশ ভালো আছি। এখন পুরোপুরি ব্যবসায়ী আর এখনও বলি বেশ ভালো আছি। ব্যবসা একটু গুছিয়ে নিলে নিয়মিত লিখার আশা আছে। বাচ্চাদের সাথে খুব সহজে ভাব জমাতে পারি। এখন অফিসের বাইরে সন্তান মুমিতকে ঘিরেই আমার বিশাল পৃথিবী। প্রতিদিন ও একটু একটু করে বড় হয় আর আমি আবিষ্কার করি এক নতুন মুমিতকে। প্রতিদিন যে আমার কাছে নতুন, আমার চির সাধনার ধন। ইচ্ছে আছে শুধু ছোটদের জন্য লিখবো।মুমিতের জন্য লিখবো অথবা মুমিতদের জন্য লিখবো। কিন্তু লিখার বিষয়ে সীমা ভেঙে ফেলি বারবার। তাই এলোমেলো অনেক বিষয়ে লিখি। সবসময় ভালো থাকার অদ্ভূত একটা ক্ষমতা আমার আছে। আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি যেটুকু পেয়েছি তা আমার আর যা পাইনি তা আমার নয়। যা বলার তা সরাসরি বলতে ভালোবাসি। নিজের ব্যর্থতা বা ভুল অকপটে মেনে নিয়ে ক্ষমা চাইতে পারি। সতত শুভ কামনা সকলের জন্য।
বিএনপি আমলে সাবমেরিন ক্যাবল স্থাপন করা হয়। কিন্তু এই ক্যাবল অত্যন্ত নিম্নমানের। টানার কয়েক বছরের মধ্যেই সাবমেরিন ক্যাবলের জায়গায় জায়গায় ফাটল দেখা দিয়েছে। ফলে সরকার বন্ধ করার পরেও সাবমেরিন ক্যাবলের ফাটল দিয়ে কিছু কিছু ফেসবুক লিক করছে।
যুক্তি-০১
জাতীয় নিরাপত্তার স্বার্থে ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করায় যারা ফেসবুকসহ বিভিন্ন সাইটে আটকে পরেছেন তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।
যুক্তি-০২
এখন থেকে দেশেই ছাপানো হবে ফেসবুক। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হবে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে। দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বিদেশ হতে ফেসবুক আমাদানি দীর্ঘমেয়াদে নিষিদ্ধ করা হতে পারে।
যুক্তি-০৩
ঢাকা বিমানবন্দর হতে সাড়ে তিন কেজি প্রক্সি'সহ সার্ভার আটক। অবৈধভাবে ফেসবুকে লগ ইন করার উদ্দেশ্যে ঘানা গমনের প্রাক্কালে ঝটিকা অভিযানে এই আটকের ঘটনা ঘটে। পৃথিবীর ইতিহাসে প্রক্সি'সহ সার্ভার আটকের এটি প্রথম ঘটনা। উল্লেখ্য, সরকার ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের ইন্টারনেট ভিত্তিক মাধ্যম বন্ধ করায় হাজার হাজার ব্যবহারকারী গণহারে দেশ ত্যাগ করে।
অবশ্য সরকার পূর্বে সতর্ক করেছিল অবৈধভাবে ফেসবুক ব্যবহারকারীরা কঠোর নজরদাড়িতে রয়েছে।
যুক্তি-০৪
মামা হালিম এবং তারানা হালিমের ভাবমূর্তি রক্ষায় জাতি বদ্ধপরিকর নিশ্চিত হবার পরে আজ সন্ধ্যায় খুলে দেওয়া হয়েছে ফেসবুক এবং অন্যান্য ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম।
যুক্তি-০৫
ফেসবুক বন্ধ করে কোটি কোটি মানুষের প্রাণরক্ষা করায় বিশ্বশান্তিতে তারানা হালিমকে কেন নোবেল শান্তি পুরিষ্কার দেয়া হবেনা জানতে চেয়েছে বিশ্ববিবেক জাতিসংঘ।
যুক্তি-০৬
ফেসবুকে লগইন করতে গিয়ে ৬ জন নিহত, আহত ২৫। জাকারবার্গকে ১নম্বর আসামী করে মামলা দায়েরের প্রস্তুতির সংবাদে আত্নগোপনে জাকারবার্গ। পুলিশী অভিযান অব্যাহত।
যুক্তি-০৭
ইন্টারনেট ছাড়াই বৈঠা দিয়ে ফেসবুক চালানোর প্রযুক্তি আবিষ্কার করেছেন ভেড়ামারা সিলিকন ভ্যালির প্রখ্যাত তথ্যপ্রযুক্তিবিদ আজীব সওয়াজেদ জয়। ইতিপূর্বে তিনি বাটি চালান দিয়ে সার্চ ইঞ্জিন চালানোর প্রযুক্তি আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে বাটি চালান প্রযুক্তি চুরি করে তৈরী হয় গুগল।
যুক্তি-০৮
