নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

নাবালিকা মেয়ে বিয়ে করায় সেই মালয়েশিয়ান লোকটিকে ১৮০০ রিঙ্গিত জরিমানা করলো আদালত।

০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

৪১ বছর বয়সী বর ও ১১ বছর বয়সী কনে।

সম্প্রতি মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় কেলানতান প্রদেশের এক রাবার ব্যবসায়ী যার নাম চে আব্দুল করিম সম্প্রতি ১১ বছর বয়সী থাই বালিকাকে বিয়ে করেন। তার এক স্ত্রী থানায় মামলা করলে বিষয়টি জনসমক্ষে চলে আসে। স্বয়ং উপপ্রধানমন্ত্রী ডঃ উয়ান আজিজা যিনি কিনা মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি বিষয়টি আমলে নেন। নাবালিকা বিয়ে নিয়ে সারা দেশে তুমুল আলোচনার ঝড় উঠে।

আলোড়রন সৃষ্টিকারী এই ঘটনার তদন্ত হয়। শেষ পর্যন্ত লোকটির ১৮০০ রিঙ্গিত জরিমানা করা হয়েছে। প্রদেশের Gua Musang শরীয়াহ আদালত তাকে এই জরিমানা করে। ধর্মীয় অনুশাসন না মানা ও আদালতের অনুমতি ছাড়া বহুবিবাহ করার অপরাধে তাকে এই শাস্তি দেয়া হয়েছে।

তাকে উক্ত দুটি অভিযোগে অভিযুক্ত করা হয়। বিচারক Mohd Surbaineey Hussain প্রতিটি অভিযোগের জন্য ৯০০ রিঙ্গিত করে মোট ১৮০০- রিঙ্গিত জরিমানা করেন।

অভিযুক্ত ৪১ বছর বয়সী লোকটিকে কেলানতান প্রদেশের ২০০২ সালের ৬ নং ইসলামিক পারিবারিক আইনের সেকশন ১৯ ও সেকশন ১২৪ অনুসারে অভিযোগ আনা হয় যাতে ১০০০ রিঙ্গিত জরিমানা ও ২ মাসের জেলের বিধান রয়েছে।

আগের পোস্ট পড়ুনঃ
এই বিষয়ে আগের ঘটনা জানুনঃ



মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

সিগন্যাস বলেছেন: মূর্খ বাঙালিরা ভাবে মালয়েশিয়া আমেরিকা হয়ে গেছে

১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়ার বেশীর ভাগ মানুষ অহঙ্কারী। তারা বাংলাদেশীদেরকে খুব অবজ্ঞার চোখে দেখে। তারা মনে করে আমাদের সব মানুষ কামলা।

তারা জানে না, মালয়েশিয়া গড়ে উঠে বাংলাদেশীদের রক্ত আর ঘামের বিনিময়ে। প্রতি দিন গড়ে ৩/৪ জন শ্রমিক মারা যাচ্ছে সেখানে।

তারা বড় অকৃতজ্ঞ।

২| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


বিয়ের ও বউয়ের কি হলো?

১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই বিষয়ে আমি তেমন কিছু উদ্ধার করতে পারিনি। তবে ধারণা করা যায়, তাদের সংসার চলবে।

৩| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

জাতির বোঝা বলেছেন: আপনি তো অনেক পোস্ট দেন। আপনি কি জানেন, যে মালয়েশিয়ানরা খুব একটা সভ্য নয়। ১০০ জন মালয়েশিয়ান এর মাঝে কম পক্ষে ৮৫ জন পাবেন চরম বেয়াদব। নিজেদেরকে খুব আহামরি কিছু মনে করে। তাদের কিছু টাকা পয়সা আছে। কলকারখানা আছে। বাংলাদেশের মানুষ তাতে কাজ করে।

ধরেন, ৬ লাখ বাংলাদেশেী আছে। তারা বছরে ভিসা লাগাতে ৩০০০ রিঙ্গিত জমা দেয় সরকারী কোষাগারে। সেই টাকা কম নয়। বাংলাদেশীদের টাকায় তারা ফুটানি মারায়। মালয়েশিয়ার পুলিশ আমোদ-ফুর্তি করে বাংলাদেশের শ্রমিকদের কাছ থেকে ছিনতাই করে নেয়া টাকায়। মালয়েশিয়ান পুলিশ কত বড় হারামী সেই কথা তো আপনার পোস্টে দেখি না। বিনাকারণে বাংলাদেশী শ্রমিকদের আটক করে থানায় নেয় কেবলই নগদ টাকার লোভে । অথচ সেই সব নষ্ট মালয়েশিয়ানরা আমাদেরকে বাংলা বলে গালি দেয়।
আরে বেটারা- বাংলাদেশ ছিল বলে তোরা বেঁচে আছিস। নইলে কবে মরে যেতি।

