নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

এইসব দিনরাত্রি

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫





*

কংক্রিটের দেয়াল উঠছে। ভাললাগা থেকে যাবে ওখানে। কতগুলো স্বপ্ন উঁকি দেবে। শিশু গড়াবে মেঝেতে। মায়ের হাতে বকুনির ইশারা ঠেলতে ঠেলতে একদিন বড় হবে ছোট ছোট হাত পা। ঘুমাবে এবং মশারী সরিয়ে উঠে আসবে আর একটি স্বপ্ন ও একগুচ্ছ স্বপ্ন। শহরের হৃদপিন্ড এবং মানুষের হৃদপিন্ড একই সূত্রে গাঁথা।



**

উঠি উঠি করে উঠা হয় না। শুরু করবো করবো করে করা হয় না। ফেরীওয়ালার হাঁক ডাকে সচকিত হই। একজন যায় অন্য জন আসে। উদ্যম নেই, পুরনো তৈলচিত্র মলিনতর হয়। চোখ যেতে চায় নতুন চিত্রে। উঠা হয় না। ময়লার গাড়ী এলো বলে। এখনি উঠাতে হবে বাসী ময়লা। সময় যে যায়, গড়ায়।



***

পুরনো প্লটে নতুন গল্প। গোলাপটা ফুটলেই ভালবাসা হবে। বাগানটা সাজাতে পারলেই গোলাপ ফুটবে। জল ঢাললেই সজীব হবে মৃত্তিকা। চোখের পাতায় জলের ঝাপটা। রিসাইকেল বিনে জমছে ড্রাফট। ড্রাফটে ঘুমের আড়ত। ঘুমজাগা রাতের নসিহত।



****

দৃশ্যান্তর



এখন তারা বের হয়ে আসে জলঝাপি নিঙড়ে। বৃষ্টির ছাটে। টিপটিপ বর্ষায়। অঝরধারায়। তারা বের হয় অরণ্যের রাত্রি নির্ঘুমে। বিরানভূমে।

সূর্যের লাল টিপ ঝরানো সন্তান। যে সন্তান একদিন শোকানল এনে দিয়েছিল। সে আজ হাতের মুঠোয়। সান্তনা নেই। ভাষা নেই। দৃশ্যস্থিত বৃষ্টিতে। দৃশ্যান্তর সূর্যের ঠোঁটে। মায়ের হাসিতে।



*****

অবুঝ পাখি



ভালবাসা হারিয়ে গেলে এক ক্ষণজন্মা বৃক্ষরোপণ হয়

সেই বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় জমে ধূলোবালি

কিছু কান্না বৃষ্টি আকারে ধূয়ে দেয় বৃক্ষ

দুটি মন খারাপের পাখি বেদনার গান গায়

বৃক্ষের কোটরে থেকে অন্ধ পাখি অবুঝ ডানা ঝাপটায়।



******

ধূসর গল্প



টবের নির্জীব লাল সাদা ফুল দেখলেই একটা অদৃশ্য পাচিল তৈরী হয়। দেয়ালের এ পাড়ে কালো কালির গল্প। ফাঁসিতে ঝুলন্ত একটা অদৃশ্য ছায়ামানব। দেয়ালের ও পাশে সাদা গল্প। জীবন্ত কতগুলো প্রাণ। সারি সারি গাছ। ফুল বাগান। নেচে গেয়ে বেড়ায় কৃষ্ণভ্রমর। ফুলপ্রেমী পতঙ্গ। জীবনের একটা ছন্দ ঝুলে থাকে এপাশে। কখনো একটি। কখনো দুটি। কখনো বা কয়েকটি মানুষ মিলে অসংখ্য গল্প চলে দিনভর। রাতভর জুয়ার আসরে নেচে চলে এক জোড়া চপল পা।



*******

কিসের অন্বেষায় জীবন



গৃহত্যাগী মন কখনো অন্নের অন্বেষায় দিন গত করে না। পৃথিবী দ্যাখে উপুড় চোখে। আকাশটা হয় ঘরের ছাদ। পৃথিবীটা পেয়ারা। সে পেয়ারার পোকা বেছে বেছে গিলে। সময় হলে জিরিয়ে নেয়। মাটির জলচৌকিতে।



