নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

নোবেল পুরস্কার? আমি তো অত নোবল (মহান) নই! - ডাঃ মাহাথির

২৮ শে মে, ২০১৮ রাত ৮:২৭




এবার নোবেল পুরস্কার নিয়ে মুখ খুললেন স্বয়ং প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির মুহামাদ। আজ এক প্রেস ব্রিফিং এ তাকে নোবেল পুরস্কারএর জন্য মনোনয়ন দেয়া নিয়ে করা এক অনলাইন পিটিশনের ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিস্ময় প্রকাশ করে বলেনঃ নোবেল পুরস্কার?আমি তো অত নোবল নই। বুদ্ধিদীপ্ত এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেয়ার চলমান পিটিশনটি কার্যতঃ বাতিল করে দিলেন।

নোবেল পুরস্কার? আমি তো অত নোবল (মহান) নই! - ডাঃ মাহাথির


এর আগে Alexandria Abishegam নামের এক ব্যক্তি মাহাথিরকে নোবেল পুরস্কার মনোনয়ন দেয়া নিয়ে একটি অনলাইন পিটিশন শুরু করেন যা মালয়েশিয়াতে ব্যাপক সাড়া জাগায়। এই অনলাইন পিটিশনটি গতকাল (২৬ মে ২০১৮) Change.org platform নামক সাইটের মাধ্যমে নোবেল ফাউন্ডেশন বরাবর এই পিটিশনটি শুরু করা হযেছিল।

আজ মাহাথিরের রাজনৈতিক দল Parti Pribumi Bersatu Malaysia এর সুপ্রিম কাউন্সিলের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর আয়োজিত এক মিডিয়া ব্রিফিং এর এক পর্যায়ে উক্ত বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি উক্ত মন্তব্য করেন।

তবে আমার মনে হয় মাহাথির ভক্তদের হতাশ হবার কারণ নেই। কেননা, মাহাথির এমন এক জন নেতা যিনি কিনা নোবেল পুরস্কারের উর্ধ্বে। তাকে নোবেল পুরস্কার না দিলেও কোন ক্ষতি বৃদ্ধি হবে না। মাহাথির মাহাথিরই । তার তুলনা তিনি নিজেই।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:৩১

আলআমিন১২৩ বলেছেন: This is leader.

২৯ শে মে, ২০১৮ দুপুর ২:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আসলেই তাই। তার মতো নেতা দরকার।

২| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:৩৩

শামচুল হক বলেছেন: গ্রেট লিডার

২৯ শে মে, ২০১৮ দুপুর ২:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মহান নেতা। তার মতো নেতা সব দেশে দরকার।

৩| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:


অনলাইন পিটিশন ইত্যাদি করার ফলে নোবেল প্রাইজর ব্যাপারে মানুষের শ্রদ্ধা কমে আসবে।

২৮ শে মে, ২০১৮ রাত ৯:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, মালালা আর বারাক ওবামা নো‌বেল পাবার পর নো‌বেল পুরস্কা‌রের উপর আমার শ্রদ্ধা উ‌ঠে গে‌ছে। বি‌শেষ ক‌রে নো‌বেল শা‌ন্তি পুরস্কার এর ক্ষে‌ত্রে

৪| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:৪৪

ব্লগার_প্রান্ত বলেছেন: উনি মালেয়সিয়ায় অমর হয়ে থাকবেন, আশা করি ওনাকে নিয়ে কোনদিন কোন বিতর্ক হবে না। ধন্যবাদ ভাই, আপনি প্লিজ আমাদের আপডেটেড রাখবেন।

২৯ শে মে, ২০১৮ দুপুর ২:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সারা বিশ্বে উনার মতো নেতা বিরল। আপডেট রাখার চেষ্টা অব্যাহত রাখা হবে।

৫| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:১৩

ঢাবিয়ান বলেছেন: একজন লিডার এই ভাবেই কথা বলে।

২৯ শে মে, ২০১৮ দুপুর ২:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনার কথা বলার স্টাইলটা খুবই সুন্দর।

৬| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৪১

কাইকর বলেছেন: প্রিয় একজন নেতা।

২৯ শে মে, ২০১৮ দুপুর ২:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবার প্রিয় মাহাথির।

৭| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৫৪

শিখণ্ডী বলেছেন: মাহাথির মোহাম্মদের পূর্ব পুরুষরা ছিলেন চট্টগ্রামের লোক। বড়ই অদ্ভুত! বাঙ্গালি বিদেশে গিয়ে মহামানব হয়ে ওঠে আর দেশে থাকলে খালি ক্যাচালে ক্যাচালে জীবন পার X((

২৯ শে মে, ২০১৮ দুপুর ২:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই বিষয়টি নিয়ে আমি এখনো নিশ্চিত নই। সেই রকম কোন রেফারেন্স পাইনি। পেলে বলতে পারতাম যে, তিনি বাংলাদেশেরই নাতি।

৮| ২৯ শে মে, ২০১৮ রাত ৩:০০

ফেরদৌস হাসান রাতুল বলেছেন: এক কথাতেই তিনি বুঝিয়ে দিলেন, তিনি কতটা নোবেল।

২৯ শে মে, ২০১৮ দুপুর ২:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিক তাই।

৯| ২৯ শে মে, ২০১৮ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: আমি মনে প্রানে চাই উনি নোবেল পাক।

২৯ শে মে, ২০১৮ দুপুর ২:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আজকে ঢাকার প্রথম আলো নামক পত্রিকায় মাহাথিরকে নিয়ে অনলাইন পিটিশনের খবর ছেপেছে। আপনি কি দেখেছেন?

১০| ২৯ শে মে, ২০১৮ দুপুর ২:৪৬

জাতির বোঝা বলেছেন: পুরস্কারটা আমারে দিলে আমার কামে লাগতো।

৩১ শে মে, ২০১৮ রাত ৯:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যোগ্য ব্যক্তি না হ‌লে দে‌বে কেন?

১১| ৩১ শে মে, ২০১৮ রাত ১০:৫৬

শিখণ্ডী বলেছেন: আমি অনেক আগেই শুনেছিলাম। আপনার জন্য একটি লিঙ্ক দিলাম।

০১ লা জুন, ২০১৮ ভোর ৪:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলা‌দেশ প্র‌তি‌দিন এর খবর‌টি আ‌মিও প‌ড়ে‌ছি। ত‌বে আ‌মি উপযুক্ত রেফা‌রেন্স খুজ‌ছি। এখা‌নে মাহা‌থি‌রের উপর লেখা অ‌নেক বই পাওয়া যায়। কিন্তু কোন বই‌য়ে এখ‌নো প্রমাণ পাচ্ছি না। চট্টগ্রা‌মের যে বিশ্ব‌বিদ্যাল‌য়ে সমাবর্ত‌নে তি‌নি গি‌য়ে‌ছি‌লেন তা‌দের কোন প্রকাশনায় মাহা‌থি‌রের সমাবর্তন বক্তৃতা‌ থাক‌তে পা‌রে। সেটা পার‌লে সংগ্রহ করুন। স‌ঠিক তথ্য না পে‌লে বিশ্বাস কর‌তে পার‌ছিনা। পে‌লে পোস্ট দেব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.