|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোহাম্মদ সাজ্জাদ  হোসেন
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন
	আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
   মালয়েশিয়াতে কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ  
* আজকে  মালয়েশিয়াতে করোনা ভাইরাস আক্রান্ত  হয়ে  কেউ  মারা যায়নি  
 *  এ পর্যন্ত মোট মারা গেছেন ১২১ জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি।
* আজ নতুন রোগী  রেকর্ডভুক্ত হয়েছেন মাত্র ০৬ জন  ।
* আজকের নতুন আক্রান্ত ০৬  জনকে ধরে মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৮,৬০৬ জন। 
* আজ সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ২৩ জন রোগী ।  
* আজকের ৪০ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৮,২৯৪ জন। 
* বর্তমানে  দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে সক্রিয় রোগী চিকিৎসাধীন রয়েছেন  ১৯১ জন  । 
* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ০২ জন । 
* ইনটেনসিভ কেয়ার ইউনিটে intensive care units (ICU) তে  ভেন্টিলেশন লাগছে না কোন রোগীরই। 
   মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে  মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে  ৯৬.৪০%। 
 বিগত কয়েক দিনের নতুন রোগী সনাক্ত হবার প্রবণতা নিম্নরূপঃ    
 ২৫ জুন নতুন রোগী ৪ জন।  
২৪ জুন নতুন রোগী ০৬ জন      
২৩ জুন নতুন রোগী ০৩ জন।        
২২   জুন নতুন রোগী ১৫ জন।   
২১ জুন নতুন রোগী ১৬ জন।     
২০ জুন নতুন রোগী ২১ জন।   
১৯ জুন নতুন রোগী ০৬ জন ।    
১৮ জুন নতুন রোগী ১৪ জন।       
১৭ জুন নতুন রোগী ১০ জন। 
১৬ জুন নতুন রোগী ১১ জন । 
১৫ জুন নতুন রোগী ৪১ জন।  
১৪ জুন নতুন রোগী ০৮ জন। 
১৩ জুন নতুন রোগী ৪৩ জন। 
১২ জুন নতুন রোগী ৩৪ জন
 ১১ জুন নতুন রোগী ৩১ জন।  
১০ জুন নতুন রোগী  ০২ জন ।    
০৯ জুন নতুন রোগী ০৭ জন। 
০৮ জুন নতুন রোগী ০৭ জন।  
০৭ জুন নতুন রোগী ১৯ জন। 
 ০৬ জুন নতুন রোগী  ২৫ জন।    
০৫ জুন নতুন রোগী ১৯ জন।        
০৪ জুন  নতুন রোগী ২৭৭ জন।                                  
 ০৩ জুন নতুন রোগী ৯৩ জন। 
 ০২ জুন নতুন রোগী  ২০  জন। 
০১ জুন নতুন রোগী ৩৮ জন। 
 ৩১  মে নতুন রোগী। ৫৭ জন।    
৩০ মে নতুন রোগী ৩০ জন।  
২৯ মে নতুন রোগী   ১০৩ জন।                           
 ২৮ শে মে নতুন রোগী ১০ জন।
২৭ মে  নতুন রোগী ১৫ জন।  
২৬ মে নতুন রোগী ১৮৮ জন।
২৫ মে নতুন রোগী ১৭২ জন।
২৪ মে নতুন রোগী ৬০ জন।
২৩ মে নতুন রোগী  ৪৮ জন।
২২ মে নতুন রোগী ৭৮ জন।
২১ মে নতুন রোগী ৫০ জন।
২০ মে নতুন রোগী ৩১ জন।
 বাংলাদেশের  করোনা আপডেট  
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩১ জন পুরুষ ও ৯ জন নারী এবং ১৪ জন ঢাকা বিভাগের ও বাকি ২৬ জন অন্যান্য বিভাগের। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ১ হাজার ৬৬১ জনের। একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ৮৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন।
শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে জানানো হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৬৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ২৭৫টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৮ হাজার ৮৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ৬ লাখ ৯৬ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষা করা হলো। নতুন নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ৮৬৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছ। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪০ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ৬৬১ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৬৩৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৩ হাজার ১৩৩ জন।
 ১৩ টি
    	১৩ টি    	 +০/-০
    	+০/-০  ২৬ শে জুন, ২০২০  বিকাল ৫:২৩
২৬ শে জুন, ২০২০  বিকাল ৫:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মহান আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন আমীন।
২|  ২৬ শে জুন, ২০২০  বিকাল ৪:২৯
২৬ শে জুন, ২০২০  বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: ক্ষুদ্র শরীরে আকাশের মতো বিশাল মন ধারন করতে পারলে ভালো হতো !
