নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

চীন সফরে যাচ্ছেন ডাঃ এম (Dr M)

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৬



এবার চীন সফরে যাচ্ছেন ডাঃ এম (Dr M)। মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিজয় লাভ করে সরকার গঠন করার পর এটা তার তৃতীয় বিদেশ সফর। এর আগে তিনি প্রথমে জাপান ও পরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া সফর করেন।
বর্তমান সফরকালে মালয়েশিয়ার নেতা চীনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও উর্ধ্বতন সরকারী ও ব্যবসায়ী নেতৃবর্গের সাথে বৈঠক করবেন।

১৭ ই আগস্ট ২০১৮ থেকে ২১ শে আগস্ট ২০১৮ তাঁর চীন সফরের দিন হিসাবে নির্ধারণ করা হয়েছে।

বেশ কিছু দিন ধরেই প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির চীন সফরে যারা আগ্রহ প্রকাশ করছিলেন। কিন্তু চীনের নেতার ব্যস্ততার কারণে সফর আগস্ট মাসে স্থির হয়।

এই সফরে প্রধানমন্ত্রী চীনের কাছ থেকে নেয়া ঋণের সুদের হার কমানোর জন্য অনুরোধ করতে পারেন বলে পর্যবেক্ষকগণ ধারণা করছেন। চীনের কাছে মালয়েশিয়ার বিরাট অংকের ঋণ রয়েছে। যার সুদের হার অনেক বেশী বলে তুন মাহাথির বেশ কয়েকবার উল্লেখ করেছেন।

চীনা বিনিয়োগ বৃদ্ধির বিষয়টি এই সফরে গুরুত্ব পেতে পারে।

উল্লেখ করা যেতে পারে যে, ২০০১ সালের অক্টোবর মাসে প্রধানমন্ত্রী তুন মাহাথির Apec CEO summit এ যোগদান করতে চীন সফর করেছিলেন। দীর্ঘ প্রায় ১৭ বছর পর তিনি আবারও প্রধানমন্ত্রী হিসাবে চীন সফর করতে যাচ্ছেন।

প্রথম বারের ২২ বছরের (১৯৯৮১- ২০০৩) প্রধানমন্ত্রীত্বকালে তিনি মোট ৭ বার চীন সফর করেন। অবসার নেয়ার পর তিনি ৯ বার চীন সফর করেন। সব মিলিয়ে তাঁর চীন সফর করা হয়েছে মোট ১৬ বার।

গুরুত্বপূর্ণ এ সফরে প্রধানমন্ত্রী তুন মাহাথির সফর সঙ্গী হতে পারছেন না তাঁর অর্থ মন্ত্রী ও পাকাতান হারাপান কোয়ালিশনের অন্যতম নেতা লিম গুয়ান এনং।


মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


তিনি পুর্ব এশিয়ায়, মালয়েশিয়ার ভুমিকাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন!

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সপ্তাহে দুয়েক আগে আমেরিকার সেক্রেটারি অব স্টেট মিস্টার Michael R. Pompeo মালয়েশিয়া সফর করে গেছেন। তিনি মালয়েশিয়ার অগ্রগতি বিস্মকর বলে মন্তব্য করার পাশাপাশি মাহাথিরের বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে গেছেন। আমার নিজের ব্যস্ততার কারণে সেই সময়ে কোন পোস্ট দিতে পারিনি।

২| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

বিজন রয় বলেছেন: তাতে বাংলাদেশের কোন লাভ আছে কি না?

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পৃথিবীর সব সরকার প্রধানই তাঁর নিজ নিজ দেশের লাভ লোকসান দেখেন। এটাই বাস্তবতা। এটাই দেশ প্রেম।

৩| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: তাহলে উনি ১৭ বছর পরে আবার চীন শফরে যাচ্ছেন। আশাকরি বর্তমান পরিস্থিতিতে অনেকগুলি জট খুলে যাবে। পূর্ব এশিয়ার রাজনীতি এক অন্য মাত্রা পাবে। বিগত সময়ে যেখানে কোরিয়া নিয়ে আমেরিকার খবরদারি, সেখানে এই সফর অনেকটা আমেরিকার দুশ্চিন্তার কারন হবে।

শুভকামনা রইল।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমাদের জন্য মালয়েশিয়া অনেক গুরুত্বপূর্ণ একটি দেশ । আমাদের দেশের কয়েক লাখ মানুষের রুটি-রুজির ব্যবস্থা হয় মালয়েশিয়াতে। মাহাথির মুলতঃ তাঁর দেশের অর্থনীতি আর দুর্নীতি নিয়ে বেশী চিন্তিত। শক্তিপরীক্ষার রাজনীতি আগেও করেছেন বলে শুনিনি। সামনেও করার সময় নেই।

প্রধানমন্ত্রী হিসাবে উনি সময় পাবেন সর্বোচ্চ ২ বছর। তারপর আসবেন আনোয়ার ইব্রাহিম।

ভালো থাকুন, প্রিয় দাদা। আপনার অশেষ কল্যাণ কামনা করি।

৪| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

সোহানী বলেছেন: একজন মাহাথি হাজার বছরে আসে........

