নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

এক কৃষাণ পুত্রের প্রেম কাহিনী

১৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০২

অনেক অনেক দিন আগের কথা। বঙ্গ দেশে বাস করতো এক কৃষক পুত্র। সে ছিল খুবই ভালো মনের এক জন চাষী।

দিন-রাত পরিশ্রম করে সে সোনার ফসল ঘরে তুলতো।

এক কৃষাণ কন্যার সাথে তার প্রেম-ভালোবাসা হয়েছিল।

কৃষাণ পুত্র চাষবাসের কাজে ব্যস্ত থাকতো‌। চাষ আবাদের ফাঁকে ফাঁকে তারা ডেট করতো।

এই ভাবে কিষাণ পুত্রের দিন কাল ভালোই আনন্দে কাটিযয়ি যাইতেছিল।

কিন্তু কৃষাণ কন্যার ইহাতে মন ভরিত না। সে সব সময় চিন্তা করত তাদের একটা সংসার হবে। ঘর বাড়ি হবে। ছেলে মেয়ে হবে ইত্যাদি।

তাই এক দিন সে কৃষাণ পুত্রকে বলিল, চলো আমরা বিয়ে করে ফেলি।

কিন্তু কৃষান পুত্র ছিল বড়ই চালাক । সে ভাবলো, এমনিতেই তো বেশ ভালো আছি। বিয়ে করে ঝামেলা বৃদ্ধি করার দরকার কি।

সে নানান তালবাহানা করে বিয়ের কথা এড়িয়ে যেতে থাকলো।

দিন যায় । মাস যায় । কৃষাণ পুত্র আর অবসর পায় না। তাদের বয়স বেড়ে যেতে থাকে।

কৃষান কন্যা তবু স্বপ্ন দেখতে থাকে । এক সময় তাদের বিয়ে হবে ঘর হবে সংসার হবে । ছেলে মেয়ে হবে।

ভদ্রলোক যারা চাকরি বাকরি করেন তাদের ছুটি আছে।
সপ্তাহে পাঁচ দিন চাকরি করার পরে দুই দিন ছুটি। বিভিন্ন উৎসবের সময় ছুটি । কখনো কখনো ছুটি আট/ দশ দিনে গিয়েও ঠেকে। এছাড়া ও বছরে আরও নানান রকম ছুটি আছে। অবসর কাটানোর জন্য ঘুরে বেড়ানোর জন্য।

কৃষক সপ্তাহের ৭ দিনই কাজ করেন। তার কোনো ছুটি নেই। অবসর নেই।

সেটা কি সাধারণ সময়। কি উৎসবের সময় । কোন সময়েই তার ছুটি নেই।

সারা বছরই তার কাজ করতে হয়।

এখন তাদের প্রেম কাহিনী শুনুন গানে গানে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৩

ডঃ এম এ আলী বলেছেন:



গল্পটিপাঠে ভাল লাগল
কৃষাণ কৃষাণীদের গল্প কথা যতই বলবেন ততই কান পেতে শুনব ।
কামনা করি গল্প, কবিতা ও সাহিত্যের পাতা ভরে উঠোক এদের
গল্প কথায় ।

শুভেচ্ছা রইল

১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি গুণী মানুষ। আপনার মন্তব্য লাভ করা ভাগ্যের ব্যাপার।
ভালো থাকবেন সব সময়।

২| ১৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:


বাস্তব জীবনে, কৃষকের ছেলেরা ঠিক সময়ে বিয়ে করতো, এখনো করে; তবে, বউ থাকে বাংলাদেশে, কৃষকের ছেলেরা আরবে উট চরায়।

১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের কৃষকরা অসহায়। তাদের দেখার কেউ নেই।

৩| ১৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:


লেখাটা তেমন শক্তিশালী হয়নি।

১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি আসলে তেমন মেধাবী কেউ নই। আমার লেখা শক্তিশালী হবার সম্ভাবনা তাই খুবই কম। আর আমি নিজের ছাত্র জীবনে ছাত্র হিসাবে খুব একটা সুবিধার ছিলাম না।

প্রাইমারী স্কুলে পাঠ নিয়েছিলাম। আমার শিক্ষকরাই তেমন কিছু জানতেন না । আমি কই থেকে থেকে জানবো।

মনে যা আসে তাই লেখার চেষ্টা করি।

৪| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি।
ভালো থাকুন সব সময়।

৫| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৩০

নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয় লেখনী । বেশ l

১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আরে না। আমি এক জন প্রাইমারী পড়ুয়া লাস্ট বেঞ্চের ছাত্র ছিলাম।
সরি , ভুল বলেছি।
আামাদের স্কুলে কোন বেঞ্চ ছিল না। আমরা খেজুরে পাতার পাটি পেতে বসতাম।

৬| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: আপনি কিন্তু যথেষ্ট রসিক মানুষ।

১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই কথাটি আপনি বেঠিক বলেছেন।
তারপরও আপনি আমার এক জন প্রিয় মানুষ।
প্রিয় মানুষের অনেক অপ্রিয় কথা মেনে নিতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.