নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হোসেন

সাজ্জাদ হোসেন বাংলাদেশ

জানতে ও জানাতে আমার খুব ভাল লাগে।

সাজ্জাদ হোসেন বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

নারীর অভিযোগের ৯০%ই বানোয়াট, মিথ্যা – মিথ না বাস্তবতা?

২০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪৫

আজকের বিশ্বের নারীর ক্ষমতায়তের এই সময়ে এই বিষয়টা একটা অনন্য ব্যাপার। এর আগে কিছু বিষয়ের আলোচনা চাই। এর উপরই বাকী বক্তব্য। এই ভিত্তিগুলা বাস্তব বা সত্য না হলে বাকীটা আর মানে রাখে না।

বিষয়গুলা হলঃ
নারীর সুইং সুইং মুড এর কথা অস্বীকার করার কোন উপায় আছে কি?

অপবাদ, মিথ্যা অভিযোগ খুবই আকর্ষণীয় ও সত্য আকারে উপস্থাপনের নিপুণ গুণ ও বৈশিষ্ট্য নারীর আছে নাকি নাই? অধিকাংশ নারীরই এই ক্ষমতা আছে। কেউ ব্যবহার না করাটা ভিন্ন ব্যাপার।

নারীর মন খারাপ, বা প্রতিশোধ নিতে হলে প্রতিশোধ যার উপর নিবে তার কোমল, দুর্বল দিকে আক্রমণ করার অদম্য গুণ রয়েছে – সত্য নাকি মহা সত্য?


এবার একটা ঘটনা বলি, তাহলে বুঝে আসবে। ১০০% সত্য ঘটনা, ব্যক্তির পরিচয় প্রকাশ করা হল না।

এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে। দুইজনকেই খুব ভাল ও মিলমিশওয়ালা কাপল হিসেবে চিনে সবাই। বাড়ির দরজায় যেতেই নারী কন্ঠে অকথ্য গালি, জিনিসপত্র ভাঙ্গার শব্দ শুনতে পায় বন্ধুটা। সাহস করে নক করার পর দরজা তার বন্ধু খুলে দেয়। বন্ধুর কপাল, গাল বেয়ে রক্তাক্ত অবস্থা আর তার ভাবি অকথ্য শব্দে বন্ধুর চরিত্রহননের অভিযোগ, তাকে সংসার খরচ, বাচ্চাদের স্কুলের খরচ, টিউশন খরচ না করার অভিযোগ করে। মহিলা অনবরত নানা জিনিসপত্র তার স্বামীর দিকে ছুঁরে মারছিল। অনেক কষ্টে বেড়াতে আসা বন্ধু ভাবিকে থামিয়ে তাদের ডুপ্লেক্স বাড়ির উপরতলায় বসাতে পারে। বলে রাখা ভাল, স্বামী বন্ধুটির বেশ বড় ব্যবসায় রয়েছে। প্রায় শ কোটি টাকার সম্পদ রয়েছে। মাস কয়েক আগেই সপরিবারে বিদেশ সফরে ২০ লাখ টাকার উপর খরচ করেছে। সেসব ছবি ফেসবুকে বিদ্যমান। সকলেই হাসি খুশি অবস্থায় সেগুলোয়।

এবার উপর তলায় বসে ভাবি গালি থামিয়ে কান্না জুড়ে দিলেন ও নানা আরও অভিযোগ করলেন। বেড়াতে আসা বন্ধু সমাধানের জন্য তার বন্ধুর কথা শুনতে চাইলেন ও নিচে নামলেন। কথা বলার পর জানা গেল এই অবস্থার তৈরি হয়েছে বড় মেয়ের কলেজকে নিয়ে। কলেজ ক্যান্টনমেন্টের একটা কলেজ ও বেশ কড়া নিয়ম কানুন। এটা মেয়ের ভাল লাগে নাই। সে তার মা-কে কলেজ পাল্টাতে রাজি করে পাল্টিয়েও ফেলে। এ কথা মেয়ে তার বাবাকে জানায় নাই, না ভাবি তার স্বামীকে। স্বামী কারণ জানতে চাইলে যাতায়াত নিয়ে অভিযোগ আসে। ভাবির স্বামীর কথা হল, গাড়িতে করে যেহেতু নিয়ে আসা ও দিয়ে আসা হয়, তাহলে সময় নষ্টের কথা কেন আসে? আর অনেক কষ্টের পর কলেজে ভর্তি করা হয়েছিল। সেটা না পাল্টালে হত, আর তাকে জানানো হয় নি কেন। এটা নিয়েই কথাকাটাটিতে এই পর্যন্ত আসে।

