নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু কর্তৃক উল্লিখিত চাটার দল কি এখনো আছে?

১৪ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস ।
১৯৭৫ সালের কালো রাত্রে অমানুষ ঘাতকের দল হত্যা করেছিলো সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে। সদ্য স্বাধীন একটি দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিয়েছিল।

মহান এই নেতার প্রতি হৃদয় থেকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। তাঁর একটি ভাষণে শুনলাম তিনি বলছেন, চাটার দল সব খেয়ে ফেলে দিচ্ছে। এই চাটার দল আসলে কারা? সদ্য স্বাধীন একটি দেশের জনগণের সব টাকা চেটেপুটে খেয়ে ফেলেছিল কারা তারা। বঙ্গবন্ধুর তাদের প্রতি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছিলেন বলেই হয়তো তারা চক্রান্ত পাকানো শুরু করেছিল।



সেই চাটার দল কি এখনো আছে ? থাকলে তারা কারা???

বিপ্লব স্পন্দিত বুকে মনে হয়, আমিই মুজিব!

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৯ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবের সময় ১ কোটী টাকা ছিলো বিশাল টাকা; উনি 'খেলে ফেলছে, নিয়ে গেছে, আত্মসাৎ করছে' ইত্যাদি বলে সময় নষ্ট করেছেন, উনার দরকার ছিলো ওদেরকে থামিয়ে দেয়া ও মানুষকে চাকুরী দেয়া; উনি হেলায় সময় হারায়েছিলেন; উনার একার মুল্য ছিলো ট্রিলিয়ন ডলার, উনি সেটা টের পাননি; কে ১ পয়সা নিলো, কে ২ পয়সা নিলো, সেটা নিয়ে, অকারণ সময় হরণ করেছিলেন।

২১ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনি মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কঠিন হাতে 10 বছর সুন্দরভাবে দেশ শাসন করলে বেশ কয়েক ধাপ এগিয়ে যেতে পারতো।

২| ১৪ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: একজন খাটি নেতা ছিলেন শেখ মুজিব। উনাকাএ হত্যা করার মধ্যে দিয়ে সমস্ত বাঙ্গালীর কপাল পুড়ে গেছে।

১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবার জন্য স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। মরণেই থামে না জীবন।

৩| ১৫ ই আগস্ট, ২০১৯ রাত ১২:০৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চাটার দল এখনও আছে ভবিষ্যতেও থাকবে | চাটার দল আছে বলেই পাবলিক এখনও নানান সার্কাস ও ক্যারিকেচার দেখতে পাচ্ছে | যেমন, ব্যাংকের আমানত আল-গায়েব, ডেঙ্গুর গুজব ও মশা মারতে কামান দাগা, শেয়ার বাজার লুট, কোরবানির চামড়ার অবমূল্যায়ন, আরো কত কি ! চাটার দল ছাড়া পলিটিক্স জমে নাকি ? ;)

২০ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চাটার দল থাকুক বা না থাকুক। তিনি যে এক জন মহান নেতা ছিলেন এটা এখন প্রমাণিত সত্য।

৪| ১৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:০৭

ইসিয়াক বলেছেন: দক্ষ সংগঠক ছিলেন , কিন্তু দক্ষ শাসক হতে পারেননি। চাটুকেরা তাকে সর্বদা ঘিরে বসে থাকতো।

২০ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষ হিসেবে আমরা মোটেই ভালো নই। আমরা সবাই বলতে গেলে ধান্দাবাজ।

৫| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫৭

ডার্ক ম্যান বলেছেন: উনি শাসক হিসাবে কঠোর ছিলেন না। কঠোর থাকলে পরিস্থিতি অন্যরকম হত। চাটার দল সব সমাজে সবসময় থাকে ।

২২ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার কথায় যুক্তি আছে। শাসকের কঠোর হওয়া দরকার।

৬| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:০১

নতুন বলেছেন: বড় একটা প্রতিষ্টান চালাতে হলে অভিঙ্গতা ছাড়া কাউকে আপনি নিয়োগ দেবেন না।

কিন্তু দেশ চালাতে রাস্তায় স্লোগান দেওয়া গাড়ী পোড়ানোর হুকুম দেওয়া নেতাকে মন্ত্রী বানিয়ে দেশ চালাতে দেবেন..

গনতন্ত্রের এই সমস্যাই আমাদের দেশের উন্নতি হতে বড় বাধা।

২২ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার কথায়ও যথেষ্ট যুক্তি আছে। এই সব সবারই বুঝার চেষ্টা করা দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.