![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে আমি
তখন সন্ধ্যা ৭ টা হবে! অফিসে বসেছিলাম। কন্ট্রোল রুমের টিএন্ডটি নাম্বার থেকে আমার মোবাইলে কল আসল।
পুলিশ কন্ট্রোল রুমের ফোন মানেই নিশ্চই কোন অপ্রতাশিত ঘটনার সংবাদ বা সিনিয়র কোন স্যার দের কল করার নির্দেশনা!
আর কল করার পর ঝারি শুনা" আরে মিয়া আপ্নারে চাকুরী দিছে কে! কোন কাজ ইত্ত হয়না আপ্নারে দিয়া টাইপ কথা!
২বার রিং এর পর কল রিসিভ করলাম।
স্যার কন্ট্রোল থেকে কনসস্টেবল মুরাদ বলছি! ওসি স্যার কে কল দিয়ে পেলাম না! আপ্নারে তাই কল দিলাম!
ওয়ারলেস এ সব বলা যায়না স্যার তাই ফোন দেয়া!
আচ্ছা কি হয়েছে বলেন!
স্যার বাসস্টান্ডের পাশে নাকি হোটেলে কোন মেয়েকে আটকে রেখে রেপ করছে কারা!
কলিজার মধ্যে মোচর দিল! রেইপ!! আইন শৃংখলার অবনতী। ওসি ক্লোজ! সেকেন্ড অফিসার চাকুরী নাই।
বাইক বের করেই একজন কনস্টেবল নিয়ে সোজা সেখানে হাজির!!
আসামী টের পাইয়া ভাগছে! ভিক্টিম কে পাইলাম। থানার গাড়ী ডেকে থানায় নিয়ে আসলাম। মেয়েটাকে দেখেই বুঝা গেল ঘটনার সত্যতা আছে।
তাহার অভিবাবক দের খবর দেয়া হইল। মেয়েটার পিতাকে বাদী বানিয়ে কেস নেয়া হল।
#ঘটনা
মোবাইলে মিস কলের মাধ্যমে ছেলেটার সাথে পরিচয়। প্রেম! ১৬ বছরের কণ্যার মন উড়ু উড়ু! দেখা করতে আসল ছেলেটার সাথে!
ছেলের বয়স ২৮! প্রেমের পেরত ও ভাল!! মেয়েটার ছেলেকে পছন্দ হয়নাই। তাই চলে যাবার জন্য চাইল।
এটা ছেলেটা বুঝতে পারে।
ছেলেটা তাকে কিছু খাওয়ার কথা বলে আবাশিক হোটেলে নিয়ে যায়। আর রেইপ করে।
স্থানীয় কেউ ব্যাপার টা বুঝে পুলিশ কন্ট্রোল রুমে জানায়।
পরদিন সকালে মেয়েটার মেডিকেল পরীক্ষা আদালতে সাক্ষ্য গ্রহণ করানোর কাজে বাহিরে ছিলাম।
ওয়ারলেস সেটে কল পেলাম একটা মানব্বন্ধন আছে সেখানে আমার যাওয়া লাগবে।
কাজ সেড়ে গেলাম।
"বাসস্টান্ডের মত জায়গায় রেইপ হল! আসামী ধরা পরেনাই! পুলিশ দেশের আইন শৃংখলা রক্ষা করতে পারেনা। ২৪'ঘন্টার ভিতর আসামী ধরতে হবে " আল্টিমেটাম পাইলাম।
মানব্বন্ধন এর পর ইনভেস্টিগেশন অফিসার হিসাবে আমি পাব্লিক আর সিনিয়র অফিসার দের চাপের মধ্যে মহা চিপায় পরলাম।
মোবাইল ট্রাকিং করে সেদিন রাতেই আসামী কে গ্রেফতার করলাম। গ্রেফতার করার সময় পালানোর চেস্টা কালে ২ তলা থেকে লাফাইয়া পরিয়া আসামীর পায়ে জখম হইল।
পরদিন আসামী কোটে পাঠালাম। তার হাটতে প্রব্লেম হচ্ছে।
নিউজ হল পুলিশের মার খেয়ে আসামী মারত্নক জখম।
২ দিন পর আবার মানব বন্ধন। দেশে মানবাধিকার নাই!
পুলিশ আসামী কে কেন নিযাতন করল? নিযাতন কারী পুলিশের শাস্তি চায়"
দেশের বিবেকবান মানুষ পুলিশের বিচার চাইলে আর কি করা! বিচার হতেই হবে।
" আসাদ আপনি ক্লোজ! পুলিশ লাইনে সংযুক্ত "
নিধিরাম সরদার! ""
আমার কান্না পাচ্ছিল! কিন্তু কেদে কি হবে। মেনে নিলাম।
আমি আজও বুঝিনি এইখানে আসলে কে নিযাতন হইছে?
ধষিতা মেয়েটা?
আসামী? নাকি
আমি?
#একটি মন খারাপ পোস্ট
২| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৩
নতুন বলেছেন: মজা পাইলাম... ঘটনা সত্যি হইলে আপনার জন্য খারাপ লাগছে... কাজের ক্ষেত্র এমনটা হয়... ।
এটা কিন্তু হয়েছে সামগ্রীক ভাবে পুলিশের ইমেজের জন্য।
পুলিশের ইমেজ কিন্তু জনগনের কাছে শত্রুর মতন... এমনকি অনেক ক্ষেত্রে এলাকার মস্তান/প্রভাবশালীও কিন্তু জনগনের জন্য কাজ করে যদি তার কাছে ভালো মাধ্যম ধরে যায়।
কিন্তু পুলিশি ঘুষ এবং জনগনকে তুচ্ছ মনে করার মাধ্যমে পুলিশের এই বাজে ইমেজ তৌরি হয়েছে যে আসলেই যখন পুলিশ কস্ট করে কিছু করে সেই ভালো কাজের জন্য খুবই পুরুস্কার পায়।
লিখুন.. জনগন এই বিষয়গুলি জানলে পরের অনেক ঘটনাতেই জনগনের প্রতিক্রিয়া অন্যরকম হবে।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৭ রাত ১:৪১
সচেতনহ্যাপী বলেছেন: এখানে সত্যি থাকলেও বেশীর ভাগ ক্ষেত্রেই কিন্তু ব্যাতিক্রম দেখা যায়!!