খরচের বিষয়ে জানা যায় যে, ভাবিকে ক্রেডিট কার্ড দেয়া হয়েছে যার বিল মাস প্রতি লাখ টাকা শোধ করা হয়, বাচ্চাদের জন্য ৫০ হাজারের মতন টিউশন ফি মানে প্রাইভেট টিচার এর বেতন দেয়া হয়। আর কথায় কথায় চরিত্রহনন করার ফলে স্বামীটির আর মাথা ঠিক রাখা সম্ভব হয়নি।

এবার ডিনার টেবিলে খাবার সময় ভাবিকে ক্রেডিট কার্ডের কথা বললে তিনি স্বীকার করেন যে তাকে কার্ড দেয়া হয়েছে আর সময়মতন বিলও তার স্বামী দিয়ে দেন। তাহলে উনাকে খরচ দিল না কিভাবে?

আর ভাবি অভিযোগ করেন যে তার স্বামী হিংস্র জানোয়ারের মতন আচরণ করেন, জবাবে বেড়াতে আসা বন্ধুটি জানতে চায় রক্তাক্ত অবস্থায় কে? তিনি তার স্বামীর দিকে ইঙ্গিত করেন। এবার চরিত্রহননের পক্ষে প্রমাণ চাইলে বলেন যে সেটা “এমনিই” বলেছেন। এটা কোন বিষয়ই না।

একজন ব্যক্তির চরিত্র নিয়ে প্রশ্ন তোলাটা কোন বিষয়ই না – বিষয়টা কি এমন ঠুকনো নাকি গভীর বিষয়? প্রশ্ন রইল।

মোরাল অব দ্যা গল্প কি?

ভাবির অভিযোগ কেউ শুনেই বিচার করলে তার স্বামীর কি অবস্থা হতো?

আর পুরোটা শোনার পর, ঘন্টাখানেক পর ভাবির নিজেরই নিজের বিরোধী বক্তব্য শোনার পর কি একই মন্তব্য?

এবার টাইটেল প্রশ্নের জবাব আপনারা দিন, এটা কেবল ১টা ঘটনা। এমন কোটি কোটি ঘটনার উদাহরণ দেয়া কোন ব্যাপারই না। বলছি না এই যে, নারীর উপর যুলুম হয় না, কিন্তু পুরুষের উপর যুলুমের কথা কি কেউ বলে না শোনে?

সমাজ কি কেবল নারীদের নিয়েই, নাকি পুরুষেরও একটা অবদান, অংশ ও অধিকার রয়েছে?

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৬

কামাল১৮ বলেছেন: রাগের মাথায় অনেকেই অনেক কিছু বলে।সেটা শুনে কোন সিধান্ত নেয়া যায় না।

২০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৬

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: এই বিষয়টা প্রমাণ করার কোন উপায় নাই। অন্তত আইন আদালতে, নারীর বাপের বাড়ির লোকের কাছে।

২| ২১ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:৩৬

কামাল১৮ বলেছেন: নারী পুরুষ উভয়কে নিয়েই সংসার।সংসারে কারো অবদানই কম নয়।সমাজ যে ভাবে নির্ধারণ করে দিয়েছে সে ভাবেই চলছে।কোন এক সময় নারীই ছিলো সংসারের প্রধান।অনেক গোত্রে আজো এই প্রথা চালু আছে।আমাদের সমাজ পুরুষ শাসিত সমাজ।পুরুষই অনেক কিছু নিয়ন্ত্রন করে।এমন কি নারীর ব্যক্তিগত জীবন যাত্রাও।যা অনুচিত।

