নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

সম্পাদক হবার ধাপগুলো কী কী??

১০ ই জুন, ২০১০ রাত ১১:৪৯

আচ্ছা, সম্পাদক হবার ধাপগুলো কী কী?? কেউ কি আমাকে বলবেন?



যে কোন পেশায়ই মানুষ ধীরে ধীরে উপরের দিকের পদে প্রমোশন পায়। সাংবাদিকতার ক্ষেত্রে এর বিধান কী? নাকি সাংবাদিকতার ক্ষেত্রে কোন নিয়ম-নীতি নাই।



বিশ্ববিদ্যালয়ে দেখুনঃ



প্রভাষক>সহকারী অধ্যাপক>সহযোগীঅধ্যাপক>অধ্যাপক ( ভিসি হতে চাইলে নির্বাচন করতে হবে কিংবা সরকারের আস্থাভাজন হতে হবে)।



প্রশাসনেঃ

সহকারী সচিব>সিনিয়র সহকারী সচিব>উপসচিব>যুগ্মসচিব>অতিরিক্ত সচিব>সচিব



অর্থাৎ দেখা যাচ্ছে যে, বিশাল অভিজ্ঞতা আর সময়ের ব্যবধানে এক জন সর্বোচ্চ স্তরে যেতে পারে। সংবাদপত্রের ক্ষেত্রে তাহলে কি বিধান?



কেউ কি বলবেন এই ক্ষেত্রে ধারাবাহিকতাটি কী হবে?



এমন কি হতে পারেঃ



রিপোর্টার>স্টাফ রিপোর্টার>সিনিয়র স্টাফ রিপোর্টার> সহকারী সম্পাদক> উপসম্পাদক> যুগ্মসম্পাদক>সম্পাদক ?????



ব্যাপারটি আমি এই কারণে ভাবছি যে, আমাদের বেশ কটি বড় পত্রিকার সম্পাদক তো দেখি জীবনেও সাংবাদিকতা করেননি। কিন্তু সম্পাদক হয়ে বসে আছেন অবলীলায়। নাকি মালিক হলেই সম্পাদক হওয়া যায় ? কোন যোগ্যতা-ফোগ্যতার বালাই নেই?





মন্তব্য ২১ টি রেটিং +২/-৩

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১০ রাত ১১:৫২

মগ্নতা বলেছেন: এইটারে আপনে একাডেমিক ব্যাপার মনে করেন নাকি?

১১ ই জুন, ২০১০ রাত ১২:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: না , তা করি না। তবে নিশ্চয়ই সর্বোচ্চ পদে যাবার একটা নিয়ম তো থাকে! নাকি থাকতে নেই?

আপনি তো মনে হয় সাংবাদিকতা করেন। আপনার কি কখনোই মনে হয় না যে, যদি কখনো আপনার পত্রিকার সর্বোচ্চ পোস্ট অর্থাৎ সম্পাদক হতে পারতেন!?

২| ১১ ই জুন, ২০১০ রাত ১২:০৯

মগ্নতা বলেছেন: না, আমি সাংবাদিকতা করি না।

১১ ই জুন, ২০১০ রাত ১২:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ। আপনার উত্তরে জন্য। তবে যে কোন চাকরিতেই প্রমোশন একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা তো আপনি অবশ্যই স্বীকার করবেন। তাই আমার মনে প্রশ্ন জেগেছে যে, কি ভাবে এক জন সাংবাদিক শেষ পর্যন্ত সম্পাদক হতে পারেন?

৩| ১১ ই জুন, ২০১০ রাত ১২:১৮

দৃক বলেছেন: আমার মনে হয় এটা যেহেতু সরাসরি পাঠকের সাথে রিলেটেড, সুতরাং পাঠক কিভাবে বিচার করে সেটাই মুল বিষয়।
আর আপনি যে চেইন গুলার উল্লেখ করেছেন, তার ফলে কত অযোগ্য ব্যক্তি যে শুধুমাত্র সিনিয়রিটির জোরে মাথার উপর বসে ছড়ি ঘুরাচ্ছে, তা তো দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় আর প্রশাসনের অবস্থা দেখলেই বোঝা যায়।

ভালো থাকবেন।

১১ ই জুন, ২০১০ রাত ১২:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটা অবশ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই ভাল বলতে পারবেন যে, তারা যোগ্য না অযোগ্য।

আমি এক জন তৃতীয় শ্রেণী প্রাপ্ত মানুষ। আমি অত বড় বিষয়ে কথা বলতে চাই না।

আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন সব সময়।

৪| ১১ ই জুন, ২০১০ রাত ১২:২২

বল্টু মিয়া বলেছেন: আরে মিয়া সবার যোগ্যতা লাগে না।টাকা,নয়ত কোনো দল করলেই হ্য়। ভালো পত্রিকার সম্পাদক হবার ধাপগুলো কী কী??