১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনিও তো এবিষয়ে পোস্ট দিতে পারেন।

৪| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সাজ্জাদ ভাই,

এর আগের পোষ্টটিও পড়েছিলাম। সেদিন একটা ঘৃনা চলে এসেছিল। আজ এই খবরটি শেয়ার করায় বুঝলাম, সেদেশে আইন আদালত আছে। সামাজিক অবক্ষয়কে তারা রুখে দিতে প্রস্তুত ।

শুভকামনা প্রিয় সাজ্জাদ ভাই ও পরিবারকে।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দাদা, মানুষ খুব খারাপ প্রাণী।
মানুষ খুব ভালো প্রাণী।
একই মানুষে দুই রূপ।
তবে সব মানুষ তো আর খারাপ নয়।
আবার সব মানুষ ভালো ও নয়।

আপনার জন্য সীমাহীন শ্রদ্ধা। নতুন প্রফাইল পিকচারটা সুন্দর। কিন্তু আপনাকে দেখতে পাবার আনন্দ থেকে বঞ্চিত।

৫| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৫

রাজীব নুর বলেছেন: জরিমানা করে ভালো করেছে।
কিন্তু ছবিতে তাদের মুখ ঢেকে দিয়েছেন কেন?

১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়ার সব গণ মাধ্যমে এই জাতীয় খবরের ছবি এই ভাবে সেন্সর করে প্রকাশ করা হয়। এমন কি টিভি চ্যানেলেও। কারো ব্যক্তিগত ছবি অবাধে প্রকাশের সুযোগ নেই।

৬| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৭

ক্স বলেছেন: মাত্র ১৮০০ রিঙ্গিত? এখন তো নাবালিকা বিয়েতে মানুষের উৎসাহ আরও বেড়ে যাবে।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখানে টাকার পরিমাণটি মুখ্য নয়। শাস্তি হয়েছে এটাই বড় বিষয়।
সব মানুষ তো আর এক রকম নয়।

৭| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৭

নতুন নকিব বলেছেন:



জরিমানার অংকটা ফ্যাক্টর নয়। এটা একটা 'দন্ড' এবং 'উপযুক্ত শিক্ষা' হিসেবে বিবেচিত হোক।

১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সম্ভবতঃ ১৯৯০/ ১৯৯২ সালে বাংলাাদেশের এক পুলিশের বড় কর্তার বিরুদ্ধে মামলায় তার ২ টাকা জরিমানা হয়েছিল। তিনি সেটার বিরুদ্ধে আপিল করেছিলেন। কেননা, এখানে টাকাটা মুখ্য নয়। শাস্তিটাই মুখ্য। শাস্তি বহাল থাকলে পুলিশ কর্মকর্তার চাকরি চলে যেতে পারত।

এখানেও অনেকটা তাই।

৮| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৮

জুন বলেছেন: খবরটি নেটে পড়েছিলাম । দারিদ্রতাই এর কারন সাজ্জাদ হোসেন যার সুযোগ নিচ্ছে বুড়োরা । আচ্ছা তাদের কি একটুও বিবেক নেই !

১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপু, সব মানুষের বিবেক থাকে না। থাকলে পৃথিবীর অবস্থা হয় না। আমাদের দেশেও অনেক মানুষের বিবেক নীরব।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৮

উদাসী স্বপ্ন বলেছেন: মালয়েশিয়াকে গালি দিয়ে কি লাভ, বাংলাদেশ তো বালযবিবাহে চ্যাম্পিয়ন তার ওপর সে তো নবী মোহাম্মদের সুন্নত সহ মাসনা সুলাসা করছে, রুবাআ করতে দেয়া উচিত ছিলো

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধর্ম মানুষকে অমানুষ হবার প্রেরণা দেয়। তবে বিবেকবান মানুষ সততার সাথে সৎ পথে চলতে পারে। তার সেই স্বাধীনতা থাকা উচিত।

১০| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় সাজ্জাদভাই,

ছবিটি অনেকদিন হয়ে যাওয়াই বদল করেছি। তবে আপনার মতামত মাথায় রাখলাম। সেরকম হলে একটি ছবি পরে দিয়ে দেবো।

শুভকামনা নিরন্তর।

২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার জানামতে, ভারত থেকে আপনিই খুব ভালো ব্লগিং করছেন, যার আন্তরিকতা মনোমুগ্ধকর। আপনার ছবি দেখতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.