নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা বলার তা সরাসরি বলতে ভালোবসি

আবু সাঈদ আহমেদ

আমি অতি সাধারন মানুষ। লিখার চাইতে পড়তে ভালোবাসি। যা বলি তা সরাসরি বলতে ভালোবাসি। মানুষকে বিশ্বাস করি, পুরোপুরি বিশ্বাস করি। কেউ বিশ্বাস ভঙ্গ করলে তাকে আবার নতুন করে বিশ্বাস করতে আমার সংকোচ হয়না। নটর ডেম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় আর সাইপ্রাস কলেজের দিনগুলোকে মনে হয় এক একটি অপার আনন্দের স্বপ্ন। যদি সেই দিনগুলোতে ফিরে যাওয়া যেত!! এক জীবনে অনেক কিছু করেছি। কবিতা লিখেছি, স্টেজ ডিজাইন করেছি, গ্রাফিক্স ডিজাইনার হিসেবে খুব খারাপ না আর চাকুরী করেছি পুরোদস্তুর বিশ্বাসী কেরানীর মত। প্রচুর কঠিন সময় পার করেছি। তার কিছু গরীব বেলার স্মৃতিতে লিখেছি। তখনও বলতাম বেশ ভালো আছি। এখন পুরোপুরি ব্যবসায়ী আর এখনও বলি বেশ ভালো আছি। ব্যবসা একটু গুছিয়ে নিলে নিয়মিত লিখার আশা আছে। বাচ্চাদের সাথে খুব সহজে ভাব জমাতে পারি। এখন অফিসের বাইরে সন্তান মুমিতকে ঘিরেই আমার বিশাল পৃথিবী। প্রতিদিন ও একটু একটু করে বড় হয় আর আমি আবিষ্কার করি এক নতুন মুমিতকে। প্রতিদিন যে আমার কাছে নতুন, আমার চির সাধনার ধন। ইচ্ছে আছে শুধু ছোটদের জন্য লিখবো।মুমিতের জন্য লিখবো অথবা মুমিতদের জন্য লিখবো। কিন্তু লিখার বিষয়ে সীমা ভেঙে ফেলি বারবার। তাই এলোমেলো অনেক বিষয়ে লিখি। সবসময় ভালো থাকার অদ্ভূত একটা ক্ষমতা আমার আছে। আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি যেটুকু পেয়েছি তা আমার আর যা পাইনি তা আমার নয়। যা বলার তা সরাসরি বলতে ভালোবাসি। নিজের ব্যর্থতা বা ভুল অকপটে মেনে নিয়ে ক্ষমা চাইতে পারি। সতত শুভ কামনা সকলের জন্য।

আবু সাঈদ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

তারানা যুক্তি হালিমে মুক্তি-২

০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৭

তারানা যুক্তি হালিমে মুক্তি-২

ব্রেকিং: ভেরী এক্সক্লুসিভ|

: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে ডাক বিভাগের স্বার্থে আমি ফেসবুককে চিঠি লিখে ডাকে ডেকে পাঠিয়েছি। পরে গুগুল, ইয়াহু, ইউটিউবকেও চিঠি লিখে ডেকে পাঠাব। ফ্রি ই-মেইলের কারণে হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। তাই বাংলাদেশ থেকে পাঠানো সকল ই-মেইলের দূরত্ব অনুযায়ী ডাক মাশুল হিসেবে স্ট্যাম্প ব্যবহার বাধ্যতামূলক করা হবে। এই খাতে আয়কৃত অর্থ দ্বারা অত্যাধুনিক সুপারসনিক কার্গো জেট বিমান কেনা হবে বিভিন্ন দেশে দ্রুত চিঠি পাঠানোর জন্য, একটি রকেট কেনা হবে মঙ্গলগ্রহে চিঠি ও পার্শ্বেল পাঠানোর জন্য, শুধু ডাকবিভাগের বিমানের জন্য আলাদা বিমানবন্দর ও রকেটের জন্য রকেট উতক্ষেপন কেন্দ্র নির্মাণ করা হবে।

: এই শর্তে ই-মেইল প্রোভাইডার কোম্পানীগুলো রাজী না হলে কি ব্যবস্থা নিবেন?
: সেক্ষেত্রে চিঠি দিয়ে ইন্টারনেট, সাবমেরিন ক্যাবল, ফাইবার অপটিক এবং ব্যান্ডউইথকে ডেকে পাঠাবো। তাদের বলবো ডাক মাশুল ছাড়া কোন ই-মেইল যেন বাংলাদেশ হতে বিদেশে যেতে না পারে এবং দেশের ভিতরেও বিলি করা না হয়।

