নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

নতুন রাজা পেল মাল‌য়ে‌শিয়া

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৮

মাল‌য়ে‌শিয়ার নতুন রাজা


মাল‌য়ে‌শিয়ার নতুন রাজা ‌নির্বা‌চিত হ‌লেন পাহাং প্র‌দে‌শের সুলতান Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah।

আজ ২৪ জানুয়া‌রি রাজপ্রাসাদ ইস্তানা নেগারায় মাল‌য়ে‌শিয়ার শাসকবর্গ প্র‌দে‌শের সুলতানগণ তা‌কে দে‌শের ১৬ তম রাজা হিসা‌বে নির্বা‌চিত ক‌রেন। মাত্র সপ্তাহ দে‌ড়েক আ‌গে তি‌নি পাহাং প্র‌দে‌শের সুলতান হিসা‌বে দা‌য়িত্ব নেন। নতুন রাজা ও রাণী নয় জন সন্তা‌নের গ‌র্বিত বাবামা।
নব নির্বাচিত রাজার আরেকটি পরিচয় আছে। তিনি এক জন বিখ্যাত ফুটবল খেলোয়ার ও ক্রীড়া সংগঠক।

মাল‌য়ে‌শিয়ার ফেডা‌রেল সং‌বিধান অনুযায়ী, সুলতানগণ তা‌দের মধ্য থে‌কে রাজা নির্ব‌া‌চিত ক‌রেন। একই সা‌থে ডেপু‌টি রাজাও নির্বাচন করা হয়। সং‌বিধান অনুযায়ী রাজা‌কে বলা হয়- Yang di-Pertuan Agong

মালয়েশিয়ার ex রাজা Muhammad V of Kelantan

মালয়েশিয়া দেশটি একটু অন্যরকম। এখানে এখনো সুলতান প্রথা আছে। আছে রাজা।


মালয়েশিয়া আসলে একটি ফেডারেশন। তেরটি রাজ্য ও তিনটি কেন্দ্র শাসিত অঞ্চল নিয়ে ফেডারেশন অব মালয়েশিয়া গঠিত।
প্রাচীন কালের মতোই রাজ্যগুলোতে এখনো সুলতানরা আছেন। আর ফেডারেশনের জন্য আছেন রাজা। এই রাজা আবার নির্বাচিত হন সুলতানদের মধ্যে থেকেই। সুলতানদের মাঝখান থেকে রাজা নির্বাচিত হন বলে একই সুলতানের একাধিক বার রাজা হবার সম্ভাবনা থাকে। যেমন কেদার সুলতান আব্দুল হালিম দুই বার রাজা নির্বাচিত হয়েছিলেন। ১৯৭০ সালে তিনি মালয়েশিয়ার ৫ম রাজা নির্বাচিত হন। আবার ২০১১ সালে তিনি ১৪ তম রাজা হন। তিনি ২০১৭ সালে মারা যান।



কুয়ালালামপুরে অবস্থিত মালয়েশিয়ার রাজার প্রাসাদ Istana Negara


তেরটি রাজ্যে তের জন্য সুলতান আছেন। রাজ্যের সকার চালান মূখ্যমন্ত্রীরা। মুখ্য মন্ত্রীকে এখানে বলে Menteri Besar. আর ফেডারেল সরকারের প্রধানকে বলে প্রধানমন্ত্রী ( Perdana Menteri).

মালয়েশিয়াতে রাজাকে বলা হয় Yang di-Pertuan Agong. তিনি মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধান। মালয়েশিয়ার বর্তমান রাজা Muhammad V of Kelantan ২০১৬ সালের ডিসেম্বর মাসে ১৩ তারিখে নির্বাচিত হন। তিনি কেলানতান রাজ্যের সুলতান ছিলেন।

মালয়েশিয়ার রাজগুলো হচ্ছেঃ ১। জহর ২। কেদাহ ৩। কেলানতান ৪। মালাক্কা ৫। নেগেরি সেম্বিলান ৬। পাহাং ৭। পেনাং ৮। পেরাক ৯। পারলিস ১০। সাবাহ ১১। সারাওয়াক ১২। সেলাংগর ১৩। তেরেংগানু

কেন্দ্রশাসিত (Federal Territory) অঞ্চলগুলো হচ্ছেঃ ১। কুয়ালালামপুর ২। পুত্রজায়া ৩। লাবুয়ান।

মালয়েশিয়াতে কোন সরকারী অফিসে রাজা, রাণী, প্রধানমন্ত্রী, সুলতান, সুলতানা, প্রধানমন্ত্র ও মুখ্যমন্ত্রীর ছবি দেয়ালে টানাতে হয়। সেই দিক থেকে প্রচুর ছবির সমহার এখানে।