১১ ই জুন, ২০১০ রাত ১২:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: "আরে মিয়া সবার যোগ্যতা লাগে না।টাকা,নয়ত কোনো দল করলেই হ্য়। ভালো পত্রিকার সম্পাদক হবার ধাপগুলো কী কী??"

আরে ভাই, আমার নিজেরও তো সেই প্রশ্ন! নাকি মহিলা এডভোকেট হলেই বড় একটি পত্রিকার সম্পাদক হওয়া যায়! জীবনে কখনো সাংবাদিকতা করেছেন কিন সেটা কোন বিবেচ্য বিষয় নয়। অভিজ্ঞতার যেন কোনই দাম নেই!

আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

কেউ কি বলবেনঃ ভালো পত্রিকার সম্পাদক হবার ধাপগুলো কী কী??

৫| ১১ ই জুন, ২০১০ রাত ১২:২৭

অশ্ব ডিম্ব বলেছেন: আপনার কাছে প্রশ্ন -
একজন ভাল সাংবাদিক বা ভাল সম্পাদকের কি কি গুন থাকা অপরিহার্য?

১১ ই জুন, ২০১০ রাত ১২:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি এক জন তৃতীয় শ্রেণী প্রাপ্ত মানুষ। আমি অত বড় বিষয়ে কথা বলতে চাই না।

তারপরও বলতে চাইঃ
১। পেশাগত যোগ্যতা থাকতে হবে।
২। সৃষ্টিশীলতা থাকতে হবে।
৩। সাহস থাকতে হবে।
৪। সাংবাদিকতায় উচ্চতর শিক্ষা থাকতে হবে।
৫। লেখার মান ভাল থাকতে হবে।
৬। দলীয় সম্পৃক্ততা থাকা চলবে না।
৭। সাদাকে সাদা ও কালোকে কালো বলার মতো নৈতিক সাহস থাকতে হবে।
৮। বেশী লোভ থাকা চলবে না।
৯। গুজব ছড়ানোর প্রবনতা থাকা চলবে না।

আবারও বলছি, বিএ এবং এম এ -তে আমি এক জন তৃতীয় শ্রেণী প্রাপ্ত মানুষ। আমি অত বড় বিষয়ে কথা বলতে চাই না। আমাকে মাফ করবেন।

৬| ১১ ই জুন, ২০১০ রাত ১২:৪৫

অশ্ব ডিম্ব বলেছেন: আমি যেটাকে এক নাম্বার ভেবেছিলাম সেটা আপনার লিস্টেই নাই!!!

আমার মতে সবার আগে লাগবে ---

নির্ভেজাল দেশপ্রেম

১১ ই জুন, ২০১০ রাত ১:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রথমেই আপনার কাছে আমার প্রশ্নঃ দেশপ্রেম কি তাহলে ২ প্রকার? ১। নির্ভেজাল দেশপ্রেম ২। ভেজালযুক্ত দেশপ্রেম।

আমি মনে করি , বাংলাদেশের প্রতিটি নাগরিকেরই দেশপ্রেম রয়েছে। দেশ প্রেম না থাকলে দেশে বাস করে কি করে?

আমি এক জন তৃতীয় শ্রেণী প্রাপ্ত মানুষ। আমি অত বড় বিষয়ে কথা বলতে চাই না।

অতএব ভাল সাংবাদিক হবার যোগ্যতা সমুহঃ

১। পেশাগত যোগ্যতা থাকতে হবে।
২। সৃষ্টিশীলতা থাকতে হবে।
৩। সাহস থাকতে হবে।
৪। সাংবাদিকতায় উচ্চতর শিক্ষা থাকতে হবে।
৫। লেখার মান ভাল থাকতে হবে।
৬। দলীয় সম্পৃক্ততা থাকা চলবে না।
৭। সাদাকে সাদা ও কালোকে কালো বলার মতো নৈতিক সাহস থাকতে হবে।
৮। বেশী লোভ থাকা চলবে না।
৯। গুজব ছড়ানোর প্রবনতা থাকা চলবে না।

আপনাকে আবারও বলছি, বিএ এবং এম এ -তে আমি এক জন তৃতীয় শ্রেণী প্রাপ্ত মানুষ। আমার মেধা যে কোন মানের তাও আপনি বুঝতে পারেন। আমি অত বড় বিষয়ে কথা বলতে চাই না। আমাকে মাফ করবেন। আপনার পয়েন্টও লাগবে। তবে কত নম্বরে যাবে তা বুঝতে পারছি না। আপনাকে অনেক ধন্যবাদ। তবে যোগ্যতা না থাকলে খালি দেশপ্রেম দিয়ে কি করবেন?