: শেষ পর্যন্ত যদি আপনার শর্তে ইন্টারনেট, ফাইবার অপটিক, সাবমেরিন ক্যাবল আর ব্যান্ডউইথ রাজী না হয়?
: সেক্ষেত্রে আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে। সকল ইন্টারনেট সংযোগ অবৈধ ঘোষণা করে বিচ্ছিন্ন করা হবে। সাবমেরিন ক্যাবল উতপাঠন করে সাবমেরিন এবং ক্যাবলকে পৃথক করা হবে। সাবমেরিনগুলোকে নৌ-বাহিনীর নৌবহরে যুক্ত করা হবে এবং ক্যাবলগুলো টেলিফোন সংযোগ প্রদানের কাজে ব্যবহার করা হবে। ফাইবার অপটিক থেকে ফাইবার আলাদা করে পরিবেশ বান্ধব চালের বস্তা বানানো হবে। ব্যান্ডউইথকে ব্যান্ডসংগীতের উন্নয়নে দান করা হবে।

: এ সকল পরিকল্পনা বাস্তবায়নে আপনি কতটা আশাবাদী?
: একশতভাগ আশাবাদী। আমরা যদি ব্লগ দিয়ে ইন্টারনেট, বৈঠা দিয়ে ব্লগ আর টুইটার দিয়ে ফেসবুক চালাতে পারি তবে ই-মেইলে দূরত্ব অনুযায়ী ডাক মাশুল/স্ট্যাম্প ব্যবহার বাধ্যতামূলক করতে পারবো না কেন! আপনারা কোনটা বেছে নিবেন সরকারের রাজস্ব আয় না ফ্রি ই-মেইল ও ফেসবুক!

#যুক্তি-১২

জাকারবার্গ: তারানা হালিম, আপনাদের দাবীগুলো কি?
তারানা হালিম: বাংলাদেশের সকল ফেসবুক ব্যবহারকারীর তথ্যগুলো দিতে হবে, সরকার বিরোধী সকল স্ট্যাটাস মুছে দিতে হবে, স্ট্যাটাস মুছার জন্য বাংলাদেশে অফিস খুলতে হবে এবং ছাত্রলীগ ও ওলামালীগের সদস্যদের চাকুরী দিতে হবে, ফেসবুকের এডমিন হিসেবে সিপি গ্যাংয়ের সদস্যদের দায়িত্ব দিতে হবে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে স্বীকার করতে হবে যে ফেসবুক আসলে সজীব ওয়াজেদ জয়ের বানানো আর আপনি তার অফিসে দারোয়ান হিসেবে চাকুরী করার সময়ে সেটা চুরি করেছেন।

জাকারবার্গ: আর কিছু?
পলক: ফেসবুকের লগোতে নৌকা প্রতীক দিতে হবে, উপরে লেখা থাকবে 'পলক ভায়ের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন', বাংলাদেশ থেকে ফেসবুক একাউন্ট খুললে কভার ছবিতে অটোমেটিক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফেসবুকের জনক সজীব ওয়াজেদ জয়ের ছবি অটোমেটিক আপলোড করে দিতে হবে, স্ট্যাটাস প্রতি সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট দিতে হবে, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সদস্যরা ফেসবুক আইডি খোলার সাথে সাথে আইডি ভেরিফাই করে দিতে হবে, ফেসবুকে বিটিভির সকল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করতে হবে, পদ্মা সেতুতে ফেসবুক লাইন টানার খরচ বাবদ বিশ হাজার কোটি টাকা অগ্রীম পরিশোধ করতে হবে-

জাকারবার্গ: সব শর্ত মেনে নেব, আমাকে শুধু একবার শিখিয়ে দেন কিভাবে টুইটার দিয়ে ফেসবুকে স্ট্যাটাস আপলোড করতে হয়, প্লিজ পলক সাহেব না করবেন না... ফেসবুকের পিতা জয়ের কসম, শিখিয়ে দেন প্লিজজজজজজজ...

#যুক্তি-১১

পুনশ্চ: পুরো সাক্ষাতকারটি হাওয়ায় ধারণ করে টুইটারে প্রকাশ করা হল।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

রুদ্রাক্ষী বলেছেন: হা হা হা । বহু দিন পর এই পোস্ট পড়ে লগ ইন করতে বাধ্য হলাম। দারুন লিখেছেন ।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

আমি শঙ্খচিল বলেছেন: :)

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪২

মাকড়সাঁ বলেছেন: আমাকে শুধু একবার শিখিয়ে দেন কিভাবে টুইটার দিয়ে ফেসবুকে স্ট্যাটাস আপলোড করতে হয়, প্লিজ পলক সাহেব না করবেন না... ফেসবুকের পিতা জয়ের কসম, শিখিয়ে দেন প্লিজজজজজজজ..করি তারি প্রতীক্ষা।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

লিও কোড়াইয়া বলেছেন: ভাই, লিখলেন কী এটা, হাসতে হাসতে চোখে জল চলে আসলো। সুপার লাইক।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

দিগন্ত জর্জ বলেছেন: হা হা হা হা হা... চরম বিনোদন। হাসতে হাসতে শেষ। প্লাস দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.