নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়াতে কভিড ১৯ঃ আজকের আপডেট (১ মে , ২০২০)

০১ লা মে, ২০২০ বিকাল ৩:২৯

আজকের তারিখঃ ০১ মে, ২০২০, শুক্রবার।
কভিড ১৯ এর বিগত ২৪ ঘন্টার সারাংশঃ
আজকে করোনা ভাইরাস আক্রান্ত মারা গেছেন ০১ জন।
এ নিয়ে আজ পর্যন্ত মোট মারা গেছেন ১০৩ জন আক্রান্ত ব্যক্তি।
নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছে হয়েছেন ৬৯ জন ।
সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৩৯ জন।
ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ৩৭ জন
তাদের মধ্যে ভেন্টিলেশন লাগছে ১৪ জনের ।

আজকের নতুন আক্রান্ত ৬৯ জনকে ধরে ভাইরাস মালয়েশিয়াতে আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছে ৬,০৭১ জন।
আজকের ৩৯ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৪,২১০ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১,৭৫৮ জন রোগী ।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৬৯.০৩%।

মালয়েশিয়াতে এখন লক ডাউন তথা movement control order (MCO) এর চতুর্থ ধাপ চলছে। । ঘোষিত লকডাউন আগামী ১২ মে পর্যন্ত বলবৎ থাকবে। আজ সরকারি ভাবে জানানো হয়েছে যে, মে মাসের 4 তারিখ থেকে বিপুল পরিমাণ ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে রেষ্টুরেন্টগুলো মানুষ বসে খেতে পারবে। তবে এসব ক্ষেত্রে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২০ বিকাল ৩:৪৯

চাঁদগাজী বলেছেন:


মালয়েশিয়ায় নতুন করে রোহিংগা প্রবেশ করছে? ওখানে আপনার চোখে পড়েছে রোহিংগা?

০১ লা মে, ২০২০ বিকাল ৪:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখানে প্রচুর পরিমাণে রোহিঙ্গা আছে। বেশ কয়েক সপ্তাহ আগে ২৫০ জনের এক নৌকা এসেছিল। তবে মালয় নেভি তাদেরকে খাবার খাইয়ে আবার বিদায় করে দিয়েছে। শুনলাম, তারা নাকি এখন বঙ্গোপসাগরে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে প্রবেশ করার জন্য।

২| ০১ লা মে, ২০২০ বিকাল ৪:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সাজ্জাদ ভাই আপনি কি
মালয়েশিয়াতে আছেন?

০১ লা মে, ২০২০ বিকাল ৪:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জ্বি, ভাই আছি এখনো।

৩| ০১ লা মে, ২০২০ বিকাল ৫:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:




মালয়েশিয়ার ভালো খবরগুলো জানতে পেরে ভালো লাগছে। বাংলাদেশ কোনো না কোনোভাবে মালয়েশিয়াকে অনুসরণ করতে পারতো। তাতে বাংলাদেশের জন্য ভালোই হতো।

০১ লা মে, ২০২০ রাত ৮:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইনফেকশনের মধ্যম পর্যায়ে এখানে তাবলীগ প্রায় 17 হাজার লোকের ইজতেমা আয়োজন করেছিল। ঘৃ
স্বাস্থ্য মহাপরিচালকের মতে, এর কারণেই 40% সংক্রমণ বেশি হয়েছে। এটা না হলে মালয়েশিয়া আরো অনেক আগেই স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারতো।

৪| ০১ লা মে, ২০২০ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: রোহিংগারা অবহেলিত অথচ ওরা মানুষ।

আমাদের দেশে আজ করোণা ২ জন মরেছে।

০১ লা মে, ২০২০ রাত ৮:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় রোহিঙ্গাদের মধ্যে মানবতা মোটেও নেই। তাদেরকে অমানুষ বললেও ভুল বলা হবে। তারা খুবই খারাপ প্রজাতি। তাদের ধ্বংস হয়ে যাওয়া উচিত।

৫| ০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

নেওয়াজ আলি বলেছেন: কবে যে নিজ দেশের সুখবর পাবো। সুখবর পেলে মন ভালো লাগে

০১ লা মে, ২০২০ রাত ৮:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশ আশঙ্কার চেয়েও ভালো অবস্থায় আছে । বাংলাদেশের অবস্থা আরো বেশি শোচনীয় হতে পারতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.