নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

আল-জাজিরা টেলিভিশনের অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়া সেই বাংলাদেশীর ভিসা ও ওয়ার্ক পারমিট বাতিল করেছে মালয়েশিয়া

১৩ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫০

মিডিয়া ব্রিফিং এ বক্তব্য রাখছেন পুলিশের আইজি

কাতার ভিত্তিক আল-জাজিরা টেলিভিশন নেটওয়ার্কে সম্প্রতি সম্প্রচারিত একটি ডকুমেন্টারিতে সাক্ষাৎকার দেওয়ার অভিযোগে বাংলাদেশী নাগরিক রায়হান কবির এর ভিসা এবং ওয়ার্ক পারমিট বাতিল করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
আলোচিত বাংলাদেশী যুবক রায়হান কবির।

পুলিশের আইজিপি গত কাল এক বক্তব্যে একথা উল্লেখ করেছেন।

অভিবাসী শ্রমিকদের উপর দুর্ব্যবহারের অভিযোগের বিষয়ে কথা বলার জন্য ইমিগ্রেশন বিভাগের কাছে চাওয়া ২৫ বছর বয়সী এই বাংলাদেশীকে তার ভিসা এবং ওয়ার্ক পারমিট বাতিল করে দিয়েছেন বলে জানিয়েছেন, পুলিশ মহাপরিদর্শক তান শ্রী আবদুল হামিদ বদর।

প্রভাবশালী একটি স্থানীয় সংবাদমাধ্যম পুলিশকে বরাত দিয়ে বলেছে যে, ইমিগ্রেশন বিভাগ লোকটির ভিসা ও কাজের অনুমতি প্রত্যাহারের বিষয়ে পুলিশকে জানিয়েছিল। তার ভিসা ও ওয়ার্ক পারমিট প্রত্যাহার বা বাতিল করার ফলে। রায়হান কবীর এখন একজন ডকুমেন্টেড মাইগ্রান্ট ওয়ারকারে পরিণত হয়েছে। এর ফলে তাকে দেশে ফেরত পাঠানো খুবই সহজ হবে।

আবদুল হামিদ বলেছেন, “সুতরাং তাকে তার দেশে ফেরত পাঠানোর আগে নিজেকে আত্মসমর্পণ করতে হবে।

আল জাজিরার 101 ইস্ট প্রোগ্রামের একটি পর্বে তিনি সাম্প্রতিক লকডাউন চলাকালীন অভিবাসীদের সাথে নির্যাতনের অভিযোগে উপস্থিত হওয়ার পরে তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।


আল জাজিরার আলোচিত সেই ঐতিহাসিক ডকুমেন্টারি


ধারণা করা হচ্ছে , পুলিশের হাতে ধরা পড়লে সে ব্যাপক জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে এবং তাকে কঠোর শাস্তি ও দেওয়া হতে পারে।

মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত নোটিশ যাতে তাকে ধরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে

মন্তব্য ৩৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২০ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:



সে যা বলেছে, ইা কি সত্য?

১৩ ই জুলাই, ২০২০ রাত ৮:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জমিদারের বাড়িতে ভৃত্যের কাজ করে জমিদারের বিরুদ্ধে অন্য জমিদারের কাছে নালিশ করা যায় না।

২| ১৩ ই জুলাই, ২০২০ রাত ৮:০৯

সাইন বোর্ড বলেছেন: খুব দুঃখ জনক ঘটনা, তিনি সত্য কথা বলে থাকলে এমনটা করা ঠিক হয়নি সরকারের । এরকম একটা সাক্ষাৎকার দেওয়ার নিউজটা পড়েছিলাম কয়েকদিন আগে ।

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিদেশে কাজ করতে গেলে সব ঠিকঠাক চিন্তাভাবনা করে বিচার-বিবেচনা করে কথা বলতে হবে । কাজ করতে হবে। চলতে হবে। সেটা পরের দেশ । নিজের দেশ না। যা তা করা যাবে না।

৩| ১৩ ই জুলাই, ২০২০ রাত ৮:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রায়হান কবিরকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে দুতাবাস ও পররাষ্ট্র মন্ত্রনালয়ের জোরালো ভুমিকা আশা করছি।