ফেসবুকে প্রবেশ প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার। আইনশৃংখলা রক্ষা বাহিনী চারদিক দিয়ে ফেসবুক ঘিরে রেখেছে। ফেসবুকের সদর দরজায় বালুর ট্রাক মোতায়েন করা হয়েছে। ইন্টারপোল ইতিমধ্যে আনসারুল্লা প্রক্সি টিম আর হেফাজতে ভিপিএন-কে গ্রেফতারে রেড এলার্ট জারি করেছে। সবুজ সিগন্যাল না পাওয়া পর্যন্ত দেশবাসীকে ব্লগ দিয়ে ইন্টারনেট চালানোর নির্দেশনা প্রদান করা হয়েছে। গুগুলের পরিবর্তে বাটি চালান প্রযুক্তি ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। ফেসবুকের বদলে সকল স্ট্যাটাস বিটিভিতে আপডেট দিতে হবে। হোয়াটস এপ ও মেসেঞ্জারের বিকল্প হিসেবে ব্যবহার করতে হবে টেলিটক সিম।
উপরোক্ত বিষয়ের সত্যতা প্রসংগে জুনায়েদ আহমেদ পলককে প্রশ্ন করা হলে বলেন, "আমি প্রক্সি দিয়ে ফেসবুক চালাই নাই। যে প্রক্সি দিয়ে আমার নামে স্ট্যাটাস দিয়েছে সে একটা প্রক্সি জুনায়েদ, সে একটা দুষ্টু পলক। আমি শুধু ব্লগ দিয়ে ইন্টারনেট চালাই।" তারানা হালিম বলেন, "এখন থেকে দেশেই ছাপানো হবে ফেসবুক। জাতির অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বিদেশী ফেসবুক চিরদিনের জন্য নিষিদ্ধ করা হবে।" তথ্যপ্রযুক্তি উপদেষ্টা বলেন, "আমি ছোটবেলায় গুগল আবিষ্কারের আগে অনেকগুলি চটি ফেসবুক আবিষ্কার করেছিলাম। দেশের জনগণের জন্য আমার পক্ষে গীতবিতানের মত মোটা আরেকটা ফেসবুক আবিষ্কার ওয়ান-টু'র ব্যাপার। জাকারবার্গ কি ফেসবুক আমারত্তে বেশী বুঝে!!" এদিকে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক জানিয়েছেন তেজগাঁওয়ে কেউ ফেসবুক স্ট্যান্ড করলে হেব্বী পিটানো হবে।
যুক্তি-০৯
কৃষিমন্ত্রী জানিয়েছেন উন্নত মানের বীজের পর্যাপ্ত মজুদ থাকায় আসন্ন বোরো মৌসুমে দেশী জাতের ফেসবুকের বাম্পার উতপাদন সম্ভব। সরকারি ব্যবস্থাপনায় ও নির্ধারিত মূল্যে ধানের মত সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হবে ফেসবুক।
যুক্তি-১০
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২০
আবু সাঈদ আহমেদ বলেছেন: কয়েক কেজি +++ এর জন্য ধন্যবাদ।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০২
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহাহ!
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২১
আবু সাঈদ আহমেদ বলেছেন: ধন্যবাদ।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৬
জটায়ু. বলেছেন: হা হা
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৫
নীল আকাশ বলেছেন: আসল জিনিস টা তো বলেন নি । facebook ১৯৭১ সালে পাকি দের সাপোর্টার ছিল। এরা এখন ১৯৭১ সালের যুদ্ধ অপরাধীদের পক্ষে প্যছার চালাচ্ছে । এরা এই সব মামলা বানচাল করতে চায় । আর বিশেষ করে এরা শাহবাগের আন্দোলনে যোগ দেয় নি......।
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪১
ডা: এনামুল বলেছেন: যুক্তি ১১ - কোন যুক্তি নাই , মন চাইছে . বন্ধ করছে
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬
কল্লোল পথিক বলেছেন: হা হা হা
৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪
ধৈঞ্চা বলেছেন:
যুক্তি-০৮
ইন্টারনেট ছাড়াই বৈঠা দিয়ে ফেসবুক চালানোর প্রযুক্তি আবিষ্কার করেছেন ভেড়ামারা সিলিকন ভ্যালির প্রখ্যাত তথ্যপ্রযুক্তিবিদ আজীব সওয়াজেদ জয়। ইতিপূর্বে তিনি বাটি চালান দিয়ে সার্চ ইঞ্জিন চালানোর প্রযুক্তি আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে বাটি চালান প্রযুক্তি চুরি করে তৈরী হয় গুগল।
ভাই, বেশ মজা পাইলাম......ধন্যবাদ।।
৮| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬
আজমান আন্দালিব বলেছেন: হেব্বি জটিল!