এরকম এক গৃহত্যাগী সন্ন্যাসের দেখা পেয়েছিলাম গোলাপপুর চরে। চরের মাঝখানে হাঁটু ডুবিয়ে দাঁত বের হিলহিল করে হাসছে। জিজ্ঞেস করলাম, নদী থাকতে কাদা বালিতে সাদা করছিস ক্যান জীবন। সে ইশারায় আমাকে এক দিকে পাঠালো। যেখানে কিছুক্ষণ পরপর একটা দু'টা শুশুক ভুস করে জলের উপর উঠছে আর ডুবছে। ফিরে আসলে আর এক দিকে ইশারা করলো। দেখলাম কয়েকটা খুঁটির উপর চক্রাকারে কিছু পানকৌড়ি বসে আছে। গোলটেবিল বৈঠক শেষে একজন করে নদীতে ডুব দিয়ে মাছ ধরে আনছে। একটু পর সন্ন্যাসের কাছে ফিরে আসলে আর দিকে ইশারা করে। চেয়ে দ্যাখি কিছু জলজ অতিথি পাখি সাঁতার কাটছে, উড়ছে, ডুবছে একে একে, ভেসে উঠছে, খেলছে। চোখ ফিরিয়ে বললাম, এসব দেখে দেখে আমার সময় নষ্ট করার সময় নেই। সন্ন্যাসী এবার ক্ষিপ্ত হয়ে বললো, তাহলে আমার সাথে এখানে খেলাধূলা কর। বিরবির করে বলতে থাকলো, সারাজীবন তো শুধু পথেই দৌঁড়াইলি। পথ কি খুঁজে পেয়েছিস? আমি বললাম, না! সঠিক পথ এখনো পাইনি। সন্ন্যাস বললো আমিও সারাজীবন পৃথিবীব্যাপী চষে বেড়িয়েছি। কিন্তু কোথাও এক ফোঁটা শান্তি বা স্বস্তি পাইনি। কিসের ব্যথায় জানি মন কাদে সারাক্ষণ। শেষে বাড়ির কাছেই চেনা নদীর ধারে এসে ঘর বাঁধি। যা যা দেখলি ও সব দৃশ্যই আমার বেঁচে থাকার পথ। কখনো কখনো বিন্দু থেকে পথের সৃষ্টি। তোকে বিন্দু খুঁজতে হবে না। তোর মনটাকে সুস্থির কর। সেখানেই এক সময় বিন্দুর সৃষ্টি হবে। চাইলে এই বিন্দু থেকে বৃত্তাকারে মহাসিন্ধু সৃষ্টি করতে পারবি। তোর বেঁচে থাকার পথের পাথেয় পাবি।







ছবিঃ নিজস্ব এ্যালবাম।

মন্তব্য ৯৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১

শরৎ চৌধুরী বলেছেন: খুব চমৎকার উপলব্ধিযাত্রা।

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শরৎ। প্রথম পাঠে ভাললাগা। ভাল থাকবেন। :)

২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২

শায়মা বলেছেন:
কংক্রিটের দেয়াল উঠছে। ভাললাগা থেকে যাবে ওখানে। কতগুলো স্বপ্ন উঁকি দেবে। শিশু গড়াবে মেঝেতে। মায়ের হাতে বকুনির ইশারা ঠেলতে ঠেলতে একদিন বড় হবে ছোট ছোট হাত পা। ঘুমাবে এবং মশারী সরিয়ে উঠে আসবে আর একটি স্বপ্ন ও একগুচ্ছ স্বপ্ন। শহরের হৃদপিন্ড এবং মানুষের হৃদপিন্ড একই সূত্রে গাঁথা।



বাহ বাহ!!

তুমি কি নতুন বাড়ি বানাচ্ছো পিচকিভাইয়া?? আর তারপর.......:)

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৬

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস।
না বিউটি আপি। অনেকেই বানাচ্ছে। আমি দেখে দেখে লিখেছি। :P

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৩

শায়মা বলেছেন: ভালবাসা হারিয়ে গেলে এক ক্ষণজন্মা বৃক্ষরোপণ হয়
সেই বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় জমে ধূলোবালি
কিছু কান্না বৃষ্টি আকারে ধূয়ে দেয় বৃক্ষ
দুটি মন খারাপের পাখি বেদনার গান গায়
বৃক্ষের কোটরে থেকে অন্ধ পাখি অবুঝ ডানা ঝাপটায়।


তারপর একদিন অনেক অনেক খানি গল্প ভুলে যায়।

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৯

সায়েম মুন বলেছেন: সেটাই। পুরনো গল্প ভুলে আবার নতুন গল্পের সৃষ্টি বা সূচনা হয়। #:-S