সুলতানগণ প্র‌দে‌শের রাজা। রাজার ছে‌লে যেমন রাজা হন তেম‌নি সুলতা‌নের ছে‌লেও তেম‌নি সুলতান হন। বর্তমান নির্বা‌চিত রাজা পু‌রো মাল‌য়ে‌শিয়ার রাজা। একই সা‌থে তি‌নি পাহাং প্র‌দে‌শের মহামান্য সুলতান। রসায়‌নের সেই বা‌ক্যের প্যা‌রো‌ডি ক‌রে বলা যায়- সকল রাজাই সুলতান, কিন্তু সকল সুলতান রাজা নন।

নতুন রাজা ৩১ শে জানুয়ারি ২০১৯ তারিখে দায়িত্বভার গ্রহণ করবেন। অর্থাৎ রাজা মশাইয়ের অভিষেক অনুষ্ঠিত হবে।


মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: আমি আপনার এই পোষ্টের অপেক্ষায় ছিলাম।
আমি আপানকে বলেছিলাম- নতুন রাজা কে হয় অবশ্যই জানাবেন।
আপনি জানিয়েছেন। ধন্যবাদ।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপ‌নি ভা‌লো লি‌খেন। পাঠক হিসা‌বেও আপ‌নি রু‌চি‌বোধসম্পন্ন। আমার লিখ‌তে মন চায়। পে‌টের জ্বালায় সময় ক‌রে উঠ‌তে পা‌রি না। আপনার জন্য শুভ কামনা। ভা‌লো থাকুন প্র‌তিক্ষণ।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এদের শাসনতন্ত্র মনে হয় একটু অদ্ভুত রকমের। একদিকে প্রধানমন্ত্রী, অন্যদিকে রাজতন্ত্র। আমি জানি না সুলতানগণ কীভাবে নির্বাচিত হয়, বা রাজা/সুলতান এরা রাজনৈতিক পদ কিনা।
অবশ্য পড়ালেখা করে এতকিছু জানার ইচ্ছেও নাই আমার :)

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মালয়েশিয়ার ex রাজা Muhammad V of Kelantan

মালয়েশিয়া দেশটি একটু অন্যরকম। এখানে এখনো সুলতান প্রথা আছে। আছে রাজা।
মালয়েশিয়া আসলে একটি ফেডারেশন। তেরটি রাজ্য ও তিনটি কেন্দ্র শাসিত অঞ্চল নিয়ে ফেডারেশন অব মালয়েশিয়া গঠিত।
প্রাচীন কালের মতোই রাজ্যগুলোতে এখনো সুলতানরা আছেন। আর ফেডারেশনের জন্য আছেন রাজা। এই রাজা আবার নির্বাচিত হন সুলতানদের মধ্যে থেকেই। সুলতানদের মাঝখান থেকে রাজা নির্বাচিত হন বলে একই সুলতানের একাধিক বার রাজা হবার সম্ভাবনা থাকে। যেমন কেদার সুলতান আব্দুল হালিম দুই বার রাজা নির্বাচিত হয়েছিলেন। ১৯৭০ সালে তিনি মালয়েশিয়ার ৫ম রাজা নির্বাচিত হন। আবার ২০১১ সালে তিনি ১৪ তম রাজা হন। তিনি ২০১৭ সালে মারা যান।

কুয়ালালামপুরে অবস্থিত মালয়েশিয়ার রাজার প্রাসাদ Istana Negara


তেরটি রাজ্যে তের জন্য সুলতান আছেন। রাজ্যের সকার চালান মূখ্যমন্ত্রীরা। মুখ্য মন্ত্রীকে এখানে বলে Menteri Besar. আর ফেডারেল সরকারের প্রধানকে বলে - Perdana Menteri.


মালয়েশিয়ার ex PM নাজিব তুন রাজাক।

প্রশাসনিক রাজধানী পুত্রজায়া নগরীতে অবস্থিত প্রধানমন্ত্রীর অফিস

মালয়েশিয়াতে রাজাকে বলা হয় Yang di-Pertuan Agong. তিনি মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধান। মালয়েশিয়ার বর্তমান রাজা Muhammad V of Kelantan ২০১৬ সালের ডিসেম্বর মাসে ১৩ তারিখে নির্বাচিত হন। তিনি কেলানতান রাজ্যের সুলতান ছিলেন।

