নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়াতে আজকের Covid 19 স্ট্যাটাস (১৮-০৬-২০২০)- নতুন আক্রান্ত ১৪ জন, নতুন মৃত্যু নেই।

১৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৯


মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ

* আজকে মালয়েশিয়াতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি

* এ পর্যন্ত মোট মারা গেছেন ১২১ জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি।

* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছেন মাত্র ১৪ জন ।

* আজকের নতুন আক্রান্ত ১৪ জনকে ধরে মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৮,৫২৯ জন।

* আজ সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ১২৭ জন রোগী ।

* আজকের ১২৭ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৮,০০০ জন।

* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে সক্রিয় রোগী চিকিৎসাধীন রয়েছেন ৪০৮ জন ।

* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ০৪ জন ।
* intensive care units (ICU) তে ভেন্টিলেশন লাগছে না কোন রোগীরই।

মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৯৩.৮০%।

বিগত কয়েক দিনের নতুন রোগী সনাক্ত হবার প্রবণতা নিম্নরূপঃ
১৭ জুন নতুন রোগী ১০ জন।
১৬ জুন নতুন রোগী ১১ জন ।
১৫ জুন নতুন রোগী ৪১ জন।
১৪ জুন নতুন রোগী ০৮ জন।
১৩ জুন নতুন রোগী ৪৩ জন।
১২ জুন নতুন রোগী ৩৪ জন
১১ জুন নতুন রোগী ৩১ জন।
১০ জুন নতুন রোগী ০২ জন ।
০৯ জুন নতুন রোগী ০৭ জন।
০৮ জুন নতুন রোগী ০৭ জন।
০৭ জুন নতুন রোগী ১৯ জন।
০৬ জুন নতুন রোগী ২৫ জন।
০৫ জুন নতুন রোগী ১৯ জন।
০৪ জুন নতুন রোগী ২৭৭ জন।
০৩ জুন নতুন রোগী ৯৩ জন।
০২ জুন নতুন রোগী ২০ জন।
০১ জুন নতুন রোগী ৩৮ জন।
৩১ মে নতুন রোগী। ৫৭ জন।
৩০ মে নতুন রোগী ৩০ জন।
২৯ মে নতুন রোগী ১০৩ জন।
২৮ শে মে নতুন রোগী ১০ জন।
২৭ মে নতুন রোগী ১৫ জন।
২৬ মে নতুন রোগী ১৮৮ জন।
২৫ মে নতুন রোগী ১৭২ জন।
২৪ মে নতুন রোগী ৬০ জন।
২৩ মে নতুন রোগী ৪৮ জন।
২২ মে নতুন রোগী ৭৮ জন।
২১ মে নতুন রোগী ৫০ জন।
২০ মে নতুন রোগী ৩১ জন।

বাংলাদেশের করোনা আপডেট

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হযেছে। তাদের মধ্যে ৩১ জন পুরুষ ও ৭ জন নারী এবং ১৪ জন ঢাকা বিভাগে ও বাকী ২৪ জন অন্যান্য বিভাগে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো এক হাজার ৩৪৩ জনের। একই সময়ে নতুন করে আরও তিন হাজার ৮০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন এক লাখ দুই হাজার ২৯২ জন।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, দেশের মোট ৫৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৩৪৯টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৬ হাজার ২৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৬৭ হাজার ৫০৩টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৮০৩ জনের শরীরে। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ দুই হাজার ২৯২ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩৪৩ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৯৭৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৬৪ জন।।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


মৃত্যুর ডাটা যদি সঠিক থাকে, মানুষের স্বাস্হ্যের তারিফ করতে হয়। মনে হয়, এডের ডাটার বাহিরে অনেক বেশী মানুষ আক্রান্ত হয়েছে।

১৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এদের ডাটা ১৯/২০ হতে পারে । কিন্তু ১৯/৯০ নয় বলেই আমার মনে হয়েছে.।

২| ১৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


ধর্মীয় বিষয় নিয়ে সহজে পোষ্ট দেবেন না, পোষ্টে ক্যাচাল হয়, এডমিনরা ক্যাচাল পছন্দ করার কথা নয়।

১৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধর্মীয় বিষয়ের পোস্টে আমার নিজের কোন বক্তব্য নেই । পুরোটাই কুরআন ও হাদীসের আলোকে তুলে ধরা হয়েছে।

৩| ১৮ ই জুন, ২০২০ রাত ৮:৩৪

রাজীব নুর বলেছেন: গভীরভাবে মন কিছুতেই বসে না। বসলেও থিতু হয় না।
আপনার এমন হয়?

১৮ ই জুন, ২০২০ রাত ৮:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি দরিদ্র মানুষ । অত দার্শনিকভাব ধরার সময় আমার নেই । আমাকে খেটে খেতে হয়।

৪| ১৮ ই জুন, ২০২০ রাত ৮:৫৮

নেওয়াজ আলি বলেছেন: দেশে নাকি করোনা দুই বছর স্থায়ী হবে।

১৮ ই জুন, ২০২০ রাত ১০:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কত দিন স্থায়ী হবে সেটা মহান আল্লাহ সোবাহানা তায়ালাই বেশী ভালো জানেন। মানুষ কিছুই জানে না। তারা বড়ই নাদান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.