তোমার মনোযোগী পাঠে খুশী হলাম। অনেক ধন্যবাদ। 8-|

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: বাহহহহহহহহহহহহহহ খুববববববববই সুন্দর ও চমৎকার।

১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ আনারুল। শুভদুপুর। :)

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬

মাহমুদ০০৭ বলেছেন: শালার হেভভি হইছে , এইরকমই ত চাই ।
অনেক অনেক ভাল লাগছে মুন ভাই , প্রিয়তে সরাসরি ।

১ ) শহরের হৃদপিন্ড এবং মানুষের হৃদপিন্ড একই সূত্রে গাঁথা। - শহরের যাপিত জীবন অনুভব করলাম । ফার্স্ট ক্লাস পুরোটাই ।
পরের গুলাও ভাল লেগেছে ।

দৃশ্যান্তর - খুব গভীর । ছুয়ে গেল ।

অবুঝ পাখি


অনেক আগে আবু জাফর অবায়দুল্লাহর '' বৃষ্টি ও সাহসী পুরুষের প্রার্থনা '' পড়েছিলাম । আপনার এই ৫ টা লাইন পড়ে সেই স্বাদটা ফিরে এল ।

ধূসর গল্প
আপনার দেখাকে জারিত করার চোখ আছে ।



কিসের অন্বেষায় জীবন

তোকে বিন্দু খুঁজতে হবে না। তোর মনটাকে সুস্থির কর। সেখানেই এক সময় বিন্দুর সৃষ্টি হবে। চাইলে এই বিন্দু থেকে বৃত্তাকারে মহাসিন্ধু সৃষ্টি করতে পারবি। তোর বেঁচে থাকার পথের পাথেয় পাবি।

কাল থেকে নফস এবং '' আমি '' নিয়ে ভাবছি । এর মধ্যে আপনার এই থিওরি পাওয়া গেল । বুঝতেই পারছেন খুব ভাল লাগছে ।

ভাল থাকুন প্রিয় সায়েম ভাই ।:) অনেক দিন পর খুব খুব ভাল লিখা দিলেন ।
শুভকামনা । ।

১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১

সায়েম মুন বলেছেন: আপনার নিবিড় পাঠ বরাবরই আনন্দ দেয় মাহমুদ। আমি যতটানা ভেবে লিখি আপনি তার চেয়ে শ্রম দিয়ে পড়েন দেখে খুব ভাল লাগে।
ভাল থাকবেন সব সময়। আর লেখায় থাকবেন। শুভকামনা নিরন্তর।

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৩

এই সব দিন রাত্রি বলেছেন: এই নিয়ে আমাদের "এই সব দিন রাত্রি" :)

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৬

সায়েম মুন বলেছেন: এ যে দেখি আমার পোস্টের শিরোনাম উপস্থিত। :P

থ্যাঙ্কস আ লট। শুভকামনা অনেক। :)

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫

এম এ কাশেম বলেছেন: চমৎকার..........

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কাশেম। শুভকামনা সব সময়। :)

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭

শায়মা বলেছেন: এই সব দিন রাত্রি বলেছেন: এই নিয়ে আমাদের "এই সব দিন রাত্রি" :)


হা হা তোমার লেখাটার শিরোনাম ভাইয়া চলে আসছে।:)

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২২

সায়েম মুন বলেছেন: হুম। শিরোনাম উপস্থিত হয়ে জানান দিলো রাত্রী নয় রাত্রি। :P

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮

ইখতামিন বলেছেন:
লেখাটা অনেক অনেক ভালো লেগেছে।

গৃহত্যাগী মন কখনো অন্নের অন্বেষায় দিন গত করে না। ঠিকই বলেছেন।

"এই নিয়ে আমাদের এইসব দিন রাত্রি" কথাটা আমারও এক পোস্টে কে যেনো একবার মন্তব্য করেছিলো।

ভালো থাকুন। :)

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ইখতামিন। নিশ্চয়ই আমি করিনি। :P
আপনার পাঠে ভাল লাগলো। ভাল থাকবেন। :)

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪

শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর... বরাবরের মতোই :) :)

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শুকনোপাতা। আশা রাখি ভাল আছেন। শুভকামনা সব সময়।

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২০

সেলিম আনোয়ার বলেছেন: ছবিটা খুব ভাল লেগেছে । নতুন অতিথি আগমনে পদধ্বনি পেলাম যেন। শুভকামনা থাকলো কবি ।অসাধারণ লেখনিতে দারুণ উপভোগ্য হয়ে ওঠেছে কা্ব্য। :)

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। ভাল থাকবেন।

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮

কালো পাখি বলেছেন: হমি, মনে গেঁথৈ রাখার মতো কথার ঝুলি..................

