নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

উপলব্ধি

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

আজকাল আমার মনে কেবলই হয়
মানুষগুলো বড্ড বেশী অহঙ্কারী।
অহমিকায় তার মাটিতে পা পড়ে না।
হাঁটার সময়ও চোখ থাকে আকাশে ।

আজকাল আমার কেবলই মনে হয়
মানুযগুলো বড্ড বেশী অশান্তি প্রিয়
যেন মনে মনে তৈরী হয়েই থাকে
পায়ে পা দিয়ে ঝগড়ার প্রতীক্ষায়।

আজকাল আমার কেবলই মনে হয়
মানুষগুলো বড্ড বেশী যুদ্ধবাজ
যুদ্ধংদেহী মনোভাবে যেন তৈরী হয়েই থাকে
অশান্তি সৃষ্টির পায়তারায়।

আজকাল আমার এও মনে হয় -
কিছু দারুণ সাহসী মানুষ আছে
যারা অহিংসার কথা বলে। শান্তির কথা বলে।
সেই মহামানবদের আমি খুঁজে বেড়াই
একবার দেখবো বলে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:


এই দশকে, বিশ্বব্যাপী মানুষ একাকীত্বে ভুগছে, এটা সমস্যার সৃষ্টি করছে।

১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি খুব মনোযোগী পাঠক। আমি আপনার ১০% ও হতে পারিনি। আফসোস।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:

শেষ থেকে উপরের দিকে ২য় লাইনে, "বেড়ায়" হবে না, হবে "বেড়াই"

১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা। আপনি আবারও আমাকে ঋণী করে দিলেন। এই সব ঋণ কোন দিনই শোধ করা যাবে না। আফসোস!

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

রাজীব নুর বলেছেন: মনটা যে কতটা খারাপ তা লিখে বুঝাতে পারব না।

১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জন্ম সূত্রে আপনি আমার প্রতিবেশী। আমার বাড়ি দোহারে, আপনার বাড়ি শ্রীনগরে। আমি যখন মাস্টার ছিলাম তখন প্রায় প্রতি দিনই আরাম বাসে চড়ে কামারগাও তথা শ্রীনগরের উপর দিয়ে লৌহজং যেতাম মাস্টারী করতে।

এই সব অঞ্চল আমার খুব প্রিয়। অনেক সুন্দর লাগে এই সব এলাকার ছবি।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১০

জগতারন বলেছেন:
সুন্দর !

প্রিয় কবি মোহাম্মদ সাজ্জাদ হোসেন
আপনার প্রায় সব পোষ্টই আমি পড়িয়া থাকি।
আমার খুব ভাল লাগে আপনার সরল মনের উপলব্ধি নিয়া লিখা গুলি।

ভালো থাকিবেন, কামনা করি।

১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাইরে! আমি কবি না। আপনি আমাকে গাধা কিংবা এর কাছাকাছি কোন একটা উপাধি দিলে আমি বরং খুশীই হবো।

আপনার মন্তব্য পড়িয়া আমি খুবই শরমিন্দা হইলাম।

আপনার জন্য শুভ কামনা। ভালো থাকুন সব সময়।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১০

জগতারন বলেছেন:
সুন্দর !

প্রিয় কবি মোহাম্মদ সাজ্জাদ হোসেন
আপনার প্রায় সব পোষ্টই আমি পড়িয়া থাকি।
আমার খুব ভাল লাগে আপনার সরল মনের উপলব্ধি নিয়া লিখা গুলি।

ভালো থাকিবেন, কামনা করি।

১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাইরে! আমি কবি না। আপনি আমাকে গাধা কিংবা এর কাছাকাছি কোন একটা উপাধি দিলে আমি বরং খুশীই হবো।

আপনার মন্তব্য পড়িয়া আমি খুবই শরমিন্দা হইলাম।

আপনার জন্য শুভ কামনা। ভালো থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.