নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

ছেলেটির সংগ্রাম।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৬

উপস্থিত ভদ্রমহোদয়গণ,

আমি যে ছেলেটির গল্প আজ আপনাদেরকে বলবো সে কোন অসাধারণ ছেলে নয়। তার মতো হাজার হাজার ছেলে আছে বাংলাদেশে।

আমি যে ছেলেটির গল্প বলছি সে বাংলাদেশের কোন এক জেলা শহরের উপকণ্ঠের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে। গরীব ঘরের ছেলে। সারাটা জীবন বাবা মায়ের অভাব আর নাই নাই দেখ দেখতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে একান্তই নিজস্ব প্রচেষ্টায়। একটি আবাসিক হলে থাকে।

বাবা-মার সাধ্য নেই নিয়ম করে মাসের ১/২ তারিখে টাকা পাঠানোর। তাই সে কিছু টাকা রোজগার করতে চেষ্টা করে। জেলা শহরে টিউশনী পাওয়া কঠিন। কদাচিৎ যাও পাওয়া যায় তাতে টাকার পরিমাণ খুবই কম। হলের খরচ, বেতন, যাতায়াত স্টেশনারী খরচ তো আর ক নয়।

খরচ কমানোর উপায় খোঁজে সে।

হলের ডাইনিং বয় রাজ্জাক মিয়া রুম সার্ভিস দেয়। টিফিন ক্যারিয়ারে করে খাবার রুমে রুমে দিয়ে যায়। তাকে মাসে কিছু টাকা দিলেই এই কাজ সে হাসিমুখে করে। সবারই এতে উপকার।

রাজ্জাক অনেক বেশী ভাত দেয়। রাতে সব ভাত সে খায় না। কিছু ভাত পানি দিয়ে রেখে দেয়। সকালে ঘুম থেকে উঠে সেই ভাত কখনো একটি ডিম ভেজে, কখনো একটি কলা দিয়ে মেখে সে খেয়ে নেয়। নাস্তার টাকা বেঁচে যায়। তারপর ছুটে ক্লাসের দিকে। প্রচুর পড়াশোনা করতে হবে তাকে। টাকার অভাব তাকে দমিয়ে রাখতে পারে না।


ছেলেটির চোখে - মুখে দারুণ এক স্বপ্ন। বাঁধার সকল পাহাড় ডিঙ্গিয়ে সে তার স্বপ্ন পূরণ করতে চায়।

গরীব ঘরের সন্তানেরা বেশী বড় স্বপ্ন দেখে না। তাদের স্বপ্নগুলো হয় খুবই সাধারণ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: ছেলেটির জন্য মায়া লাগছে।

৩০ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই রকম ছেলে দেশে লাখে লাখে আছে। তারা সততা ধরে রেখেছে। হলের ডাইনিং এ ফাউ খায় না। কারো টাকা মেরে খায় না। মাস্তানি করে না। নিজের চেষ্টায় দাঁড়াতে চেষ্টা করে।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: :(

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই পোস্টের কাহিনী সত্য। তবে পাত্রের নাম উল্লেখ করা হয়নি। ধন্যবাদ। ভালো থাকুন ।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৩

পবন সরকার বলেছেন: ঠিকই বলেছেন গরীবরা বেশি বড় স্বপ্ন দেখে না।

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমাদের স্বপ্ন সীমিত। সাধও সীমিত। সেই যে লাঠি লজেঞ্জস। আজো আমাদের অনেকের কাছেই স্বপ্ন।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৭

অর্থনীতিবিদ বলেছেন: সাধারণ স্বপ্নগুলোই দরিদ্র ঘরের ছেলেদের বাঁচিয়ে রাখে। জীবন যুদ্ধে উত্তীর্ণ হবার সাহস যোগায়।

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার পোস্টে সেই ছেলেটি পরে সাধারণ অর্থে বেশ প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রথম স্থান অধিকারকারীর যে স্বপ্ন থাকে সেটা তার জীবনে সত্য হয়েছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.