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কালো পাখি। ভালো থাকুন সব সময়। :)

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মুগ্ধতা।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। অভিনন্দন রইলো। সামনে চলার পথ মসৃণ হোক। :)

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার চমৎকার কতগুলো শব্দে শব্দে কিছু দৃশ্য আর অনুভূতির সূক্ষ বর্ণনা কবির কলমেই সম্ভব !
বেশ ভালো লাগলো সায়েম ভাই :)

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৬

সায়েম মুন বলেছেন: কিছু একটা লেখার ট্রাই করা আরকি। ধন্যবাদ অভি। ভাললাগা অনুপ্রাণিত করবে। শুভকামনা রইলো।

১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০

নষ্ট কাক বলেছেন: মধু,মধু ! +++++++ :) :) :) :)

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নষ্ট কাক। শুভকামনা।

১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কবিতায় সজীব-নির্জীব এই শব্দ গুলো দেখে আমার স্কুল জীবনের কথা মনে হলো। যতটুকু মনে পড়ে, শ্যামল স্যার বলেছিলেন, 'তোকে তো সজীব মনে হয়না, দেখলে নির্জীব মনে হয়।' আমার মনে হয় আমি আজো সজীব হতে পারিনি। চিরটাকাল আমি নির্জীব হয়েই রইলাম।

শুভ কামনা জানবেন।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪২

সায়েম মুন বলেছেন: এই শীতে শীতের সবুজ সবজী খেয়ে সজীব হয়ে যান। :P

ধন্যবাদ সজীব। শুভকামনা রইলো।

১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:





উপলব্ধিগুলো হৃদয়কে ছুঁয়ে দিলো।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। ভাল থাকুন সব সময়।

১৮| ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৭

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। প্রতিটি উপলব্ধি মন ছুঁয়ে গেল !!

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সুমন। পাঠে ভাললাগা। ভাল থাকবেন। :)

১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কি ভীষণ সুন্দর সব কথা ! এমন ভালো লিখতে পারতাম !

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮

সায়েম মুন বলেছেন: এভাবে বললে হবে না। মাইন্ড খাবো কিন্তু। #:-S

অনেক ধন্যবাদ তিতির কবি। :)

২০| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

মামুন রশিদ বলেছেন: মুক্তগদ্যে অসম্ভব সুন্দর ছোট ছোট রুপকল্প গড়ে তুলেছেন । অসাধারণ!


মুগ্ধ পাঠ!!

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। আপনার পাঠে অনেক ভাললাগা। শুভকামনা সব সময়।

২১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০১

বটবৃক্ষ~ বলেছেন:






অসম্ভব ভাললাগ্ল!!!

শেষের টায়!!
কি চমৎকার বিশ্লেষন!! সত্যিই!
মনকে স্থির করা উচিত!!!!

:)

একরাশ মুগ্ধতা~~~

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বটবৃক্ষ। পাঠে মুগ্ধতা রইলো। ভাল থাকুন নিরন্তর। :)

২২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১০

এবি মিনহাজ বলেছেন: কিসের অন্বেষায় জীবন..............চমৎকার লিখেছেন মুন ভাই।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ মিনহাজ। ভাল থাকুন সর্বদা। :)

২৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭

এহসান সাবির বলেছেন: ভালবাসা হারিয়ে গেলে এক ক্ষণজন্মা বৃক্ষরোপণ হয়
সেই বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় জমে ধূলোবালি
কিছু কান্না বৃষ্টি আকারে ধূয়ে দেয় বৃক্ষ
দুটি মন খারাপের পাখি বেদনার গান গায়
বৃক্ষের কোটরে থেকে অন্ধ পাখি অবুঝ ডানা ঝাপটায়......


দারুন পোস্ট!!!

+++++

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ সাবির। শুভকামনা রইলো।

২৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৮

সাগর রহমান বলেছেন: ভাইজান, সত্যি সত্যি দারুন লাগলো এইসব উপলদ্ধি পৃষ্ঠা। বেশ চমৎকার।।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫

সায়েম মুন বলেছেন: সাগর ভাই! আপনাকে দেখে খুব ভাল লাগলো। শুভকামনা নিয়ত। :)

২৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৮

সায়েদা সোহেলী বলেছেন: ।তোর মন টকে সুস্থির কর , একসময় সেখানে বিন্দু সৃষ্টি হবে ,
বিন্দু থেকে মহাসিন্ধু !!!