আপনার খবর কি? কতদূর এ্যাপ্লিকেশানের?

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপু, আমাকে দিয়ে হবে না। আমার স্কোর মহাখারাপ। আর এখন পুলে এতো বেশী পটেনশিয়াল ক্যান্ডিডেট আসছে যে নিজেকে আদু ভাই ছাড়া আর কিছু মনে হয় না।

আমার বিষয়টি মনে রেখেছেন বলে খুব ভালো লাগলো। তবে আমি হাল ছাড়িনি। আপনার সাথে আমার দেখা হয়ে যেতে পারে যদি বেঁচে থাকি।

ভালো থাকবেন। শুভ কামনা সব সময়।

৫| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: মহান নায়ক মাহাথির। তার নেতৃত্বে মালয়েশিয়া এগিয়ে যাক আরো বহুদূর।

৬| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

বিজন রয় বলেছেন: মাহাথির আর শেখ হাসিনার মধ্যে কোন পার্থক্য আছে?

৭| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

কাছের-মানুষ বলেছেন:
তিনি একজন সফল মানুষ, নিজের দেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। এই মেয়াদের কি করেন সেটা দেখার বিষয়।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সততা ফিরিয়ে আনার জন্য উনার সংগ্রাম। নীতি ফিরিয়ে আনার জন্য যুদ্ধ।

৮| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৪

শাহিন-৯৯ বলেছেন:




আমাদের দেশে কি উনার আসার সম্ভবনা আছে? মালয়েশিয়ান প্রধানমন্ত্রী হিসাবে উনি বাংলাদেশকে কিভাবে দেখেন?

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমাদের দেশে উনার আসার কোন সম্ভাবনা আছে কিনা আমার জানা নেই। তবে বিগত অবসর জীবনে তিনি অসংখ্যবার বাংলাদেশে গেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন বক্তা হিসাবে উপস্থিত থেকেছেন।

বাংলাদেশ শ্রমিক সরবরাহকারী দেশ। আমাদের অনেক অবদান আধুনিক মালয়েশিয়া গড়ায়। মালয়েশিয়া গড়ে উঠেছে আমাদের তরুণদের রক্ত আর ঘামের বিনিময়ে।

প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ জন বাংলাদেশী শ্রমিক এখানে মৃ্ত্যু বরণ করেন। এটা উনার জানার কথা।

৯| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৮

বিদেশে কামলা খাটি বলেছেন:
আমার কামলা দিয়া খাই।
মালয়শিয়ার মানুষ আমাদেরকে গুনে না।
তাই মাহাথির বলে ন আর আনোয়ার ইব্রাহিম বলেন কিংবা নাজিব বলেন আমরা তো কামলাই ।
আমরা বড় দুঃখী জাতি।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কি আর বলবো। আমরা তো অসহায় । আমরা বেঁচে থাকার জন্য সংগ্রাম করছি।

১০| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫২

চাঙ্কু বলেছেন: আমার কিছু মালয় বন্ধু মাহাথিকে দুই চক্ষে দেখতে পারে না। তারা বিরুদ্ধে কয়েকশ অভিযোগ দিতে পারবে!

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বর্তশান সরকার মালয়দের আংশিক ভোট পেয়েছে। মূলতঃ আনোয়ার ইব্রাহিমের মালয় ভোট ব্যাংক, চায়নিজদের পুরো ভোট ব্যাংক, তামিলদের ভোট ব্যাংক আর মাহাথিরের ব্যক্তিগত ইমেজ পাকাতান হারাপান কোয়ালিশনকে বিজয়ী করেছে।

১১| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৬

বিদেশে কামলা খাটি বলেছেন:
উনার পূর্ব পুরুষরা তো ভারত থেকে আগত। এটা নির্বাচনে বারিসানের একটা অস্ত্র ছিল। ২২ বছর আগেও এই অস্ত্র তার উপর প্রয়োগ করা হয়েছে।

কিন্তু এখন তার উপর কোন মালয় নেই। তিনি অনেক বড় মালয়।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

১২| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: মাহাথির কি বাংলাদেশে কখনও এসেছেন?

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিগত অবসর জীবনে তিনি অসংখ্যবার বাংলাদেশে গেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন বক্তা হিসাবে উপস্থিত থেকেছেন। শিক্ষার প্রতি উনার আলাদা একটা টান আছে। বর্তমান সরকারে উনি শিক্ষামন্ত্রণালয় নিজের কাছে রাখতে চেয়েছিলেন। কিন্তু জোটের অন্য নেতারা তাতে রাজি হননি। শিক্ষা নিয়ে উনার ভাবনাগুলো সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.