![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
আজকের তারিখঃ ০২ মে, ২০২০, শনিবার।
কভিড ১৯ এর বিগত ২৪ ঘন্টার সারাংশঃ
আজকে করোনা ভাইরাস আক্রান্ত কেউ মারা যাননি।
গত কাল পর্যন্ত মোট মারা গেছেন ১০৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি।
আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছে হয়েছেন ১০৫ জন ।
সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ১১৬ জন।
বিগত ১৬ এপ্রিলের পর এই প্রথম মোট আক্রান্তের সংখ্যা ২ ডিজিট অতিক্রম করলো। এর আগে আক্রান্তের সংখ্যা ২ ভিজিটের মধ্যে সীমাবদ্ধ ছিল । এক সময়ে তা ৩০ এর ঘরে চলে এসেছিল।
আজকের নতুন আক্রান্ত ১০৫ জন রোগীকে ধরে ভাইরাস মালয়েশিয়াতে আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছে ৬,১৭৬ জন।
আজকের ১১৬ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৪,৩২৬ জন।
মে মাসের ৪ তারিখে কিছু শর্ত সাপেক্ষে অর্থনৈতিক কর্মকাণ্ড আবার শুরু হচ্ছে। আবার সবাই ব্যস্ত হয়ে উঠবে।
০২ রা মে, ২০২০ বিকাল ৪:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখানকার বাংলাদেশীদের মধ্যে নিয়ম হলো কেউ বেতন পেলে বলতে গেলে পুরোটাই দেশে পাঠিয়ে দেয়। নিজের কাছে কোন টাকা থাকে না বলতে গেলে। যেমন কেউ পনেরশো রিঙ্গিত বেতন পেল। কারো কাছ থেকে চেয়ে চিনতে ৫০০ নিয়ে দেশে পাঠিয়ে দিল। নিজে চলবে কোনরকম চেয়ে চিন্তে। ৪ মে তারিখে অর্থনৈতিক কর্মকান্ড আবার শুরু হচ্ছে কিছু শর্তসাপেক্ষে । ধরে নেয়া যায় সবার হাতে আবার টাকা আসবে।
করোনা ভাইরাস এর এই ক্রান্তিকালীন সময়ে যারা বেতন পেয়েছে তারা আসলেই ভাগ্যবান। আমিও তাদের এক জন।
২| ০২ রা মে, ২০২০ বিকাল ৫:১৩
রাজীব নুর বলেছেন: এদিকে আমাদের ্দেশের অবস্থা ভালো না।
০২ রা মে, ২০২০ বিকাল ৫:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখানে ও রোগী গতকালের চেয়ে দ্বিগুণ হয়ে গেছে।
৩| ০২ রা মে, ২০২০ রাত ৮:২৩
নেওয়াজ আলি বলেছেন: কাজ শুরু হলে ভালো লাগবে। আমরা ঘরে বন্দি।
০২ রা মে, ২০২০ রাত ৯:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আসলে তাই। কাজই জীবন। জীবনের একটি মুহূর্ত কাজ ছাড়া থাকা উচিত নয়।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০২০ বিকাল ৩:৫১
চাঁদগাজী বলেছেন:
আপনি বেতন পাচ্ছেন তো?