নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ার স্বাধীনতা দিবস আজ

৩১ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:০৫

একটি জাতির গৌরবের ধন জাতীয় পতাকা।


প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাহাথির ও শীর্ষ নেতৃবৃন্দ

আজ ৩১ শে আগস্ট ২০১৯। মালয়েশিয়ার স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৫৭ সালের এই দিনে বৃটিশদের কাছ থেকে দেশটি স্বাধীনতা অর্জন করে।

আজ মালয়েশিয়া একটি স্বাধীন দেশে হিসাবে এগিয়ে চলেছে।

স্বাধীনতার দিনের শুভেচ্ছা বিনিময়ের সময় বলতে হয়ঃ সেলামাত হারি মারদেকা! (selamat hari merdeka)
মালয়েশিয়ার জাতির জনক টুংকু আব্দুল রহমান।

১৯৫৭ সালের ৩১ শে আগস্ট আজকের দিনে সকাল ঠিক ৯টা ৩০ মিনিটে মালয় এর চিফ মিনিস্টার টুংকু আব্দুল রহমান হাজার হাজার জনতা ( প্রায় ২০ হাজার লোক), বিদেশী অতিথি ও ফেডারেল সরকারের সদস্য এবং স্থানীয় শাসকদের উপস্থিতিতে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। সেই থেকে মালয়েশিয়া একটি স্বাধীন দেশ।

স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করছেন টুংকু আব্দুল রহমান।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিশুরা।



স্বাধীনতার ঘোষণার সময় বিশিষ্ট যারা উপস্থিত ছিলেনঃ

রাজপরিবারের সদস্য-

১। থাইল্যান্ডের রাজা ও রাণী।
২। জাপানের ক্রাউন প্রিন্স ও প্রিন্সেস।
৩। ব্রিটেনের রাণীর প্রতিনিধি হিসাবে The Duke and Duchess of Gloucester
৪। Prince William of Gloucester

সরকার প্রধানঃ

১। সাউথ আফ্রিকার প্রধানমন্ত্রী Johannes Gerhardus Strijdom
২। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু।
৩। পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ।
৪। ভিয়েতনামের প্রধানমন্ত্রী Phạm Văn Đồng
৫। সিলন ( Ceylon- now Sri Lanka) – এর প্রধানমন্ত্রী Solomon Bandaranaike
৬। ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী Sim Var
৭। বার্মার প্রধানমন্ত্রী U Nu
৮। যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট John Foster Dulles (representing US President Dwight D. Eisenhower)

অন্যান্য বৃটিশ কলোনীর প্রতিনিধিঃ

১। হংকং এর গভর্নর Sir Alexander Grantham
২। সিঙ্গাপুরের চিফ মিনিস্টার Lim Yew Hock

রাষ্ট্রদূতদের মধ্যেঃ

১। High Commissioner of Canada to Malaya, Arthur Redpath Menzies
২। High Commissioner of Australia to Malaya, Tom Critchley
৩। High Commissioner of New Zealand to Malaya, Foss Shanahan

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:০০

হাসান কালবৈশাখী বলেছেন:

খুব আরামে স্বাধীনতা পেয়েছিল মালয়েশিয়া।

আমাদেরটা অনেক মুল্য দিতে হয়েছিল। ৩০ লাখ মানুষের এক সাগর পরিমান রক্ত।
লক্ষাধিক মা-বোনদের সম্ভ্রম ...

৩১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ব্রিটিশরা তাদের কলোনীগুলো ধীরে ধীরে ছেড়ে দিয়েছিল । তারই ধারাবাহিকতায় মালয়েশিয়া শান্তিপূর্ণভাবে স্বাধীনতা লাভ করতে পেরেছে। তারা অবশ্যই ভাগ্যবান

২| ৩১ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন: সালামাত হারি মারদেকা-মারদেকা


৩১ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সামা সামা।

৩| ৩১ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

৩১ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় / দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে কে পরিবে পায়!

৪| ৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১০:১৬

রাকিব আর পি এম সি বলেছেন: সুন্দর পোস্ট। এতকিছু জানা ছিল না। ধন্যবাদ আপনাকে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন সব সময়। সুখে থাকুন, আনন্দে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.