| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহ্ ফরিদ মুহাম্মদ সজল
আমি এক অন্য মানুষ যারে নিজেই চিনিনে...
তুমি পরবর্তী
হারিয়ে গেছ বুঝি?
যথার্থ বেঁচে আছ স্মৃতি বিস্মৃতি নিয়ে?
নাকি সোনালী স্বপ্নে বিভোর;
আলোর ইন্দ্রজালে ভুলিয়েছ ব্যথিত হৃদয়!
কল্পনার অনুভূতিতে
প্রণয় ঝরা আকাশের নিচে
পথে পথে আড়ম্বর রূপের মাঝে অপূর্ব সৌন্দর্য সুষমা।
নক্ষত্রালোকিত আবহমান কাল
বিস্মিত ও হতবাক এই রঙ্গালয়ে-
আজকের রাতে তুমি পাশে থাকলে সময়টা মধুময় হত।
রাত্রির মনোরম নকশায়
নিস্তব্ধ ঘুমের ঘাটে মধুমালতীর বনে
দুজনে মুখোমুখি বসতাম
জ্যোৎস্নাস্নাত দিগন্তে।
বাকরুদ্ধ মুখে কখনো আধো আধো কথা
কবিতার জৌলুস হয়ে
ধরা দিত দুজনার কাছে;
বাতাসের কানে কানে প্রতিধ্বনিত হত বাক্যহীন সুর।
শেফালী ফুলের অনুপম সৌন্দর্যের বেশভূষা থাকত?
শত কোলাহলে ঘেরা
বিবর্ণ ফাল্গুনে আমি শুধু তোমাকেই মনে করি
অনুভব করি তোমার কমনীয় হাসি।
কিন্তু এই সূক্ষ্মতর কল্পনার সীমানা হারিয়ে
নিশীথের কাঁকন কাঁপে শুধু;
জীবনের ফোটা ফোটা ব্যথা,
অনিশ্চিত অন্ধকারে আছে
মৌন রঙিন জোনাকীর কাছে।
আমি তবু বলি :
আশ্চর্য রূপালী এক নিয়মাধীন রাত্রি আর
নিঝুম মায়াবী স্নিগ্ধতায়
জ্যোৎস্না হারিয়েছে আকুলতা,
তারো উপড়ে বিচিত্র অন্ধকার সাজিয়েছে কক্ষপথ;
সে অন্ধকারের আকর্ষণে
মিটিমিটি তারারেণু
পথের নিশানা চিনিয়ে দেয় রতন মণিমঞ্জুষা;
আজ বুঝি তুমি ভুলে গেছ আমায়?
আলোহীন পথের মত!
[জীবনানন্দ দাশের “হে হৃদয়” কবিতার দুটি লাইন সংযোজিত।]
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯
ভাইয়ু বলেছেন: সামুতে স্বাগতম৷ লেখালেখি চলুক অবিরাম... শুভকামনা রইলো...