  ২৬ শে জুন, ২০২০  বিকাল ৫:২৩
২৬ শে জুন, ২০২০  বিকাল ৫:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি অত্যন্ত নগন্য মানুষ। খুবই ক্ষুদ্রাতিক্ষুদ্র।
৩|  ২৬ শে জুন, ২০২০  বিকাল ৫:১২
২৬ শে জুন, ২০২০  বিকাল ৫:১২
চাঁদগাজী বলেছেন: 
বাংলাদেশের মানুষ নিজ দায়িত্বে সবই শিখে নেবে; োরা সরকারের উপর খুব একটা ভরসা করে না।
  ২৬ শে জুন, ২০২০  বিকাল ৫:২৪
২৬ শে জুন, ২০২০  বিকাল ৫:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মহান আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন।
৪|  ২৬ শে জুন, ২০২০  সন্ধ্যা  ৭:৪৫
২৬ শে জুন, ২০২০  সন্ধ্যা  ৭:৪৫
রাজীব নুর বলেছেন: আমার এক আত্মীয় করোনা হয়েছে। 
কোনো হাসপাতালেই ভরতি হতে পারছে না। এদিকে আত্মীয়র  অবস্থা খুব করুন। স্বাভাবিক ভাবে নিঃশ্বাসও নিতে পারছে না। 
অনেক কাহিনী করে এক হাসপাতালে জায়গা পেয়েছে। তারা বলেছে রোগীকে বাচাতে হলে দুই টা ইনজেকশন দিতেই হবে। দুইটা ইনজেকশনের দাম প্রায় এক লাখ টাকা।
  ২৬ শে জুন, ২০২০  রাত ৮:০৬
২৬ শে জুন, ২০২০  রাত ৮:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই হাসপাতালের মালিকের চিকিৎসা দরকার।
  ২৬ শে জুন, ২০২০  রাত ৮:০৬
২৬ শে জুন, ২০২০  রাত ৮:০৬
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
আমার এক ভাতিজা সিঙ্গাপুরে থাকে।
 তার করোনাভাইরাস ধরা পড়েছে। 
 তাকে রাখা হয়েছে একটি ফাইভ স্টার হোটেল। 
আজ তার সাথে অনেকক্ষণ কথা হলো । 
সে খুবই আরামে আছে।
৫|  ২৬ শে জুন, ২০২০  রাত ৯:২৯
২৬ শে জুন, ২০২০  রাত ৯:২৯
নেওয়াজ আলি বলেছেন: এক সপ্তাহ কীটের অভাবে কয়েক জেলায় নমুনা পরীক্ষা বন্ধ। একরামুল হক এমপি এর মতে স্বাস্থ্য বিভাগে অদক্ষ মন্ত্রীর কারণে বেহাল দশা ।
  ২৬ শে জুন, ২০২০  রাত ৯:৪৯
২৬ শে জুন, ২০২০  রাত ৯:৪৯
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: নমুনা পরীক্ষা করার দরকার নেই। 
বেশীর ভাগ মানুষ ইতোমধ্যেই আক্রান্ত হয়ে গেছে। 
এখন দোয়া করতে থাকুন  সবাই যেন খুব দ্রুত সুস্থ হয়ে যান।
৬|  ২৭ শে জুন, ২০২০  ভোর ৬:১৮
২৭ শে জুন, ২০২০  ভোর ৬:১৮
সুপারডুপার বলেছেন: একজন সাঁতার জানে না। আপনার কথা টেস্টের জন্য সে গভীর নদীতে ঝাঁপ দিয়ে আল্লাহ সুবহানাতায়ালার হেফাজত ও হেদায়েত চাইতে থাকলো। টেস্টের রেজাল্ট কি হবে?
  ২৭ শে জুন, ২০২০  রাত ৮:০০
২৭ শে জুন, ২০২০  রাত ৮:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পৃথিবীতে দোয়া-দরুদ কোন কাজে দেয় না। আজ থেকে 5000 বছর আগেও কাজে দেয়নি , আজও দেয় না। ভবিষ্যতেও দিবে না।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুন, ২০২০  বিকাল ৪:২৫
২৬ শে জুন, ২০২০  বিকাল ৪:২৫
ইসিয়াক বলেছেন:
মালয়েশিয়া কত ভালো অবস্থানে আছে । আর আমাদের দেশের কথা ভাবলে মাথা ঘুরে ওঠে। আসলে আমাদের ভাগ্যটাই খারাপ।