নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

তুন মাহাথির ও তাঁর নোট বুক

২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০০

সম্প্রতি লন্ডনে তুন ডাঃ মাহাথির তাঁর নোটবুকটি সাংবাদিকদের সামনে মেলে ধরেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির মোহামাদ একটি নোট বুক ব্যবহার করেন । এই নোট বুকটি তিনি সব সময় তাঁর সাথে সাথে রাখেন। এটা তাঁকে প্রচুর সাহায্য করে।

তুন ডাঃ এম এর এই নোট বুকটি স্যামসাং এর কোন নোট বুক নয়। এমনকি আপেল কোম্পানীর বিখ্যাত কোন আইপ্যাড কিংবা এই জাতীয় কোন জিনিসও নয়। তিনি ব্যবহার করেন একটি ছোট সাধারণ খাতা যা নোটবুক বা নোট খাতা নামেও পরিচিত।

এই নোট খাতায় তিনি তাঁর চিন্তাভাবনা বা যে কোন বিষয়ে বিশেষ করে কেবিনেটের যে কোন গুরুত্বপূর্ণ বিষয় নোট রাখেন। পরে সেই সব বিষয় নিয়ে তিনি প্রচুর চিন্তাভাবনা করেন।

সম্প্রতি তিনি জাতি সংঘের সাধারণ পরিষদে অংশ গ্রহণের পর দেশে ফেরার পথে লন্ডনে যাত্রা বিরতির সময় তাঁর এ্টি বিখ্যাত নোট বুকটি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তুন মাহাথির বলেন- আমার মনে যখনই কোন কিছু আসে আমি সেই মুহূর্তেই তা আমার নোট খাতায় লিখে ফেলি। আমি যদি এটা না করি তাহলে আমি তা পরে ভুলে যেতে পারি।

তুন মাহাথির তাঁর নোট বুকে যা নোট নেন তা কাউকেই দেখতে দেন না। তিনি কাজের ফাঁকে যখনই সময় পান তার নোট নিয়ে প্রচুর কাজ করেন। তিনি আরো জানান, তিনি অনেক সময় নোট বুকের প্রথম দিক থেকে লিখেন। আবার অনেক সময় নোট বুকের পেছন দিক থেকেও লিখেন।

তৃুন আরো জানান, কেবিনেটের মিটিং এর সময় তিনি তাঁর নোট বুক থেকে মন্ত্রী সভার সদস্যদেরকে পড়ে শোনান। তাঁর কাছ থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা লাভ করেন।

তুন মাহাথির এই তথ্য প্রযুক্তির উৎকর্ষের যুগেও কাগজে তৈরী একটি নোটবুক ব্যবহার করেন বিষয়টি আমাকে বিমোহিত করেছেন।

তুন মাহাথিরের জন্য শুভ কামনা। তিনি শতায়ু হোন।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুভ কামনা
তুন মাহাথির

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দুর্লভ এক নেতা। উনার দীর্ঘ জীবন সবার কাম্য।

২| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:


১৯৮০ সালে মালয়েশিয়া বাংলাদেশের মতো ছিলো, আজকে বাংগাীরা সেখানে যেতে ঘরবাড়ী বিক্রয় করছে

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশ থেকে প্রায় সাড়ে তিন হাজার জন সেকেন্ড হোমের খাতায় নাম লিখিয়েছেন। তারা কেউ দেশে নিজের ঘরবাড়ি বিক্রয় করেননি। তাদের আছে টাকার পাহাড়।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমি তখন অনেক ছোট, আমার এক আংকেল, উনি এখন পর্তুগাল থাকেন। তিনি আমায় রোজনামচার হাত ধরিয়ে দিয়েছিলেন, কিন্তু এই বয়সে এসে সেটা হাত থেকে খসে পড়ে গেছে!


এই পড়ে যাওয়াটাই বাঙালির ধর্ম কিন্তু আমাদের আছে ডিজিটাল আইন আর ডিজিটাল সামানাপত্র!

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার জিনিসটাও ভালো ছিল। এই অভ্যাস ধরে রাখতে পারলে খুব কাজে লাগে। আমি নিজেও এটা করার চেষ্টা করি।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মাহাথির একজন সত্যিকারের ষ্টেটসম্যান।

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এমন নেতা দেশে দেশে দরকার।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সাজ্জাদ ভাই,

কেমন আছেন বলুন দেখি ? অনেকদিন দেখা সাক্ষাৎ হচ্ছে না কথা হচ্ছে না । কমেন্ট করলে উত্তর দিচ্ছে অনেকদিন পরে পরে । কি ব্যাপার !! শরীর কি খুব খারাপ ?

