নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

পাত্র কী করে?

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৪



আমার বাড়ি দোহার উপজেলায় বটিয়া গ্রামে। আমার কাছে দোহার পৃথিবীর সব চেয়ে সেরা জায়গা। সেই জায়গায় আমার অজস্র স্মৃতি। আমার শৈশব, কৈশর, তারুণ্যময় দিনগুলোর অনেক আনন্দ বেদনার কাব্য সবই দোহারকে কেন্দ্র করে।

জয়পাড়ার হাসপাতাল রোডের আমাদের ছোট ভাই আজকের এই গল্পটি বলেছিল। তার বলার স্টাইলটি ছিল অনেক মজার।

পাশের গ্রামের এক মেয়ের বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছিল। খবর পাওয়া গেল পাশের নবাবগঞ্জ উপজেলায় এক সুপাত্র আছে।
কন্যার বিয়ে বলে কথা। সরেজমিনে ছেলের খোঁজ নিতে হবে। সব ঠকাই শেষ পর্যন্ত কভার করা যায়। বিয়ে ঠকায় একবার ঠকলে তা আর শোধরাবার কোন উপায় থাকে না। তাই খোঁজ নেবার জন্য টিম তৈরী হয়ে গেলে।

শেষ পর্যন্ত এক জন বয়স্ক মুরুব্বীকে নিয়ে মেয়ের এক চাচাতো ভাই হোন্ডা নিয়ে ছুটল নবাব গঞ্জের দিকে। খোজ নিতেই হবে।

হবু পাত্রের সাথে মেয়ে বাড়ির প্রতিনিধির অনেক কথাই হয়েছে। তবে সব চেয়ে মজার অংশটুকু পাঠকের বিবেচনার জন্য তুলে ধরা হলোঃ

মেয়ে পক্ষের মুরুব্বীঃ মিয়া সাব, আপনার নাম কি?
পাত্রঃ মোঃ আঃ রহমান।
মুরুব্বীঃ কি করেন?
পাত্রঃ বিএনপি করি( ঘটনাটি ২০০৩-এর। এখনকার দিনে হলে পাত্র হয়তো বলতে পারতঃ আওয়ামীলীগ করি! ২০---- সালের পর আবার হয়ত বলবে- বিএনপি করি)
মুরুব্বীঃ অফিস কোথায়?
পাত্রঃ নবাবগঞ্জে।

উপসংহারঃ
( পরে আরো বিস্তারিত খোঁজ নিয়ে জানা গিয়েছিল পাত্র আসলে তেমন কিছুই করে না। তবে নবাবগঞ্জের উপজেলা বিএনপি অফিসে দিনের বেশীর ভাগ সময় সে বসে। আড্ডা-ফাড্ডা দিয়ে কাটিয়ে দেয় বেশীর ভাগ সময়। মনের মধ্যে আশা নেতা হবার। নেতা হলে আর যা কিছু না হোক কন্ট্রাক্টরী আর ধান্ধাবাজি করে তো অনেক টাকা কামানো যাবে।)

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এরকম জবাবের পর কি তার সাথে বিয়ে হয়েছিল ঐ পাত্রীর?

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাননীয় মন্ত্রী মহোদয়, সেই বিয়ের ব্যাপারে আমার কাছে আর কোন খবর নেই। তবে কেউ তো আর সারা জীবন বেকার, কিংবা বে-বিয়ে থাকে না। তারও সম্ভবতঃ একটা কিনারা হয়েছিল। সবই উপরওয়ালার ইচ্ছা।

২| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৬

শামচুল হক বলেছেন: মজার কাহিনী। এরকম অনেক ঘটনা আছে যা বাস্তব।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার গল্পে এমন ঘটনার পড়তে চাই।

৩| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১২:২১

ওমেরা বলেছেন: ভাল তো লোকটার বুদ্ধি আছে ।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপুমণি, বাংলাদেশে মানুষের এখন প্রচুর বুদ্ধি। তাদের বুদ্ধির ঠেলায় জাতির ১২ টা বেজে গেছে।

৪| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৪৭

নাজিম সৌরভ বলেছেন: কৌশলী পাত্র! :)

২০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই রকম পাত্র এখন দেশে অজস্র আছে। তবে এমন পাত্র কাম্য নয়।

৫| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:১১

বিদেশে কামলা খাটি বলেছেন: খারাপ নয়। এটাই তো দেশের চাল চিত্র।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

৬| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫২

রোকসানা লেইস বলেছেন: দারুণ পাত্রের যোগ্যতা

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৮:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমা‌দের দে‌শের বহু পাত্রই বর্তমা‌নে এই জাতীয় যোগ্যতায় যোগ্যা‌য়িত। তাহারা নি‌জে‌কে বড়ই গর্বা‌য়িত ম‌নে ক‌রেন।

৭| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এখন আর কেউ হয়তো এরকম বলবেনা।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাইরে, এখনো বলে। ঘরে ঘরে নেতা। কোন কোন নেতা ঠিকই বলে।

