নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

ওকে লাহ!! বোলেহ লাহ!!

০৯ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৫৮



আমরা যারা মালয়েশিয়াতে কিংবা সিঙ্গাপুরে কামলা দিই তারা ওকে লাহ, বোলেহ লাহ এই দুটো শব্দ প্রায়ই শুনি।
বলতে গেলে এই দুটি শব্দ দিনের মধ্যে ১০০ বার ব্যবহার করে না এমন কোন মালয় বা চায়নিজ লোক খুঁজে পাওয়া যাবে না।

আমারও যেমন কিছু কিছু শব্দ প্রায়ই ব্যবহার করি এটাও মনে হয় তেমন কিছু একটা। তবে এটার খুব একটা অর্থ আছে বলে আমার কাছে মনে হয়নি।

যেমন আপনার কাছে কেউ কোন জিনিস পেত। আপনি সেই জিনিসগুলো তাকে ফিরিয়ে দিয়ে আসলেন। তার হাতে দেবার সময় বললেন- বোলে লাহ? মানে সব ঠিক আছে তো, নাকি? আবার এটাও হতে পারে- ঠিক আছে রে, ভাই।

আবার যারা একটু স্মার্ট তারা বলতে পারেন- ok, Lah?

কেউ যদি মালয়েশিয়া বা সিঙ্গাপুর বেড়াতে যান তাহলে একটু খেয়াল করলেই দেখবেন- মানুষ জন দেদারছে বলছে-

ওকে লা!! বোলেহ লাহ!!

আমি আরো অবাক হয়ে লক্ষ্য করলাম- আমাদের যারা প্রবাসী শ্রমিক তারাও প্রয়োজনে অপ্রয়োজনে দেদারছে বলছে - ওকে লা!! বোলেহ লাহ!!

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:১২

ঢাকার লোক বলেছেন: মালয়েশিয়া বোলে!

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Thank you Lah!

২| ০৯ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:২০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:


জানলাম

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Boleh Lah!

৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


মালয়েশিয়ায় কি পরিমাণ বাংগালী আছেন?

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দেশে কাম কাজ নাই। ঘর বাড়ি বিক্রি করে কাজ করতে এসেছে। সঠিক সংখ্যা বলতে পারেন কেবল এক জন। তিনি আল্লাহ। তিনি ছাড়া সঠিক সংখ্যা বলার মতো লোক আমি জানি না।

তবে লোকে বলে ৭/৮ লাখ বাংলাদেশেী শ্রমিক এখানে পেটের দায়ে কাজ করে। তাদের নিজ দেশে কোন কাজ জুটেনি।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

সনেট কবি বলেছেন: বেশ

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Boleh Lah !!

৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১০

চাঙ্কু বলেছেন: ওকে লাহ! B-)

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Boleh Lah!

৬| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

রাজীব নুর বলেছেন: আর সৌদিতে তবলে মিসকিন বলে। মানে ফকির।

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Secret Lah !

৭| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: :-B

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Boleh Lah!

৮| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো লিখেছেন।

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Thank you, Lah!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.