মুগ্ধতা!

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ সোহেলী। শুভকামনা সব সময়। :)

২৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১৫

লেখোয়াড় বলেছেন:
ভাল হয়েছে, সামু।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভকামনা। :)

২৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কাল পড়ে গেছিলাম। আবার পড়লাম। চমৎকার।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নাহোল। তোমার মত লিখতে পারি না। আবসোস।

২৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৮

শাহরিয়ার নীল বলেছেন: সুন্দর ভাবনা

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার। শুভকামনা অনেক।

২৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৩

হাসান মাহবুব বলেছেন: চমৎকার। সবগুলোই ভালো লাগলো।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২২

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ হামা। সামুতে প্রবেশের পথ সুগম করে দেয়ার জন্য এক বস্তা ধইন্যা। শুভরাত্রী।

৩০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০০

মশিকুর বলেছেন:
সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতির বিশ্লেষণ। ভালো লাগলো।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মশিকুর। শুভরাত্রী।

৩১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৮

এরিস বলেছেন: যা বলতাম তার সবই মাহমুদ ভাই বলে ফেলেছেন। এজন্যেই দেরি করে আসলে সমস্যা!! :(

পুরনো প্লটে নতুন গল্প। গোলাপটা ফুটলেই ভালবাসা হবে। বাগানটা সাজাতে পারলেই গোলাপ ফুটবে। জল ঢাললেই সজীব হবে মৃত্তিকা। চোখের পাতায় জলের ঝাপটা। রিসাইকেল বিনে জমছে ড্রাফট। ড্রাফটে ঘুমের আরত। ঘুমজাগা রাতের নসিহত।


লেখার সবটায় মুগ্ধতা।

আরত শব্দটা নতুন জানলাম। আড়ত আর আরত কি একই?

শহরের হৃদপিন্ড এবং মানুষের হৃদপিন্ড একই সূত্রে গাঁথা।



গৃহত্যাগী মন কখনো অন্নের অন্বেষায় দিন গত করে না। পৃথিবী দ্যাখে উপুড় চোখে। আকাশটা হয় ঘরের ছাদ। পৃথিবীটা পেয়ারা। সে পেয়ারার পোকা বেছে বেছে গিলে। সময় হলে জিরিয়ে নেয়। মাটির জলচৌকিতে।

সব সুন্দর সব সুন্দর।
ভাল লাগা জানবেন সায়েম ভাই।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

সায়েম মুন বলেছেন: একই জিনিস। আমি হয়ত টাইপো ভুল করেছি। :)

ধন্যবাদ এরিস। আপনার মনোযোগী পাঠে অনেক ভাললাগা। ভাল থাকবেন। লেখায় থাকবেন।

৩২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৮

জুন বলেছেন: অল্প অল্প করে জীবনের এই দিন রাত্রিগুলো চমৎকার মুগ্ধতা ছড়িয়ে দিল মুন।

কখনো কখনো বিন্দু থেকে পথের সৃষ্টি। তোকে বিন্দু খুঁজতে হবে না। তোর মনটাকে সুস্থির কর। সেখানেই এক সময় বিন্দুর সৃষ্টি হবে। চাইলে এই বিন্দু থেকে বৃত্তাকারে মহাসিন্ধু সৃষ্টি করতে পারবি।
সন্যাসীর কথাগুলো যেন জীবনের অত্যন্ত গভীর থেকে তুলে আনা কিছু সত্য কথন।
+

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আপু। আপনার পাঠে খুব খুশী হলাম। ভাল থাকবেন সব সময়। :)

৩৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪

আমার কোন প্রশ্ন নাই বলেছেন: অসাধারণ উপলধ্বি এবং তাঁর প্রকাশভঙ্গি। ভাল লাগল।

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রশ্ন নেই। শুভরাত্রী।

৩৪| ১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো লাগলো :)

অবুঝ পাখি আর দৃশ্যান্তর বেশ

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রাসেল। শুভকামনা ও শুভরাত্রী।

৩৫| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

মাহী ফ্লোরা বলেছেন: বাহ বাহ! :)

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫

সায়েম মুন বলেছেন: অনেক দিন পর এ ব্লগ বাড়িতে কবির পদধূলি পেয়ে খুব ভাল লাগলো। :P

শুভকামনা কবি। ভাল থাকবেন। লেখায় থাকবেন। :)