৮| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: পাত্র কী করে?
বিয়ের সময় সব পাত্রের কাছে মেয়ে পক্ষ একথা জান অতে চায়।

৯| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৯

কথার ফুলঝুরি! বলেছেন: ওয়াও! ভাইয়া দেখি আমার প্রতিবেশী গ্রামের মানুষ :-B আমার দেশের বাড়ী কিন্তু ভাইয়া বাগমারা, আশা করি জায়গাটি চিনতে পেরেছেন? :P নবাবগঞ্জ এর পাশেই ।

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দোহার, নবাবগঞ্জ, শ্রীনগর, লৌহজং আমার সব চেয়ে প্রিয় জায়গা। এই সব জায়গা মন থেকে মুছে দেয়া সম্ভব নয়।
বাগমারা না চেনার তো কোন কারণ নেই আপু। নবাবগঞ্জ আর বাগমারা তো একই জিনিস।

এক সময় লঞ্চে ঢাকা যেতাম। তখন লঞ্চ থামলে ঘাটগুলোর নাম আর মানুষ দেখতাম মুগ্ধ চোখে।

ইক্রাশী<বান্দুরা< দাপারী ( মাঝিরকান্দা)<কলাকোপা<নবাবগঞ্জ<বাগমারা*****

১০| ১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:


দোহার ঢাকা শহরের থেকে ভৌগোলিকভাবে কোন দিকে অবস্হিত।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পুরা‌নো ঢাকার বাবু বাজার ব্রিজ পার হ‌লে কেরানীগঞ্জ উপ‌জেলা। তারপর নবাবগঞ্জ উপ‌জেলা। তারপর দোহার উপ‌জেলা। আমার নি‌জের একটা ধারণার কথা ব‌লি। পদ্মা সেতু য‌দি দোহা‌রের বিলাসপু‌রে করা হ‌তো তাহ‌লে খরচও কম লাগ‌তো। এমন কি এ‌তো দিন সেতু দি‌য়ে গাড়ী বাস ট্রাক চল‌তো। মাওয়ায় পদ্মা অ‌নেক গভীর । বিলাসপু‌রে পু‌রোটাই বল‌তে গে‌লে চর প‌ড়ে‌ছে। সুতরাং পাই‌লিং, পিলার তৈরী সবই কম খর‌চে সহ‌জে করা যেত। অবশ্য কম খর‌চে কর‌লে তো অ‌নে‌কেরই লা‌ভের অংকটা ক‌মে যেত।

১১| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৫

মোস্তফা সোহেল বলেছেন: পড়ে মজা পেয়েছি ভাইয়া।

১২| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪২

উদাসী স্বপ্ন বলেছেন: আরেকটা ব্যাপার বাদ গেছে। পাত্র বিদেশ থাকে। কি করে? বিদেশ থাকে। এমনকি বিয়ের বাজারে এমন পাত্রের দামও অনেক

২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিদেশে প্রচুর পাত্র আছে। এই যে আমি অনেক দিন যাবত দেখছি। মালয়েশিয়াতে বাংলাদেশী পাত্ররা সব গড়াগড়ি খাচ্ছে। পুলিশের গুতানি, দেশের পরিবারের ফুটানি। ভিসা নেই। বেতন নিয়মিত নয়। বিয়ের বয়স পার।

তবে হ্যাঁ, আমাদের দোহারের যে সব পাত্র ইউরোপ/আমেরিকায় থাকে তাদের চাহিদা মারাত্বক। তাদের অবাধ প্রভাব আর প্রতিপত্তির কারণ আমার নিজের পাত্রী দোহারে পাইনি। আসলেই তারা এক শ টাকা তোলা।

১৩| ২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪১

উদাসী স্বপ্ন বলেছেন: ওস্তাদ, ইয়ে মানে আমিও ইউরোপে বছর দশেক আছি। যদিও বয়স একটু বেশী মাত্র ৮৪, কিন্তু আমার ৬ নম্বর বৌরে তালাক দেওনের পর পুরা একা হইয়া গেছি। কিছু কি করন যায়?

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জন্ম, মৃত্যু আর বিয়া
ইহারা আল্লাহর ইশারা ছাড়া হন না।

১৪| ২০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২১

অন্তরন্তর বলেছেন: হা:হা:। বাংলাদেশি পাত্র বলে কথা। আমার অনেক দিন আগে শ্রীনগর এক পাত্রি দেখতে যাওয়া হয়েছিল। যদিও ওখানে বিয়ে না হয়ে হবিগঞ্জ বিয়ে হয়েছে।
@উদা ভাই আপনার জন্য ইউরোপি কন্যাই ভাল হবে।

১৫| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:০৮

বিষন্ন পথিক বলেছেন: @ উদা, পেছনে আসেন
ইউরোপ থেকে এশিয়া প্যাসিফিক, লাইনে আমি ফাশট
ভাগ্যিস বউ জানেনা আমি এখানে কি লিখসি ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.