নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ার আজকের Covid19 আপডেটঃ( ২৯ এপ্রিল ২০২০)

২৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৬

ব্রিফিং করছেন মালয়েশিয়ার স্বাস্থ্য মহাপরিচালক Datuk Dr Noor Hisham Abdullah

আজকের তারিখঃ ২৯ এপ্রিল ২০২০, বুধবার।
কভিড ১৯ এর বিগত ২৪ ঘন্টার সারাংশঃ

আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছে মাত্র হয়েছে মাত্র ৯৪ জন ।
সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৫৫ জন।
ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ৪০ জন
তাদের মধ্যে ভেন্টিলেশন লাগছে ১৮ জনের ।

সব চেয়ে ভালো খবর হলো আজকে করোনা ভাইরাস আক্রান্ত কেউ মারা যায়নি। গতকাল পর্যন্ত মোট মারা গেছেন ১০০ জন আক্রান্ত ব্যক্তি।
আজকের নতুন আক্রান্ত ৯৪ জনকে ধরে ভাইরাস মালয়েশিয়াতে আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছে ৫,৯৪৫ জন।
আজকের ৫৫ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৪,০৮৭ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১,৭৫৮ জন রোগী ।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৬৮.৭৮%।

আজ মালয়েশিয়াতে লক ডাউন তথা movement control order (MCO) এর চতুর্থ ধাপ চলছে। । ঘোষিত লকডাউন আগামী ১২ মে পর্যন্ত বলবৎ থাকবে। গতকাল পর্যন্ত দৈনন্দিন প্রয়োজনে গ্রোসারী বা এই জাতীয় দোকানে গেলে গাড়ীতে পরিবার প্রতি এক জন কে চলার অনুমতি দেয়া ছিল। এখন ২ জন যেতে পারবেন। অর্থাৎ গৃহকর্তা গাড়ী চালালে সাথে গৃহকর্তীকে নিতে পারবেন।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৬

নেওয়াজ আলি বলেছেন: তারা সব কাজে আন্তরিক । সেরে উঠবে জলদি

৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তাদের অনেক অনিয়ম ছিল । অতটাও অনিয়ম না থাকলে এখন মিল কারখানা চালু থাকত।

২| ২৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে রবস্থা ভালো না।
বলা যায় দিন দিন খারাপের দিকেই যাচ্ছে।

৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যতটা আশঙ্কা করা হয়েছিল বাংলাদেশের বর্তমান অবস্থা তার চেয়ে অনেক ভাল । এটাই আশার কথা।

৩| ৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: যথেষ্ট প্রগ্রেসিভ মনে হয়েছে। আশা করা যায় খুব শীঘ্রই মালয়েশিয়া করোনা মুক্ত দেশ হতে পারে।

ধন্যবাদ আপনাকে।

শুভেচ্ছা নিয়েন।

৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সেটাই মনে হচ্ছে। আপনার জন্য শুভেচ্ছা রইল।

৪| ৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




মালয়েশিয়া দ্রুত রিকভার করছে এটি বিশ্বে অনেক বড় দৃষ্টান্ত। একটি দেশ দ্রুত উন্নত করার কারণ এখানে কিছুটা হলেও জানা যায়।

৩০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্বাস্থ্য মহাপরিচালক মহোদয় বলেছেন, যদি করোণার মধ্যে তাবলীগের ইজতিমা অনুষ্ঠিত না হতো তাহলে এখানে রোগী 40% কম থাকতো। ধারণা করা হচ্ছে 16 হাজার লোক ইজতেমায় জড়ো হয়েছিল

৫| ৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:২০

সেলিম আনোয়ার বলেছেন: ওদের দেশে যে দাবদাহ মানুষ মরে যাওয়ার মত অবস্থা গরমে। দেশটার তিন দিকে সাগর ঘেরা তাদের বড় অংশ দ্বীপ । এই গরমে র মধ্যে বলতে গেলে প্রতি বিকেলে ‌‌‌‌‌‌‌দুই ঘন্টা বৃষ্টি নিয়মিত । তাই ভৌগলিক কারণে করোনা মোকাবেলায় অনুকূল অবস্থায় আছে। ভুল করার কারণে তাদের খেসারত ও তাই কম। আমাদের আবহাওয়া মোটামুটি ফেভারে হলেও এখন নিয়মিত বৃষ্টির কারণে করোনা সুযোগ পেয়ে গেছে আমাদের ভুল ও অনেক বেশি
গার্মেন্টস ব্যবসায়ী শ্রমিক নানাবিধ ভাবে আর ব্রাহ্মণবাড়িয়ার পিগমি রা আমাদের নাজুক অবস্থায় ফেলে দিয়ে ছে। গোটা বিশ্বে যেখানে করোনা মহামারী মোকাবেলা প্রধান লক্ষ্য তখনই আমাদের প্রথম মোকাবেলা দূর্নীতি অসাধু ব্যবসায়ী অসাধু ত্রাণ বিতরণ অসাধু দূর্নীতি বাজ মাওলানা চক্র অসাধু হিন্দু অসাধু রাজনীতি মন্ত্রী সাংবাদিক। তবুও বলি আল্লাহ আমাদের রক্ষা করুন। মনোবল অটুট রাখতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর দেশের মানুষের যুদ্ধ টা চালিয়ে যেতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.