নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

স্মার্টফোনের কল্যাণে দেশের মানুষ ইংরেজি শিখছে এটা একটা ভালো লক্ষণ

১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০৫



স্মার্টফোনের বদৌলতে বাংলাদেশের মানুষ সামান্য হলেও ইংরেজি চর্চা করছে। বাংলাদেশের মানুষ স্মার্টফোন ব্যবহার করছে মূলত তিন বা চারটি লক্ষ্যকে সামনে রেখে। প্রথম লক্ষ্য হল অ্যাপস ভিত্তিক কল আদান প্রদান করা করা। এরপরের লক্ষ্য হচ্ছে ফেসবুক ব্যবহার করা। তারপর যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে ইউটিউব।

উপরোক্ত জিনিষগুলো ব্যবহার করার জন্য সামান্য হলেও ইংরেজি চর্চা করতে শিখেছে মানুষ। কেননা এই সমস্ত জিনিস ব্যবহার করতে চাইলে প্রথমে একটি জিমেইল অ্যাকাউন্ট লাগে।

এছাড়া মোবাইল ফোন ডায়াল করতে গেলেও সে সংখ্যাগুলো প্রেস করতে হয় সেগুলো ইংরেজিতে লেখা। ফলে নিজের অজান্তেই আমাদের দেশের মানুষ কিছু কিছু ইংরেজি শিখে ফেলছে।

বর্তমানে পুরো বিশ্বকে একটা গ্রামের মত ভাবতে হবে। পুরো পৃথিবীটাই একটা গ্লোবাল ভিলেজ। তাই পুরো গ্লোবালের সাথে যোগাযোগ রাখার জন্য টুকটাক হলেও ইংরেজি জানতে হবে।

এর কোন বিকল্প নেই।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইংলিশ নাকি বাংলিশ শিখছে!!

১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: 1,2,3,4 ,5 ,6, 7,8 9, 0 শিখছে এটাও কম নয় । এটাকে ও অবহেলা করার কোনো সুযোগ নেই।

২| ১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সাল থেকে ইংরেজী শেখার দরকার ছিলো, এখন চেষ্টা করছে? যাক, চেষ্টা করছে

১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যে সামান্যটুকু শিখছে সেটাও একেবারে কম নয় ।
এক সময় এটা থেকে শিক্ষার আরেকটু অগ্রগতি হয়ে যেতে পারে।


শিক্ষা এমনই জিনিস যা এক বার শুরু হলে ধীরে ধীরে বাড়তে থাকে। কমে না।

শিক্ষাই সম্পদ।

৩| ১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৮

রিফাত হোসেন বলেছেন: ইংরেজি কম, বাংলিশ শিখছে বেশী! ইদানিং সময়ে অনেক বিদেশী ফুড ভ্লগার দেশে ঘুরে গিয়েছে। তাদের ভাষাগত অভিজ্ঞতা ভাল ছিল না।

১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
Vlogger গণের সাথে আপনার কিংবা আমার দেখা হলে তাদের এমন অবস্থা হতো না। আমরা টুকটাক ইংরেজি ভালোই জানি।

তবে মানুষ শিখতে যখন শুরু করেছে ধীরে ধীরে আরও বেশি করে শিখবে।

৪| ১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৯

জগতারন বলেছেন:
ইংরেজী শেখা আবশ্যক।

১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইংরেজি না শেখার কারণে আমরা অনেকটাই পিছিয়ে আছে সারা পৃথিবী থেকে। সময় এসেছে বেশি বেশি করে ইংরেজি শেখার এবং সেগুলোর প্রয়োগ করার।

৫| ১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার কথা ঠিক। গ্লোবাল কালচারে মানুষকে মিশে যাওয়া ছাড়া উপায় নেই।

১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সে জন্যই ভাষাগত দক্ষতা ও একটা বিরাট ব্যাপার ।
তাই আমাদের সবার আস্তে আস্তে ইংরেজি শেখা উচিত।

৬| ১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

শেরজা তপন বলেছেন: রাশিয়ায় গিয়ে মনে হয়েছিল অযথাই ১২/১৩টা বছর ইংরেজী শিখেছি।
দেশে ফিরে মনে হল- ফালতুই রুশ ভাষা শিখলাম। ওই ভাষা দিয়ে আমার কাম কি?
একদিন আমার বন্ধু বুলল, আমার কিছু রুশ ভাষা জানা ছেলে-পেলে দরকার? বিশেষ এক প্রকল্পে ৬০-৮০ হাজার বেতন দিবে। কেউ থাকলে তাকে জানাইতে।

...সেই ভাষা শেখার বিশ বছর পরে এসে মনে হল কোন ভাষা শেখাই ফেলনা নয়!
ভাল বক্তব্য

১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি অনেক সুন্দর বলেছেন।
আসলেই ভাষা শিখলে এটা কখনোই বিফলে যায় না। কোনো না কোনো এক সময় এটা কাজে লাগতেই পারে।

৭| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:২৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বাংলা বাক্যে ছোট ছোট ইংরেজী শব্দের ব্যবহার করা দরকার।যেটা ভারতীয়রা করে।

১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তাহলে তো বাংলিশ হয়ে গেল।
তার চেয়ে বরং মাঝে মাঝে দু একটা ইংরেজি বাক্য বলা যেতে পারে। যেমন ,
থ্যাঙ্ক ইউ।
গুড বাই।
সি ইউ।
ইত্যাদি।

৮| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩০

রাজীব নুর বলেছেন: ভালো একটা পয়েন্ট ধরেছেন।
হ্যা দেশের গন্ডমূর্খরা মোবাইল আর ইন্টারনেটের কল্যানে অনেক কিছু শিখছে।

১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইংরেজিতে 1234567890 না শিখলে তো মোবাইল ফোন ডায়াল করতেই পারবে না।

আমি শ্রীলঙ্কায় যখন ছিলাম তখন দেখেছি ওখানকার লোকজন বাকি সব কিছু সিংহলি ভাষায় লিখলেও সংখ্যাগুলো লিখেছে ইংরেজিতে। এটা একটা দারুন ব্যাপার।

৯| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৭

আকন বিডি বলেছেন: murad takla naste ke pussy den.
:-P

১০ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই জাতীয় ইংরেজি না জানাই ভালো ।
তার চেয়ে বরং নোয়াখাইল্লা ভাষা অনেক বেশি সুন্দর।

১০| ১১ ই আগস্ট, ২০২০ রাত ১২:১৩

সত্যপীরবাবা বলেছেন: হেই ডিউড, ইউ আর আ্যবসোলিউটলি কারেক্ট। ইংলিশ ভাষা লার্ন করতে না পারলে আমরা প্রগ্রেস করতে পারব না। অনলি নাম্বারই না, আমাদেরকে ইংলিশ অ্যালফাবেইটও লার্ন করতে হবে। দেয়ার আর সো মেনি অ্যাডভানটেইজেস আজকের যুগে ইংলিশ স্পিক করতে পারলে।
বাট, আমি সরি টু সে, আপনি ফরেনে থেকেও ইংলিশ স্পিক করেন না। ব্লগের লেখার মধ্যে মধ্যে ইউ শ্যুড ইউজ কিছু কিছু ইংলিশ ওয়ার্ড। আপনি যদি ফুল সেন্টেইনস্ ইউজ করতে পারেন, দেন ইভেন বেটার। ইউ ক্যান শো সাম ফরেনে-থাকি-ভাব, ইউ নো।

১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.