| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোহাম্মদ সাজ্জাদ হোসেন
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
বেশ কিছু দিন যাবথ ঢাকার কিছু জায়গায় বিশেষ করে মতিঝিল এলাকায় কিছু দেয়াল লিখন ( বিজ্ঞাপন আকারে) দেখা যাচ্ছে। টাইম থাকতে পিওর হোন। সাপোর্ট দিবে জনগণ।
টিভি খুলে দেখি সেখানেও জনৈক আখলাক সাহেব ভোটে খাড়াবেন। নেতা বললেন- নির্বাচন হলো পলিটিক্স, সাথে জিনিস করো মিক্স!
আখলাক সাহেব বললেন-- জিনিসের দিন শেষ।
"নেতা, জিনিসের টাইম ফিনিশ...
সময় থাকতে পিওর হন-
সাপোর্ট দিবে জনগন.... "
তবে তিনি যা করলেন তা হলো - রাতের আধারে ভোটারদের ঘরে ঘরে খাটি আমের জুস ব্যাগ ভর্তি করে দিয়ে দিলেন। ভোটাররা ঘুষ হিসাবে আমের জুস খেয়ে বেহুস হয়ে আখলাককে ভোট দিল। তিনি জয়ী হয়ে বিজয় মিছিল বের করলেন।
আগামী নির্বাচনে নগদ টাকা আর কেউ ছিটাবে না। সবাই খাটি আমের জুস নিয়ে আসবে।
©somewhere in net ltd.