![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
আমার হাতে টাকা এক দম কম। কারণ, আয়ও কম। কলকাতা থেকে চেন্নাই এবং চেন্নাই থেকে কলকাতা যাতায়াত করতে চাই। ট্রেনে কি ভাবে যেতে পারি আমি কিছুই জানি না। টিকেট কাটা, পথের নিরাপত্তা ইত্যকার বিষয়ে আমার জানা অনেক জরুরী।
Coromandel Express/2842 ট্রেনটি কি ভাবে পেতে পারি? ঢাকা থেকে কলকাতা কি ভাবে যাব?
কি ভাবে কলকাতা > চেন্নাই যাব? প্রিয় ব্লগারবৃন্দ( চেন্নাই অথবা কলকাতার) সাড়া দিন।
১০ ই জুন, ২০১০ রাত ১:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
২| ১০ ই জুন, ২০১০ রাত ১:০৪
দিগন্ত বলেছেন: করমন্ডল এক্সপ্রেসের কবে কি সিট ফাঁকা আছে দেখে নিন। তারপরে টিকিট কাটুন। টিকিট কাটার অনেক জায়গা আছে কোলকাতায়।
Click This Link
এখান থেকে শুরু করুন।
৩| ১০ ই জুন, ২০১০ রাত ১:০৬
দিগন্ত বলেছেন: মাদ্রাজ মেলে ২৭/৬ এর পরে টিকিট পাওয়া যাচ্ছে। করমণ্ডলে পাওয়া যাচ্ছে ৬/৭ এর পরে। আমি শুধু স্লিপার ক্লাস দেখলাম, এসিতে পাওয়া আরেকটু শক্ত হবার কথা।
১০ ই জুন, ২০১০ রাত ১:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এতো দীর্ঘ পথ এসি ছাড়া যাওয়া যাবে তো? অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
৪| ১০ ই জুন, ২০১০ রাত ১:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভারতের রেল তো পুরো ডিজিটাল! বাংলাদেশের টা কবে হবে কে জানে? সব তথ্যই তো নেটে পাওয়া যাচ্ছে। কি দারুণ ব্যাপার!
৫| ১০ ই জুন, ২০১০ রাত ১:১৭
দিগন্ত বলেছেন: এই সাইটটা ভাল, এটা ২০০৩ সাল থেকে চলছে।
Click This Link
আপনি যদি ২৭ তারিখের পরে যান তাহলে এসি ছাড়াও ট্রাই নিতে পারেন কারণ বর্ষা এসে যাবে।
১০ ই জুন, ২০১০ সকাল ৮:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৬| ১০ ই জুন, ২০১০ রাত ১:১৮
দিগন্ত বলেছেন: মুহাম্মদ জহিরুল ইসলাম যেভাবে বলেছেন সেভাবেও ট্রাই নিতে পারেন।
১০ ই জুন, ২০১০ সকাল ৮:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৭| ১০ ই জুন, ২০১০ রাত ১:২৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আরেকটা কথা, বাংলাদেশেও কিন্তু ইন্ডিয়ার রেলওয়ের জিএসএ আছে, ঠিকানাটা দিগন্ত ভাইয়ের ওই লিংকএ International Tourist সেকশনে পাবেন।
তবে এদের কাছে টিকেট অনেক কম থাকে, যার কারণে অনেক পরের টিকেট পাবেন, আর দামটাও বেশ চড়া পড়বে। তাই আমার প্রথম পরামর্শ মতই ট্রাই করে দেখতে পারেন।
আমি সেবার ৪ দিন পরের টিকেট পেয়েছিলাম। অবশ্যই ফরেন ট্যুরিস্ট কোটায় টিকেট কাটবেন, নাইলে এই জিন্দেগিতে টিকেট নাও পেতে পারেন।
১০ ই জুন, ২০১০ সকাল ৮:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: "আমি সেবার ৪ দিন পরের টিকেট পেয়েছিলাম। অবশ্যই ফরেন ট্যুরিস্ট কোটায় টিকেট কাটবেন, নাইলে এই জিন্দেগিতে টিকেট নাও পেতে পারেন। "
দারুণ মজা পেলাম এই লাইন দু'টিতে। অসাধারণ! আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৮| ১০ ই জুন, ২০১০ রাত ১০:৪৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: তাহলে আরেকটা মজার কথা বলি, একবার দিল্লি থেকে কলকাতা আসছিলাম। ট্রেনে পশ্চিমবঙ্গের এক পরিবারের সাথে দেখা হল, ওরা ৩ মাস আগে টিকেট কেটেও ৬ জনের মধ্যে ৩ জন কনফার্ম টিকেট আর ৩ জন স্ট্যান্ডিং টিকেট পেয়েছে।
আর আমরা দু বন্ধু বিদেশী পর্যটক কোটায়, ৪/৫ দিন আগে টিকেট কেটেই কনফার্ম টিকেট। বোঝেন অবস্থা, বেচারারা মনে মনে বেশ ঈর্ষান্বিতই ছিল...
৯| ১০ ই জুন, ২০১০ রাত ১০:৫০
দুরন্ত ইসলাম বলেছেন: আমি ট্রেন ভ্রমণ পছন্দ করি।
২৯ শে জুন, ২০১০ রাত ১২:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমিও করি।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১০ রাত ১:০১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ঢাকা থেকে বাসে বা ট্রেনে (যেটার ভাড়া কম হয় সেটাতে) কলকাতা যাবেন।
কলকাতা থেকে ট্রেনে চেন্নাই যাবেন। ৭ বছর আগে যখন গিয়েছিলাম তখন, "ফেয়ারলি প্লেস" নামক একটা যায়গায় ট্রেনের রিজার্ভেশন সেন্টার ছিল, আশা করি এখনও আছে। সেখানে "Foreign Tourist Reservation" কাউন্টার থেকে ট্রেনের টিকেট কাটবেন। কাউন্টারে আপনার পাসপোর্টে যে ডলার এনডোর্স করা আছে এবং আপনি ইন্ডিয়াতে যেই মানি এক্সচেঞ্জে ডলার ভাঙ্গিয়েছেন সেই রিসিপ্ট দেখতে চাইতে পারে।
ভীড় বেশি থাকলে কয়েক দিন পরের টিকেট হয়ত পাবেন। সেই ক্ষেত্রে ওই অফিসের বাইরে যেসব দালালরা ঘোরাঘোরি করে তাদের কাছ থেকে কিছুটা বেশি দামে টিকেট কেনার চেষ্টা করতে পারেন।