নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

১৩ই অক্টোবর পোর্ট ডিকসনে আনোয়ার ইব্রাহিমের অগ্নি পরীক্ষা।

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৩

মালয়েশিয়ার হবু প্রধানমন্ত্রী দাতুক সেরী আনোয়ার ইব্রাহীম। ১৩ অক্টোবর উপনির্বাচনে প্রধানতম প্রার্থী

মালয়েশিয়ার ক্ষমতাসীন জোটের প্রধান শরীক পিকেআর এর সভাপতি ও হবু প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অগ্নিপরীক্ষা ১৩ই অক্টোবর ২০১৮ পর্যটন ও বন্দর শহর পোর্ট ডিকসনে।

পার্লামেন্টে যাবার পথ প্রশস্ত করতে ওই আসনের এমপি (পোর্ট ডিকসন আসনের) দাতুক দানিয়েল বালাগোপাল আব্দুল্লাহ পদত্যাগ করলে সেই আসনে উপনির্বাচনের দিন নির্ধারিত হয়।

পোর্ট ডিকসন সি বিচে দৌড়াচ্ছেন আনোয়ার ইব্রাহিম

এই নির্বাচন আনোয়ার ইব্রাহিমের জন্য প্রেস্টিজ ইস্যু হয়ে দেখা দিয়েছে। কেননা, তিনি এখন দেশের হবু প্রধানমন্ত্রী । তাই তিনি পরাজিত হলে সেটা হবে এক ধরনের মান সম্মানের প্রশ্ন। এটা তার নিজের জন্ম স্থান নয়। তার জন্ম স্থানে নির্বাচন হলে তিনি হয়তো ভোটারদের কোন আলাদা আবেগ আর সহানুভূতি পেতে পারতেন। এখানে সরকার বিরোধী সবাই তার বিরুদ্ধে থাকবে।

পোর্ট ডিকসন আসনের পদত্যাগী এমপি দাতুক দানিয়েল বালাগোপাল আব্দুল্লাহ।


তবে প্রধানমন্ত্রী তুন মাহাথির বলেছেন- তিনি আনোয়ার ইব্রাহিমের নির্বাচনী প্রচারে অংশ নেবেন। সাধারণত ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কোন নির্বাচনী প্রচারে অংশ নেন না। তুন মাহাথির এবার আনোয়ার ইব্রাহিমের পক্ষে প্রচারে অংশ নিলে সেটা হবে দীর্ঘ দিনের প্রচলিত রীতির ব্যতিক্রম।


এই আসনে আনোয়ার ইব্রাহিম প্রধান প্রার্থী। তাকে আটকানোর জন্য আরো ৬ জন প্রার্থী আছেন। The Pan-Malaysian Islamic Party (PAS) এর প্রার্থী Mohd Nazari Mokhtar আনোয়ার ইব্রাহিমের প্রধান প্রতিপক্ষ। সাবেক ক্ষমতাসীনরা সম্ভবত তাকে সমর্থন দেবে।

এই নির্বাচনের ৭ জন প্রার্থী হলেন-
১। ক্ষমতাসীন পাকাতান হারাপান (PH) জোটের প্রার্থী আনোয়ার ইব্রাহিম।
২। ইসলামী জোট PAS এর প্রার্থী Mohd Nazari Mokhtar
৩। স্বতন্ত্র প্রার্থী- Stevie Chan Keng Leong
৪। স্বতন্ত্র প্রার্থী- Mohd Isa Abdul Samad
৫। স্বতন্ত্র প্রার্থী- Saiful Bukhari Azlan
৬। স্বতন্ত্র প্রার্থী- Lau Seck Yan
৭। স্বতন্ত্র প্রার্থী- Kan Chee Yuen

৯ মে ২০১৮ এর পার্লামেন্ট নির্বাচনের পর এটাই হবে ফেডারেল পার্লামেন্ট দেওয়ান রাকায়াতের প্রথমউপনির্বাচন। এর আগে বেশ কটি প্রাদেশিক পার্লামেন্টের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আগের পোস্টঃ
নেতার জন্য পদত্যাগ







মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: আমার ধারনা সে ছাড়া পেয়ে যাবে।

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমারও ধারণা, তিনি বিজয়ী হবেন।

২| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৫

ওমেরা বলেছেন: ইনশা আল্লাহ ! উনি জয়ী হবেন ।

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষের মন জয় করা একটি বড় কাজ। কাজটি অনেক কঠিন।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: তার জন্য দোয়া রইলো। জিতবেই।

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ‌জিত‌লে ভা‌লো। হারলে চরম বদনাম। দেখা যাক।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৫

সৈকত জোহা বলেছেন: সে আপনার মন জয় করেছে। তার দেশের লোক তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেটা ধরে নেওয়া যায়

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আ‌মি বাংলা‌দে‌শের নাগ‌রিক। আমার মন জয় করার জন্য তিন জন ম‌হিলা নেতা আ‌ছেন। তাদের কা‌ছে জা‌তির সবাই আবদ্ধ।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমারও ধারণা, তিনি বিজয়ী হবেন।

এখন অপেক্ষা।

০৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জিতলে ভালো । না জিতলে নাই। এই নিয়ে মন খারাপ করা কিংবা বেশী আনন্দ করাও ঠিক নয়।
অপেক্ষা করলেই জানা যাবে ।

৬| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৪

উদাসী স্বপ্ন বলেছেন: পরশুই তো নির্বাচন

হাওয়া কোন দিকে?

১৩ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আজ শনিবার নির্বাচন। এখানে সাবেক ক্ষমতাসীনরা কোন প্রার্থী দেয়নি। প্রধান ইসলামী দল প্রাথী দিয়েছে। বাকিরা সবাই স্বতন্ত্র প্রার্থী। মিঃ আনোয়ার ব্যাপক প্রচারণা চালিয়েছেন। স্বয়ং প্রধানমন্ত্রী তুন মাহাথির প্রচলিত রীতি ভেঙ্গে তার প্রচারণায় অংশ নিয়েছেন।

তিনি যে জিতবেন তাতে তেমন কোন সন্দেহ নাই। কিন্তু মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসাবে তাকে ব্যাপক ভোটে জিততে হবে। নইলে মানুষ জনের কাছে তার কোন মান ইজ্জত থাকবে না।

তাই বলা যায়- হাওয়া এখন আনোয়ার ইব্রাহিমের দিকেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.