নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার প্রচেষ্টায় পুলিশ।

সাঈদ আসাদ

যাদের সুখ-শান্তি দিয়েছ আমাকে তাদের একজন কর।

সাঈদ আসাদ › বিস্তারিত পোস্টঃ

স্ত্রীর_অনুমতি_ছাড়া_দ্বিতীয়_বিবাহ

১৪ ই এপ্রিল, ২০২১ রাত ২:০৭

১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৬ ধারা অনুযায়ী বহু বিবাহের জন্য বর্তমান স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কোনো ব্যক্তি যদি সালিসি পরিষদের অনুমতি ছাড়া বিয়ে করেন, তাহলে ১৯৭৪ সালের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইনের অধীনে বিয়ে রেজিস্ট্রি করা যাবে না। সালিসি পরিষদের অনুমতি ছাড়া বিয়ে করলে বর্তমান স্ত্রী বা স্ত্রীদের সম্পূর্ণ দেনমোহর তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে। স্ত্রী ও সালিসি পরিষদের অনুমতি ছাড়া বিয়ের অভিযোগ আদালতে প্রমাণিত হলে এক বছর কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
অনুমতি ছাড়া দ্বিতীয় বা পুনরায় বিয়ে করলে তা শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু বিয়েটি **অবৈধ নয়। কাজেই আপনার স্বামীর বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন, তবে তাঁর দ্বিতীয় বিয়ে অবৈধ হবে না। যেহেতু এই বিয়ে বৈধ কাজেই একজন স্বামী ও পিতা হিসেবে তাঁকে তাঁর দ্বিতীয় স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ দিতে হবে।
কপস
#আইন #বহুবিবাহ #ক্যাচাল #আদালত #পুলিশ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.