নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ শুধু মানুষের জন্য না, জগতের সকলের জন্য

গরল

জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক

গরল › বিস্তারিত পোস্টঃ

এক ছবিতে পুরো বিশ্বের অর্থনৈতিক অবস্থার চিত্র

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮



পুরো পৃথিবীর ৮০ ট্রিলিয়ন ডলারের জিডিপির কার কত অংশ একটা ছবিতেই বুঝানো হয়েছে visual capitalist এর এই রিপোর্টে এবং World Economic forum ও সেটা ফলাও করে প্রচার করেছে।

World Economic Forum

Visual Capitalist

এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের জিডিপি $0.25T (250B) যা প্রায় পৃথিবীর ৮০ ট্রিলিয়ন ডলারের 0.31%। যা প্রায় সিঙ্গাপুর, মালয়শিয়া, হংকং, ফিলিপিন ও পাকিস্তানের কাছাকাছি। এবং এই হারে এগিয়ে চললে আগামী পাঁচ বছরে তাদেরকে অতিক্রম করা খুব কষ্টকর হবে বলে মনে হয় না।

সর্বোচ্চ ১০টি দেশের তালিকা নিচে দেওয়া হল।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

বিজন রয় বলেছেন: !!!

জানলাম।
ধন্যবাদ।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

গরল বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য, ভালো থাকবেন।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

বিজন রয় বলেছেন: আমেরিকা এত!!!

এই জন্যই ওদের অত হুঙ্কার!!

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

গরল বলেছেন: ঠিক, পুরো বিশ্বের চার ভাগের এক ভাগই ওদের, তাইতো এতো ক্ষমতা।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

যোখার সারনায়েভ বলেছেন: খুশির সংবাদ !

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

গরল বলেছেন: আসলেই খুশীর সংবাদ যে বাংলাদেশ ঐ তালিকাতে স্থান পেয়েছে। মন্তব্যের জন্য ধন্যবাদ, শুভকামনা রইল।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

হাসান মাহবুব বলেছেন: জনসংখ্যার *দনে জিডিপি উড়ে যাবে।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

গরল বলেছেন: জনসংখ্যা দিয়েই চীন ভারতের মত দেশ জিডিপি বাড়িয়েছে, অতএব প্লানিং থাকলে আমরাও পারব।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: কিচ্ছু বুঝতে পারিনি।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

গরল বলেছেন: বুঝার কিছু নাইতো ভাই শুধুই জেনে রাখার জন্য :P

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২৬

শরীফ আতরাফ বলেছেন: যে পরিমাণ ঋণের বোঝা জনগণের মাথায় চেপে আছে তাতে গর্ব তো আসতে চায়না।অর্থনীতির দিক দিয়ে মালয়েশি, সিংগাপুরের কাছাকাছি পৌছালেও আইনের শাসনের দিক দিয়ে অনেক পিছিয়ে।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৭

গরল বলেছেন: আইনের শাসন থাকলেতো অনেক আগেই বাংলাদেশ ঐসব দেশকে ছাড়িয়ে যেত। পিছিয়ে যাওয়া দিকগুলোতে নজর দিলে এখনও ওনেক সম্ভাবনা রয়েছে। ভালো থাকবেন, শুভকামনা রইল।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৬

প্রামানিক বলেছেন: আনন্দের কথা।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

গরল বলেছেন: জ্বী ভাই, কষ্টের মধ্যেও একটু আনন্দের খবর, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

৮| ১২ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:৪২

গুলশান কিবরীয়া বলেছেন: বাহ , বেশ বিস্তারিত লিখেছেন তো ভিজুয়াল ক্যপিটালিজম এবং বিশ্ব অর্থনীতি নিয়ে। ব্যাপক উপকারী পোস্ট। জটিল বিষয় সহজ করে বুঝিয়ে দিয়েছেন। চমৎকার।

১২ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:২৬

গরল বলেছেন: ধন্যবাদ তবে এখানে আমার কোন কৃতিত্ব নেই, সোর্স এর লিংক দিয়ে দিয়েছি, ওখানে যেয়ে বিস্তারিত দেখতে পারবেন।

৯| ১২ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:৪৭

গুলশান কিবরীয়া বলেছেন: আমি আমার ডেজারটেশন করেছি ফিউচার অফ ক্যাপিটালিজম, ইকনমিক্স সিঙ্গুলারিটি এবং ল এনফোর্সমেন্ট নিয়ে। তখন অত কিছু শিখিনী আজকে যা শিখলাম। গ্রেট ওয়ার্ক !!!!

১২ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:২৮

গরল বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম। আমি আসলে ব্লগে লেখার জন্য লিখিনি, নিজে যাতে ভুলে না যাই সে জন্য পোষ্ট আকারে রেখে দিয়েছি। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.