৩৬| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৫

মোঃ ইসহাক খান বলেছেন: ভাবনায় আকুল চমৎকার বর্ণনা।

শুভেচ্ছা।

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ইসহাক। নতুন বইয়ের জন্য শুভকামনা। শুভসকাল। :)

৩৭| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪১

রেজোওয়ানা বলেছেন: ভালবাসা হারিয়ে গেলে এক ক্ষণজন্মা বৃক্ষরোপণ হয়
সেই বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় জমে ধূলোবালি
কিছু কান্না বৃষ্টি আকারে ধূয়ে দেয় বৃক্ষ
দুটি মন খারাপের পাখি বেদনার গান গায়
বৃক্ষের কোটরে থেকে অন্ধ পাখি অবুঝ ডানা ঝাপটায়।


এটা খুব দারুন লাগলো সায়েম ভাইয়া!!

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৬

সায়েম মুন বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখলাম। আশা রাখি ভাল আছেন আপু। এখানে আবারও সুস্বাগতম। 8-|

৩৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৭

টুম্পা মনি বলেছেন: জাস্ট ওয়াওওওওওওওওওওও!!!!!! অনেক ভালো লাগল সায়েম মুন।

২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৯

সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ টুম্পা। শুভসকাল।

৩৯| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯

লালপরী বলেছেন: প্রতিটি উপলব্ধি মন ছুঁয়ে গেল !! দারুন

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ লালপরী। কমেন্ট এ অনেক ভাললাগা। শুভকামনা রইলো।

৪০| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪২

প্রোফেসর শঙ্কু বলেছেন: আমরা কবিদের ভালবাসি, কারণ কবিরা জনমানুষের হয়ে চিন্তা করে দেন। তারা সাধারণ মানুষের হয়ে তাদের কূল-ভাঙা আবেগের, উপলব্ধির প্রকাশ ঘটিয়ে দেন। আপনার কবিতায় সেই আবেগ পেলাম, মিল খুঁজে পেলাম।

ভাল লেগেছে।

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩২

সায়েম মুন বলেছেন: আপনাকে মিস করেছি প্রোফেসর। আশা রাখি ভাল আছেন। কমেন্ট অনেক ভাললাগা। শুভকামনা সব সময়। :)

৪১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:০৭

আফ্রি আয়েশা বলেছেন: পুরো লেখটা মুগ্ধতা নিয়ে পড়লাম . . . চমৎকার :)

২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২২

সায়েম মুন বলেছেন: আপনার মুগ্ধতায় ভাললাগা। ধন্যবাদ আয়েশা। শুভসকাল।

৪২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০০

মহামহোপাধ্যায় বলেছেন: ভাল লাগলো। অনেক ভাল লাগল। মুগ্ধ হয়ে পড়লাম।

ছবিটাও কিন্তু কম সুন্দর নয়।


ভাল থাকুন প্রিয় কবি। শুভকামনা :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৯

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ মহামহোপাধ্যায়। শুভকামনা সব সময়। :)

৪৩| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৬

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
মুগ্ধপাঠ !
পোস্টের ট্যাগ দেখে সুনীলের ‘অনর্থক নয়’ থেকে দুটি লাইন মনে পড়ছে-

কাঁটা ছাড়ানো মাছের মতন
গদ্য লিখলে ক্যাশ আসে। পারি না। কবিতায় দশ টাকা
তাই বা মন্দ কি, কত দীর্ঘ দিন বন্ধুদেরটেবিলে বসিনি।


ভালো থাকবেন; শুভকামনা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ জোবায়েদ। খুব প্রিয় একটা কবিতার লাইন তুলে ধরেছেন। যখন প্রচন্ড মন খারাপ থাকে সুনীলই ভরসা। ভাল থাকবেন। :)

৪৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১০

টয়ম্যান বলেছেন:
মুগ্ধ পাঠ!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ টয়ম্যান। শুভদুপুর। :)

৪৫| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২০

ক্লান্ত তীর্থ বলেছেন: ভালো লাগলো!



অনেক ভালো!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ক্লান্ত তীর্থ। শুভদুপুর। :)

৪৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

কালোপরী বলেছেন: :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কালোপরী। শুভকামনা। :)

৪৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০০

আরুশা বলেছেন: অনেক দিন পর আপনার গল্প পরলাম । ভাললাগলো ভাইয়া :) ++++্

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৯

সায়েম মুন বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখে ভাল লাগলো। ধন্যবাদ আরুশা। ভাল থাকবেন।

৪৮| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৭

যোবায়ে৫ বলেছেন: ভালো লাগলো bro.....



১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৪

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস যোবায়ের। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.