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সহমত।

৪| ১৩ ই জুলাই, ২০২০ রাত ৮:১৬

অর্ণব তনয় বলেছেন: তার বোকামি বাংলাদেশী শ্রমিকদের উপর বাজে ভাবে পরবে । আল জাজিরা একটা বাটপার চ্যানেল । কাতারের শ্রমিকদের উপর কোন ডকুমেন্টারি বানায় নি । জঙ্গিবাদ বিস্তারে আল জাজিরা বড় ধরণের ভূমিকা পালন করে ।

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তবে আলজাজিরা ইচ্ছা করলে তার চেহারাটা ঘোলা করে সম্প্রচার করতে পারতো। অথবা তাকে না দেখিয়েই তার বক্তব্য প্রচার করতে পারতো।

৫| ১৩ ই জুলাই, ২০২০ রাত ৮:২৪

খায়রুল আহসান বলেছেন: আশাকরি, আমাদের মালয়েশীয় দূতাবাস ছেলেটিকে ভিসা প্রাপ্তির ব্যাপারে সহায়তা করতে না পারলেও, অন্ততঃ সসম্মানে দেশে ফিরে আসার জন্য সহায়তা প্রদান করবে।

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার নিজের ধারণা, সসম্মানে দেশে আসতে চাইলে তাকে থাইল্যান্ডের বর্ডার দিয়ে পালাতে হবে । এছাড়া সসম্মানে আসার আর কোন উপায় দেখি না।

৬| ১৩ ই জুলাই, ২০২০ রাত ৮:৩২

রাশিয়া বলেছেন: সে বাপের তালুক বিক্রি করে মালয়েশিয়া গেছে, মালয়েশিয়া সরকার তাকে দাওয়াত করে নিয়ে যায়নি। যেই মালয়েশিয়া তার খাওয়া পরার উছিলা হয়েছে, তার সম্পর্কে অভিযোগ করার আগে দশবার ভাবা উচিত ছিল। যে গরু দুধ দেয়, তার লাথিও হজম করতে হয়।

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই জিনিসটা অনেকেই বোঝে না । বিদেশে এসে তারা রাজনৈতিক দল গঠন করে । মিছিল-মিটিং করে। যেটা কোন দেশের আইনেই নেই।

৭| ১৩ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৩

এস এম মামুন অর রশীদ বলেছেন: If his accusations are right, then he has done a right thing. Injustice is injustice. "Malaysia is giving him food and shelter, so he should not open his mouth" is a very bad logic. Many of us do not possess the courage to protest injustice. We should not criticise someone for protesting injustice. Hope his accusations will at least help Malaysia improve its behavior and actions toward the workers.

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্বদেশে যেটা করা সম্ভব বিদেশে সেটা করা অনেক সময় অসম্ভব এবং করা উচিত ও নয়।

৮| ১৩ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৯

মুজিব রহমান বলেছেন: খুবই দুঃখজনক। অন্যায়ের প্রতিবাদ করা কঠিন হয়ে যাচ্ছে। মালেশিয়া সরকার খুবই অন্যায় আচরণ করেছে।

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অন্য দেশে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করা যথাযথ সিস্টেমে করতে হবে।

৯| ১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:১২

পদ্মপুকুর বলেছেন: আপনার আগের পোস্টটা ধরে ডকুটা দেখে ভুল কিছু বলেছে বলে তো মনে হলো না। কিন্তু বুঝলাম না, কেবল রায়হান কবিরের উপরে এত চটেছে ক্যান মালয়েশিয়া? ওই ডকুর সাথে তো আরও অনেকেই যুক্ত।

যাই হোক, আমাদের জন্য খুবই খারাপ হলো। এর ধাক্কা অন্য বাংলাদেেশিদের উপরেও পড়বে। এখন দেখা যাক আমাদের 'দক্ষ' কুটনীতি কি ব্যবস্থা নেয়।

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশ পৃথিবীর বুকে খুবই ছোট একটা দেশ। সীমিত সম্পদ, ছোট আয়তন আর বিশাল জনসংখ্যা । এদের জন্য দেশে কোন কাজ নেই। বিদেশে কামলা দিতে হয়। তাই আমরা যারা কামলা আছি তাদের অন্য দেশের ব্যাপারে নাক না গলানোই ভালো । সে দেশের নিয়ম-নীতি মেনে চলাই উত্তম। নিজেকে রাখতে হবে সম্পূর্ণ সেফ সাইডে। এর কোনো বিকল্প নেই।