২১ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫০

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: নারীকে নিয়ন্ত্রণ আবশ্যক। নইলে সে বিপথগামী হয়। নারী আর পুরুষ যে আলাদা, এটা বিজ্ঞান প্রমাণ দিলেও অনেকে মানতে নারাজ। আর নারীর ব্যক্তিজীবনে স্বাধীনতা যারা চায়, তাদের সমস্যা আছে।

৩| ২১ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩৬

নতুন বলেছেন: বন্ধুর কপাল, গাল বেয়ে রক্তাক্ত অবস্থা আর তার ভাবি অকথ্য শব্দে বন্ধুর চরিত্রহননের অভিযোগ, তাকে সংসার খরচ, বাচ্চাদের স্কুলের খরচ, টিউশন খরচ না করার অভিযোগ করে। মহিলা অনবরত নানা জিনিসপত্র তার স্বামীর দিকে ছুঁরে মারছিল।

ঝগড়া যখন রক্তারক্তি তে চলে যায় তখন । সেটা মানুষিক সমস্যা দিকে চলে যায়।

তবে নারীরা মুডসুইং জাতীয় সমস্যায় বেশি ভোগে।

লেখক বলেছেন: নারীকে নিয়ন্ত্রণ আবশ্যক। নইলে সে বিপথগামী হয়। নারী আর পুরুষ যে আলাদা, এটা বিজ্ঞান প্রমাণ দিলেও অনেকে মানতে নারাজ। আর নারীর ব্যক্তিজীবনে স্বাধীনতা যারা চায়, তাদের সমস্যা আছে।

নারী পুরুষ আলাদা সেটা বিজ্ঞানিক ভাবে প্রমানিত বলে মেনে নিচ্ছেন সমস্য নাই। কিন্তু পুরুষ নারীদের থেকে সেরা বা নারীদের পুরুষের অধীনে থাকাউচিত সেটা কি বিজ্ঞানীক ভাবে প্রমানিত?

২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০৫

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: নতুন টপিক আনলে চলে?
প্রমাণ ত আপনিই দিয়ে দিলেন সেরার সেরা হবার।
যাই হোক একটা লিস্ট করলে আলোচনাটা ভাল হয়, যেমন সেরা হবার কি কি গুণ থাকা চাই।

৪| ২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: নারীরা আছে বলেই পৃথিবীটা সুন্দর ও মানবিক।
চাঁদগাজী/সোনাগাজী নারীদের নিয়ে খুব সুন্দর একটা কথা বলেছেনঃ ''নারীরা হচ্ছেন ধরনী। তাদের মাঝেই আমাদের বসবাস।''

২১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ভাই পুরুষরা কি অমানবিক?
পুরুষরা কি বানের জলে ভাসিয়া আসিয়াছে?
যাই হোক নিজ জাতের অন্তত সম্মান কাম্য যৌক্তিক দাবিতে।

কষ্ট পাইলাম শেষ প্রশ্নের উত্তর দিলেন না, অন্তত যৌক্তিক আলোচনায় নুর ভাই এগিয়ে আসেন - এটাই সবাই জানে।

৫| ২১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

নতুন বলেছেন: লেখক বলেছেন: নতুন টপিক আনলে চলে?
প্রমাণ ত আপনিই দিয়ে দিলেন সেরার সেরা হবার।
যাই হোক একটা লিস্ট করলে আলোচনাটা ভাল হয়, যেমন সেরা হবার কি কি গুণ থাকা চাই।


নারী জন্ম দিয়ে, বুকের দুধ খাইয়ে বড় বানানোর পরে যদি কোন পুরুষ দাবী করে সে নারী থেকে সেরা তবে তো বলার কিছুই নাই। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.