নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ার পার্লামেন্টঃ শপথ গ্রহণ বিষয়ক কথকতা।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫১

এবছর ৯ মে নির্বাচনে বিজয়ের পর ১৪ আগস্ট ২০১৮ তারিখে ৩ মাসেরও বেশী সময় পরে এমপি হিসাবে শপথ গ্রহণ করলেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী Tan Sri Muhyiddin Yassin . এ প্রসঙ্গে মালয়েশিয়ার এমপিদের শপথ গ্রহণ নিয়ে আজকের পোস্ট।

মালয়েশিয়ার পার্লামেন্ট ভবন

মিস্টার মুহিদিন প্রধানমন্ত্রী তুন মাহাথিরর খুব কাছের লোক। মাহাথিরের নতুন প্রতিষ্ঠিত দল Parti Pribumi Bersatu Malaysia ( PPM) এর তিনি চেয়ারম্যান।

পার্লামেন্ট চত্বরে রাজাকে প্রদত্ত গার্ড অব অনার- সালাম নিচ্ছেন রাজা।

পার্লামেন্টে ভাষণ দিচ্ছেন মালয়েশিয়ার রাজা সুলতান মুহাম্মাদ ৫ম


অধিবেশন হল
গুরুতর অসুস্থ থাকায় এক মাসের ছুটি নেন চিকিৎসার জন্য। তার চিকিৎসা শেষ হওয়ায় তিনি এমপি হিসাবে শপথ নিলেন।

অধিবেশন হলে তুন মাহাথির। লক্ষণীয়ঃ পার্লামেন্টে বসার সিটে এমপির নাম, ছবি সহ আসনের নাম উল্লেখ করা আছে।

আমাদের বাংলাদেশে নির্বাচনের দিন ভোট গ্রহণের পরপরই সন্ধ্যায় ভোট গণনা শুরু হয়। সারা রাত ধরে চলে গণনা। সব শেষে নির্বাচনের রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট আসনের ফল ঘোষণা করেন। এটাকে বলা হয় বেসরকারী ফলাফল। পরবর্তীতে নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সরকারী ফল ঘোষণা করেন।
এমপি হিসাবে শপথ নিচ্ছেন তুন মাহাথির


মালয়েশিয়াতে নির্বাচনের পরপরই ভোট গণনা শুরু হয়। গণনা শেষ হলে সংশ্লিষ্ট কর্মকর্তা ফলাফল রাজধানী পুত্রাজায়াতে পাঠান। সব আসনের ফল চলে আসলে শেষ রাতে নির্বাচন কমিশনের চেয়ারম্যান (এখানে প্রধান নির্বাচন কমিশনার বলে কেউ নেই) ফল ঘোষণা করেন। এটাই সরকারী ভাবে ঘোষিত আনুষ্ঠানিক ফল। এই ফলাফলের উপর ভিত্তি করেই বিজয়া জোট বা দলের নেতাকে রাজা প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ ও সরকার গঠনের জন্য আহবান জানান।

এমপি হিসাবে শপথ নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক

বাংলাদেশে নির্বাচনের ফল গেজেট হবার পর নতুন এমপিদেরকে শপথ নেয়ার জন্য ডাকা হয়। সাধারণত একটি দলের সব এমপি একই তারিখে শপথ নেন। শপথ করান সাবেক স্পিকার। (৫ম সংসদের সাবেক স্পিকার জাতীয় পার্টির হওয়ায় শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার। এটি একটি ব্যতিক্রম। )
নতুন স্পিকার Datuk Mohamad Ariff Md Yusof

শপথ শেষ হলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা শপথ নেন। সরকার গঠিত হয়। এর পর সংসদের অধিবেশন বসে।
মালয়েশিয়াতে এমপিরা শপথ নেন পার্লামেন্টের প্রথম অধিবেশনের দিন।বাংলাদেশের মতো দলগত ভাবে নয়।
স্পিকার নির্বাচনের প্রতিবাদে বিরোধীদল ওয়াক আউট করলেও আলোচিত নেতা খাইরি জামালদিন সংসদে বসে আছেন।

এখানে প্রত্যেক সদস্যকে পৃথক পৃথক ভাবে শপথ গ্রহণ করতে হয়।যার যার শপথ তাকেই নিতে হয়। কেউ শপথ পাঠ করায় না। শপথ পাঠ শেষ হলে রাজা নতুন সংসদে ভাষণ প্রদান করেন।


মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১৮

কাওসার চৌধুরী বলেছেন:



শুভ সকাল প্রিয় সাজ্জাদ ভাই; আপনি এ বিষয়গুলো নিয়ে লেখেন বলেই মালয়েশির অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি। মাহাথির মোহাম্মদ সম্বন্ধে বেশি বেশি জানার সুযোগ পেয়েছি। এসব পোস্ট আমার খুব ভাল লগে ।

১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ সকাল, ভাইয়া। আপনি আমার এক জন প্রিয় লেখক। আপনার লেখা অনেক সমৃদ্ধ। তার কারণ ও আছে। আপনি একটি মহান পেশায় আছেন।

আপনার পোস্ট পড়লে জীবন সম্পর্কে আরো বেশী বেশী উলব্ধি করার সুযোগ পাই। আপনি অনেক অনেক ভালো থাকুন।

২| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০৩

রাজীব নুর বলেছেন: সাজ্জাদ ভাই কেমন আছেন?
ঈদ কোথায় করবেন?

১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজীব ভাই, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আপনিও ভালো আছেন প্রত্যাশা করি।

স্কুলে বিশাল ছুটি হওয়ায় আমার ছোট বাবা-মা তাদের মা সহ দেশে বেড়াতে গেছে। এবছর আমার ঈদ মাটি।

ঈদে কুয়ালালামপুরের আশে পাশে ঘুরে বেড়াবো। পুলিশ বেশী ঝামেলা করলে ম্যারাথন ঘুমের একটা পরিকল্পনা আমার বিবেচনায় আছে। বাকি আল্লাহর ইচ্ছা।

আপনি অনেক অনেক ভালো থাকুন। আপনার লেখা পড়তে খুব ভালো লাগে। আজকাল আগের মতো সময় পাই না। আমার ঘুড়ি কেন যেন আজকাল খুব দ্রুত ঘুরছে। এটার ব্রেক কষতে হবে।

৩| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৪

স্রাঞ্জি সে বলেছেন:

মালয়েশিয়া আদর্শ বাংলাদেশ থেকে অনেক ব্যতিক্রম।

ধন্যবাদ নিবেন। দেশটার সম্পর্কে অনেক কিছু জানলাম।

১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি কষ্ট করে পড়েছেন। এটাই আমার সার্থকতা । আপনি অনেক অনেক ভালো থাকুন। জীবনে হোক আরো সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.