৭| ১১ ই জুন, ২০১০ সকাল ১১:৫৫

অশ্ব ডিম্ব বলেছেন: আপনার পয়েন্টগুলোও যথার্থ এবং আমি এগুলোর সাথে একমত।

আমি নির্ভেজাল দেশপ্রেম এই অর্থে বলছি যে , এই দেশপ্রেম, যা কোন প্রতিকুলতায় উবে যাবে না।
আমার মধ্যেও দেশপ্রেম আছে তবে তা মাওলানা ভাসানীর মত না।

আর মানুষের কিছু মৌলিক গুন থাকে যা তাকে আরো অনেক গুন বা যোগ্যতা অর্জন করতে সাহায্য করে বা তার মধ্যে তৈরি হওয়া সম্ভব। দেশপ্রেম হচ্ছে একটা মৌলিক গুন। দেশপ্রেম শব্দটাই আপনার দেয়া পয়েন্টগুলোর মধ্যে ৩, ৬, ৭, ৮, ৯ কে কাভার করে।

এছাড়া প্রবল ইচ্ছাশক্তি আর আন্তরিকতা থাকলে পয়েন্ট ২ ছাড়া বাকিগুলোও অর্জন করা সম্ভব।

আশাকরি আমার পয়েন্ট অব ভিউ আমি তুলে ধরতে পেরেছি।

০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জনাব অশ্ব ডিম্ব : তাহলে কি যারা রাজনীতি করেন তাদের কি দেশপ্রেম নেই? মাওলানা ভাসানী কিন্তু রাজনীতি করতেন। মুজিব, জিয়া,এরশাদ, হাসিনা , খালেদা জিয়া সবাই কিন্তু এক একটি বিশেষ দলের লোক । তারা কি দেশপ্রেম বিবর্জিত।

আমি মনে করি, প্রতিটি মানুষেরই দেশ প্রেম আছে। কিন্তু অন্যান্য গুণাবলী হয়তো কম।

দেশপ্রেম ছাড়া মানুষ আর ক'জন আছে? তারা সংখ্যায় অনেক কম।

৮| ১২ ই জুন, ২০১০ রাত ১২:২৭

দুরন্ত ইসলাম বলেছেন: "আমি ১৯৮৬ সাল থেকে সাংবাদিকতা করে আসছি। ১৯৮৭-৮৮ সালে ২৫ বছর বয়সে আমি সাপ্তাহিক দেশবন্ধু ও পূর্বাভাসের সম্পাদক ছিলাম। ১৫ নয়, ২৫ বছরের অভিজ্ঞতা চাইলেও আমার কোনো অসুবিধা নেই, তথাপি ব্যক্তিগতভাবে আমি মনে করি সৃজনশীলতার জন্য পূর্ব-অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, যদিও সাংবাদিক সমাজের দাবির মুখেই আইনটি করা হয়েছে। খালেদ অভিজ্ঞতাবিহীন সম্পাদকদের যে তালিকা দিয়েছেন তা একেবারেই সঠিক নয়। শেখ ফজলুল হক মণি, আসাফউদদৌলা একং মাহফুজ আনাম ছাত্রজীবন থেকেই সাংবাদিকতায় হাতেখড়ি নেন, তারা কেউ লাফ দিয়ে সম্পাদক হননি। আনোয়ার হোসেন মঞ্জু, বাহাউদ্দিন এবং আলতামাস কবীর সম্পাদক হওয়ার আগে পনেরোর চেয়ে বেশি বছর ধরে পত্রিকা প্রকাশনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, তারাও কোনো আগন্তুক নন। এছাড়া নাঈমুল ইসলাম খান সরাসরি সাংবাদিকতার ছাত্র, স্বৈরাচারের পতনের পর একটি বিশেষ প্রেক্ষাপটে একটু কম অভিজ্ঞতা নিয়ে দৈনিক আজকের কাগজের সম্পাদক হলেও তিনি আমাদের সময়ের দায়িত্ব নিয়েছেন দুই যুগের অভিজ্ঞতা নিয়েই। তবে মাহমুদুর রহমান যদি সালমা ইসলাম হতে চান, তাহলে আমার আর কিছু বলার নেই!"

-সাংবাদিক-কলামিস্ট মোজাম্মেল বাবু।

০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাল তো।

৯| ২২ শে নভেম্বর, ২০১১ রাত ১১:১৯

জাহেদ আরমান বলেছেন: অঢেল টাকা> সরাসরি সম্পাদক।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক > সরাসরি সম্পাদক।

শিক্ষার্থী > ম্যাগাজিন সম্পাদক।

২৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ। লিটল ম্যাগ তো কেউ পড়তে চায় না।

১০| ২৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:২৯

শেখ আমিনুল ইসলাম বলেছেন: মন্তব্যে অনেক কিছু জানা হল :)

০২ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আসলেই তাই। মন্তব্য থেকে অনেক কিছু শেখার আছে। অনেক সময় আসল পোস্টের চেয়ে মন্তব্যই হয়ে উঠে অনেক বেশী আকর্ষণীয়।

আপনাকে অনেক ধন্যবাদ।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.