অনেকদিন আপনাকে না পেয়ে বসে উৎকণ্ঠায় আছি। ।

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হাই প্রিয় দাদা, আমি ভালো আছি। আমার ব্লাড প্রেসার, ব্লাড প্রোফাইল সব এক এক দম ঠিক। কিন্তু সমস্যা অন্য জায়গায়। রুটি-পানির প্রবাহ ঠিক রাখতে হিমশিম খাচ্ছি। এই সব খাওয়া-দাওয়ার ঝামেলার কারণেই ব্লগ এখন আমার কাছে সেকেন্ড হোম কিংবা থার্ড হোম হয়ে যাচ্ছে। সামনে হয়তো বা ফোর্থ হোম হয়ে যাবে।

চাকরির অবস্খা খুব ভালো যাচ্ছে না। বেকার হয়ে যাবো মনে হচ্ছে।

শুভ কামনা আপনার জন্য। ভালো থাকুন সব সময়।

৬| ২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

গগণ আলো বলেছেন: কোন গেজেট ব্যবহার করলেই পারেন কিন্তু। তাতে নোট রাখা সহজ হবে। প্রযুক্তি তো আছেই কাজ সহজ করার জন্য। তুন মাহাথির আমার পছন্দের মানুষ। শুভ কামনা তার জন্য।

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মুরুব্বী মানুষ। নোট খাতাতেই উনি হয়তো স্বাচ্ছন্দ বোথ করেন। প্রযুক্তি অবশ্যই ব্যবহার করা উচিত। জীবনের জন্য প্রযুক্তি। প্রযুক্তি জীবনকে সহজ করে।

আপনার জন্য শুভ কামনা। ভালো থাকুন সব সময়। জীবন হোক সুন্দর।

৭| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: আলসেমী না করে সাথে সাথে টুকে রাখা বুদ্ধিমানের কাজ।

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন। আমিও এটা করার চেষ্টা করি।
আপনার জন্য শুভ কামনা। ভালো থাকুন সব সময়। জীবন হোক সুন্দর।

৮| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১১

মাহমুদুর রহমান বলেছেন: আমারও কিছু মনে আসলে,সাথে সাথে তা না লিখলে ভুলে যাই।

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্বাভাবিক। মানুষ তো আর ফেরেস্তা নয়। আমি নিজেও এটা করি।
আপনার জন্য শুভ কামনা। ভালো থাকুন সব সময়। জীবন হোক সুন্দর।

৯| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৯

আল ইফরান বলেছেন: আমি আগে এই পদ্ধতিতে নোট রাখতাম, কিন্তু পরে স্মার্টফোন এসে সব লন্ডভন্ড করে দিছে।

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্মার্ট ফোন আসার পর মানুষ আগের চেয়ে অনেক বেশী স্মার্ট হয়ে গেছে। কিন্তু আগের চেয়ে খুব বেশী অমায়িক হয় নি। সততা কমে গেছে।

১০| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

আল ইফরান বলেছেন: লেখক বলেছেন: স্মার্ট ফোন আসার পর মানুষ আগের চেয়ে অনেক বেশী স্মার্ট হয়ে গেছে। কিন্তু আগের চেয়ে খুব বেশী অমায়িক হয় নি। সততা কমে গেছে।

কঠিনভাবে সহমত পোষণ করছি।

৩০ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য সীমাহীন কৃতজ্ঞতা। দিনে দিনে মানুষ যেন আরো বেশী সভ্য হয়। সততা, ন্যায়নীতি, মানবতা, বিবেকবোধ, কর্তব্যনিষ্ঠা, দেশপ্রেম জাগ্রত হোক সব মানুষের মাঝে। ভালো থাকুন সব সময়। শুভেচ্ছা।

১১| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

খায়রুল আহসান বলেছেন: যোগ্যতা, প্রতিভা কিংবা অন্যান্য কোন গুণাবলীর দিক দিয়েই আমি তুন মাহাথির এর ধারে কাছেও নেই, কিন্তু আমিও তুন মাহাথির এর নোটবুকটার মত দেখতে ঠিক একই রকম একটা কাগজের নোটবুক সবসময় আমার পকেটে রাখি। :)
এবং কাকতালীয় হলেও, আমিও তাঁর মতই কখনো নোটবুকের সামনে থেকে, কখনো বা পেছন থেকে লেখা শুরু করি। :)
আমার নোটবুকেও আমার কেবিনেট মেম্বারদের (পড়ুন পরিবারের সদস্যদের) জন্য করনীয় অনেক কিছু লেখা থাকে। :)
এ ছাড়া আমার বহু কবিতা, গল্প ও প্রবন্ধের জন্ম হয়েছে সেই ছোট্ট নোটবুকে লিখে রাখা আউটলাইন থেকে। আমার বয়সে এসে আমার আদারওয়াইজ প্রখর স্মৃতিশক্তি মাঝে মাঝে প্রতারণার প্রয়াস পায়। নোটবুকই তার উত্তম প্রতিষেধক।
এ ছাড়া আরো দুটো জিনিস পকেটে না নিয়ে আমি শত তাড়াহুড়োতেও ঘর থেকে বের হই না- কলম এবং রুমাল। :)

০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিক স্যার। আপনার মতো আরো অনেকেই আছেন। আমার এক দাদাও ছিলেন। তিনি এই সব নোট খাতা ব্যবহার করতেন।

সিনিয়ার সিটিজেনরা জাতির আলোকবর্তিকা। আমাদের বাতিঘর। তাদের ছায়াতলে জাতির সন্তানেরা আরো সাহসী হয়ে বেড়ে উঠুক।

১২| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

খায়রুল আহসান বলেছেন: মুরুব্বী মানুষ। নোট খাতাতেই উনি হয়তো স্বাচ্ছন্দ বোথ করেন - ৬ নং প্রতিমন্তব্যে আপনার এ কথাটাতে বয়োজ্যেষ্ঠদের প্রতি অনেক শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। আমার সেটা ভাল লেগেছে। +

০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, আপনার মন্তব্য পড়ে আমি আবেগআপ্লুত হয়েছি। আপনার কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা। ভালো থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.