![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি সাধারন মানুষ। লিখার চাইতে পড়তে ভালোবাসি। যা বলি তা সরাসরি বলতে ভালোবাসি। মানুষকে বিশ্বাস করি, পুরোপুরি বিশ্বাস করি। কেউ বিশ্বাস ভঙ্গ করলে তাকে আবার নতুন করে বিশ্বাস করতে আমার সংকোচ হয়না। নটর ডেম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় আর সাইপ্রাস কলেজের দিনগুলোকে মনে হয় এক একটি অপার আনন্দের স্বপ্ন। যদি সেই দিনগুলোতে ফিরে যাওয়া যেত!! এক জীবনে অনেক কিছু করেছি। কবিতা লিখেছি, স্টেজ ডিজাইন করেছি, গ্রাফিক্স ডিজাইনার হিসেবে খুব খারাপ না আর চাকুরী করেছি পুরোদস্তুর বিশ্বাসী কেরানীর মত। প্রচুর কঠিন সময় পার করেছি। তার কিছু গরীব বেলার স্মৃতিতে লিখেছি। তখনও বলতাম বেশ ভালো আছি। এখন পুরোপুরি ব্যবসায়ী আর এখনও বলি বেশ ভালো আছি। ব্যবসা একটু গুছিয়ে নিলে নিয়মিত লিখার আশা আছে। বাচ্চাদের সাথে খুব সহজে ভাব জমাতে পারি। এখন অফিসের বাইরে সন্তান মুমিতকে ঘিরেই আমার বিশাল পৃথিবী। প্রতিদিন ও একটু একটু করে বড় হয় আর আমি আবিষ্কার করি এক নতুন মুমিতকে। প্রতিদিন যে আমার কাছে নতুন, আমার চির সাধনার ধন। ইচ্ছে আছে শুধু ছোটদের জন্য লিখবো।মুমিতের জন্য লিখবো অথবা মুমিতদের জন্য লিখবো। কিন্তু লিখার বিষয়ে সীমা ভেঙে ফেলি বারবার। তাই এলোমেলো অনেক বিষয়ে লিখি। সবসময় ভালো থাকার অদ্ভূত একটা ক্ষমতা আমার আছে। আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি যেটুকু পেয়েছি তা আমার আর যা পাইনি তা আমার নয়। যা বলার তা সরাসরি বলতে ভালোবাসি। নিজের ব্যর্থতা বা ভুল অকপটে মেনে নিয়ে ক্ষমা চাইতে পারি। সতত শুভ কামনা সকলের জন্য।
১. ফেসবুক রেজিস্ট্রেশন
২. প্রতিবাদের ভাষা
: ভাই, ফেসবুকে 'রামছাগল', রামবলদ আর রামপাঠা নামে আইডি খুলবো।
: এইসব নামে কেন?
: জুনায়েদ পলক আর তারানা হালিমের স্ট্যাটাসে লাইক দিবার জন্য।
: তাতে লাভ?
: লাভ নাই, তবে মজা আছে, প্রতিবাদ আছে.
: তাই না কি!! যেমন!!
: তাদের মূল্যবান পোস্টের নিচে শো করবে 'রামছাগল লাইক দিজ, রামবলদ লাইক দিজ, রামপাঠা লাইক দিজ... তারা নোটিফিকেশন পাবে 'রামছাগল লাইক ইউর পোস্ট.... রামবলদ লাইক ইউর পোস্ট... রামপাঠা লাইক ইউর পোস্ট....
: হায় রে সৃজনশীলতা... হায় রে প্রতিবাদের ভাষা... RIP
৩. ব্রেকিং:
বাংলাদেশের হাজার হাজার মানুষ চব্বিশ ঘণ্টায় দেশ ত্যাগ করেছে। গণহারে দেশত্যাগের ঘটনা এখনও চলমান রয়েছে। বাংলাদেশ সরকারের নির্দেশনায় গতকাল দুপুর হতে ফেসবুকসহ ইন্টারনেট ভিত্তিক কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হলে গোপনে দেশত্যাগের ঘটনা শুরু হয়।
ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমব্যবহারকারী প্রধানত ফেসবুকাররা গতকাল হতে বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়াই বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছেন। যারা দেশ হতে ফেসবুক ব্যবহার করতে পারছেন না তাদের চোরাপথে দেশত্যাগে উস্কানি দিচ্ছেন। কেউ কেউ ঘণ্টায় ঘণ্টায় ভূটান হতে ভিয়েনা, নেপাল হতে নেদারল্যান্ড, বার্মা হতে ব্রাজিলে স্থান পরিবর্তন করছেন এবং ফেসবুকের মাধ্যমে নিজেদের অবস্থান নিশ্চিত করছেন।
গভীর অনুসন্ধানে জানা যায় দেশত্যাগের ইন্ধন দাতা জঙ্গী সফটওয়ার আনসারুল্লা ভিপিএন(VPN) টিম, উগ্রবাদী ব্রাউজার হিযবুত ইউসি(UC) এবং হেফাজতে প্রক্সি সার্ভারকে গ্রেফতারে সর্বাত্নক অভিযান চলছে। এছাড়া ফেসবুককে গ্রেফতার করে রিমান্ডে নিতে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশে ফেসবুক সাময়িকভাবে বন্ধ করার সাথে সাথে ফেসবুক গা ঢাকা দিয়েছে। সে যেন দেশ থেকে পালাতে না পারে তাই বিমানবন্দর ও সীমান্তে বিশেষ প্রহরার ব্যবস্থা করা হয়েছে।
হাছন মাহমুদ এক প্রতিক্রিয়ায় জানান, ফ্রান্সে হামলা এবং গণহারে দেশত্যাগের ঘটনা একইসূত্রে গাঁথা। তিনি ফেসবুকের বদলে বাংলাদেশ টেলিভিশনে স্ট্যাটাস আপলোডের আহবান জানান। (১৯ নভেম্বর ২০১৫ইং তারিখে ফেসবুকে লিখেছিলাম, আর ২নম্বরটি লিখেছিলাম গত পরশু দিন।)
দুটো রঙ্গ আমার লেখা। ছবিটি ফেসবুক হতে সংগ্রহ করা।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪
অতঃপর হৃদয় বলেছেন: আমি একটক আইডি খুলুম নাম " কুত্তার বাচ্চা তুই"
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭
পদ্মপুকুর বলেছেন: ভাই, ফেসবুক আইডি খোলার ছবিটাতে আরো একটা অপশন হবে: মুক্তিযোদ্ধা কোটা আছে কি না?
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭
হাতুড়ে লেখক বলেছেন: ভাল্লাগছে।
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: অাপনার পোস্টটা পড়ে বুঝলাম অাপনি অামার মতই বেকার অবস্থায় অাছেন!
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন:
৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
আরণ্যক রাখাল বলেছেন: পুরাই ঠাঠা
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪২
রক্তিম দিগন্ত বলেছেন:
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
ব্লগার ফাহিম বলেছেন: পুরাই লুল