১০| ১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বাক স্বাধীনতা কোন দেশেই নাই !!
পারলে আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নে।

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাকস্বাধীনতা সব দেশেই আছে। কিন্তু চিন্তা ভাবনা করে কথা বলতে হবে।

১১| ১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:২০

অপু তানভীর বলেছেন: আলজাজিরা খুবই গাধার মত কাজ করেছে । যে কোন দেশে কর্মরত অন্য দেশের কর্মী সেই দেশের বিরুদ্ধে খারাপ (সত্য হোক কিংবা মিথ্যা) কিছু বললে তার উপরে যে বিপদ নেমে আসবে সেটা আলজাজিরা কি বুঝতে পারে নি ? চেহারা ব্লার করে নি কেন ছাগল গুলো ? এই কারণে পুরো বাংলাদেশী শ্রমিকদের উপর বিরূপ প্রভাব পড়বে।

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সব সময় নিজেকে সেফ সাইডে রেখে কাজ করতে হবে এবং চিন্তা ভাবনা করে কাজ করতে হবে।
কথায় বলে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।

১২| ১৩ ই জুলাই, ২০২০ রাত ১০:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: সে কি দেশের কোনও আইন ভঙ্গ করেছে?

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এ ব্যাপারে ওই দেশের কর্তৃপক্ষ ভালো বলতে পারবে।

তবে কোন দেশে কাজ করতে গেলে কাজ করে যাওয়াই ভালো। অন্য কিছুতে নাক গলানো বিপদজনক হতে পারে।

১৩| ১৩ ই জুলাই, ২০২০ রাত ১০:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




আল জাজিরা থেকে এই সংবাদ কাস্টিং করার পেছনে অবস্যই ভারতীয় আছে! বেকুবটাকে বলির পাঠা বানানো হয়েছে। তাছাড়া মালয়েশিয়াতে ভিসা সিস্টেম নষ্ট করার পেছনে বাংলাদেশীই দায়ী।


১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ছাত্রলীগের নেতা তো। তাই রক্ত গরম । চিন্তাভাবনা করে বুঝতে পারেনি।

১৪| ১৪ ই জুলাই, ২০২০ রাত ১:২২

নেওয়াজ আলি বলেছেন: বেকুব বুঝতে পারিনি । মাহমুদ ভাই ঠিক বলেছেন।

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দেশের বাইরে বিদেশে গিয়ে কামলা দিয়ে খাওয়াটা খুবই কঠিন ব্যাপার । সেখানে অনেক কিছু নীরবে সহ্য করতে হয়। হজম করতে হয়।

১৫| ১৪ ই জুলাই, ২০২০ রাত ১:৪৮

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের দূতাবাস এখন কি করবে? তাদের ভূমিকা কি?

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি যখন দেশের বাইরে যাবেন তখন আপনি বলতে পারেন আপনি এক জন রাষ্ট্রদূত ।
আপনার মাধ্যমেই দেশের সুনাম ও মান মর্যাদা রক্ষিত হবে। প্রতিফলিত হবে বাংলাদেশ। জাতির ভাবমূর্তি আচার-ব্যবহার আচরণ।

১৬| ১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: মালোশিয়ায় কত লাখ বাঙ্গালী থাকে? ৬ লাখ?

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বৈধ ও অবৈধ মিলিয়ে 10 থেকে 12 লাখ হবে । আসলে বাঙালির কোনো হিসাব নিকাশ নাই । কি দেশে কি বিদেশে।

১৭| ১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৫

ইসিয়াক বলেছেন: খুবই দুঃখজনক।

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কিছুটা দুঃখজনক। কিছুটা বোকামি । কিছুটা ভাগ্য বিড়ম্বনা।

১৮| ১৪ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩০

তারেক ফাহিম বলেছেন: দেশে সরকার বিরোধী এমন প্রতিবাদ করলে হয়ত গুম হয়ে যেত।

২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দেশে ও প্রচুর পরিমাণে ভিডিও হয় । মানুষ প্রচুর পরিমাণে প্রতিবাদ করে। বাক স্বাধীনতার ব্যাপারে বলতে গেলে বাংলাদেশের মত বাকস্বাধীনতা পৃথিবীর কোথাও নেই। ইহাই বাস্তবতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.