৯| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
অগ্নি সারথি বলেছেন:
১০| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:০৪
শাহাদাত হোসেন বলেছেন: ইন্টারনেট ছাড়াই
বৈঠা দিয়ে ফেসবুক
চালানোর প্রযুক্তি
আবিষ্কার করেছেন
ভেড়ামারা সিলিকন
ভ্যালির প্রখ্যাত
তথ্যপ্রযুক্তিবিদ
আজীব সওয়াজেদ জয়। :-D
হাসাইতে হাসাইতে মাইরালাইছেন রে ভাই
১১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩০
মোঃ মঈনুদ্দিন বলেছেন: এইডা কি লিখলেন মিয়া ভাই! গোস্যায় তো বিবেক ফাইট্যা যায়। যাউগ্যা, অসাধারণ লিখেছেন! ধন্যবাদ।
১২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩৫
সুলতানা রহমান বলেছেন: সবই ঠিকঠাক কইছেন।
১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২১
জাহেদ মুরাদ বলেছেন:
১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০২
মনুমনু বলেছেন: যুক্তি-০৭
ইন্টারনেট ছাড়াই বৈঠা দিয়ে ফেসবুক চালানোর প্রযুক্তি আবিষ্কার করেছেন ভেড়ামারা সিলিকন ভ্যালির প্রখ্যাত তথ্যপ্রযুক্তিবিদ আজীব সওয়াজেদ জয়। ইতিপূর্বে তিনি বাটি চালান দিয়ে সার্চ ইঞ্জিন চালানোর প্রযুক্তি আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে বাটি চালান প্রযুক্তি চুরি করে তৈরী হয় গুগল
জিনিয়াস.............
১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৪
এস এম পাশা বলেছেন: যুক্তিতেই মুক্তি। ১০ এ ১০
১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৫
ব্লগার মুস্তাকিম বলেছেন: you fom gana
১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯
ঢংপাটি বলেছেন: সব যুক্তি কি কার্যকর হবে তাদের বেলায় যারা বুঝেও সক বুঝার ভান ধরে বসে আছে!
১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮
মাকড়সাঁ বলেছেন: অসাধারণ লিখেছেন।
ভাই, বেশ মজা পাইলাম......ধন্যবাদ।।
১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮
মানবী বলেছেন: গত কয়েক দিন ব্লগের পাতায় তারান হালিমের আধিক্য দেখে এখন কেনো যেনো হালিম খেতে ইচ্ছে করছে!
যুক্তি ০১ ও যুক্তি ০৭ অসাধারণ!
শ্রমসাধ্য গবেষণামূলক পোস্টের জন্য ধন্যবাদ :-)
২০| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩
াজার বলেছেন: বেশ মজা পাইলাম ধন্যবাদ।
২১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১
ঢাকাবাসী বলেছেন: বেশ মজা পেলুম, ধন্যবাদ।
২২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ফেসবুক নিয়া ব্লগিং করা অপরাধে লেখককে সামু বিহীন কম্পিউটারের সামনে যাবজ্জীবন বসে থাকার শাস্তি দেয়া হল
এটা মনিটরিংকরতে অবশ্য সরকারের কুলক ডিপার্টমেন্ট ফেসবুক ব্যবহার করবে
হা হা হা
দারুন সব যুক্তি দিয়া মামা হালিমরে অন্য হালীমে কনভার্ট করা্য় দিলেন
হালিম খাঔয়াই ছাইড়া দিয়াম
২৩| ০২ রা মে, ২০১৬ বিকাল ৩:১৫
রাঙা মীয়া বলেছেন:
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮
লিও কোড়াইয়া বলেছেন: অসাধারণ লিখেছেন। ছোট ছোট সারকাজম দিয়ে ভরা মজাদার উপস্থাপন। আপনার জন্য কয়েক কেজি +++!