মালয়েশিয়ার রাজগুলো হচ্ছেঃ ১। জহর ২। কেদাহ ৩। কেলানতান ৪। মালাক্কা ৫। নেগেরি সেম্বিলান ৬। পাহাং ৭। পেনাং ৮। পেরাক ৯। পারলিস ১০। সাবাহ ১১। সারাওয়াক ১২। সেলাংগর ১৩। তেরেংগানু

কেন্দ্রশাসিত (Federal Territory) অঞ্চলগুলো হচ্ছেঃ ১। কুয়ালালামপুর ২। পুত্রজায়া ৩। লাবুয়ান।

মালয়েশিয়াতে কোন সরকারী অফিসে রাজা, রাণী, প্রধানমন্ত্রী, সুলতান, সুলতানা, প্রধানমন্ত্র ও মুখ্যমন্ত্রীর ছবি দেয়ালে টানাতে হয়। সেই দিক থেকে প্রচুর ছবির সমহার এখানে।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ সাজ্জাদ ভাই বিস্তারিত জানানোর জন্য। আবারো একটা প্রশ্নঃ সুলতানরা কি নির্বাচিত, নাকি মনোনীত? কে/কারা নির্বাচন করে সুলতানদের? এদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক আছে কি? বা রাজনৈতিক সরকারের সাথে এই রাজতন্ত্রের সম্পর্ক কী?

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুলতানগণ প্র‌দে‌শের রাজা। রাজার ছে‌লে যেমন রাজা হয় তেম‌নি সুলতা‌নের ছে‌লেও তেম‌নি সুলতান হয়। বর্তমান নির্বা‌চিত রাজা পু‌রো মাল‌য়ে‌শিয়ার রাজা। একই সা‌থে তি‌নি পাহাং প্র‌দে‌শের মহামান্য সুলতান। রসায়‌নের সেই বা‌ক্যের প্যা‌রো‌ডি ক‌রে বলা যায়, সকল রাজাই সুলতান, কিন্তু সকল সুলতান রাজা নন।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪২

নজসু বলেছেন:



তথ্যটি গতকাল আপনার পোষ্টের মাধ্যমেই জানতে পারি।
রাজার নামটা অনেক বড়।
খলিল ভাইয়ের প্রতিকমেন্টেও আপনার তথ্যবহুল কিছু কথা জানলাম।

আপনার নিশুতি রাতের কাঁন্না পড়ছিলাম।

পেটের জ্বালা থাকবেই তো ভাই। আমাদের সবার আছে।
আপনাকে তবুও নিয়মিত চাই।

২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার লেখালেখির খুব শখ ছিল। ১৮৯ সালে আমি যখন স্কুলের শেষের দিকে তখন আমার লেখা ঢাকার একটি বিখ্যাত মাসিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সেদিন আমার কি যে ভালো লেগেছিল। তারপর দারিদ্র্যের চাপে কেবলই নাজেহাল। আর আগের মতো সময় পাই না। মনটাও থাকে বিক্ষিপ্ত।

আপনি পড়েছেন জেনে আমার খুব ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা। ভালো থাকুন সব সময়।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২০

খায়রুল আহসান বলেছেন: আপনার মাধ্যমে মালয়েশিয়ার নিত্য নতুন টাটকা খবর পাই। অনেক ধন্যবাদ।

২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, আপনি এক জন গুণী মানুষ। সিনিয়র সিটিজেন। আমাদের জন্য বাতি ঘর স্বরূপ। আপনার মন্তব্য পড়লে মনটা খুব প্রশান্তিতে ভরে যায়।

ভালো থাকুন সব সময়। আপনার সুস্থ সুন্দর জীবন কামনা করি।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

তারেক ফাহিম বলেছেন: তিনজনের নামে একজনের নাম B-) রাজার নামটি কত্ত বড়।


আমায় অনুসরন করে আপনিও অলস হবেননি B-) :-/ নামকরা অলস কেউ থাকলে আমি |-)

মালেয়শিয়ার সম্পর্ক জানতে পারায় কৃতজ্ঞ।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এদেশে মানুষের ( মালয়দের ) নাম রাখা হয় বিন সহকারে। যেমন কারো নাম আবুল কালাম আর পিতার নাম আবদুল সালাম হলে তার পুরো নাম হবে আবুল কালাম বিন আবদুল সালাম।

এরা নাম বড় করতে পারে।

আমি অলস নারে ভাই। পেটের দায়ে বিরাট কামের মাঝে থাকি। নতুন একটা কাজ পেলে হয় তো লেখালেখি করতে পারতাম।

ভালো থাকুন সব সময়। সুন্দর হোক জীবন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.