নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মাহাথির তাঁর নতুন দলের নাম দিলেন \' পেজুয়াং"

১২ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৬




সাবেক প্রধানমন্ত্রী Tun Dr Mahathir Mohamad তার নতুন মালয় ভিত্তিক দলের নাম দিয়েছেন "পেজুয়াং " । মালয় ভাষায় Pejuang
শব্দের মানে হচ্ছে যোদ্ধা ।

‘পেজুয়াং হবে নতুন দলের নাম’: দুর্নীতির বিরুদ্ধে ঘোষণা দিয়ে ডঃ মাহাথির তার নতুন দলের নাম ঘোষণা করেছেন।

তুন ডাঃ মাহাথির মোহামাদ তার নতুন দলের নাম রেখেছেন পেজুয়াং।

দু'বারের প্রধানমন্ত্রী আজ একটি ব্লগ পোস্টে এই ঘোষণা দিয়েছেন ।

পেজুয়ান একটি মালয় শব্দ। এর অর্থ যোদ্ধা। তিনি তাঁর নতুন দলের মাধ্যমে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাচ্ছেন।


ডাঃ মাহাথির আরও পরামর্শ দিয়েছেন যে মালয়েশিরা দীর্ঘদিন ধরে দুর্নীতির প্রভাবে ভুগছে । কারণ তাদের নেতারা তাদের সম্প্রদায়ের স্বার্থের জন্য অর্থ ও ক্ষমতাকে মূল্যবান বলে বিবেচনা করেছেন।

“আমরা নিজেদের বাঁচাতে একটি দল গঠন করেছি। [পরিবর্তে] আমাদের দল আমাদের শত্রুদের বাঁচাতে হাইজ্যাক করা হয়েছিল,

তিনি বলেছেন, এর আগে তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বারসাতু নামে আলাদা একটি দল গঠন করেছিলেন । সম্প্রতি আর সেই দলটি ক্ষমতালোভীদের দ্বারা ছিনতাই হয়ে গেছে। তাই তার নতুন দলের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

ফেব্রুয়ারিতে পাকাতান হরপান সরকারের পতনের রাজনৈতিক সঙ্কটের পরে ড। মাহাথির এবং আরও পাঁচ সংসদ সদস্যকে বের্সাতু থেকে বরখাস্ত করা হয়েছিল।

তিনি বর্তমান প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিনের সাথে প্রতিষ্ঠিত উম্নো স্প্লিন্টার পার্টিটি এখন বারিসান নেশনাল, পিএএস এবং সারাওয়াকের জিপিএসের সাথে একত্রে ক্ষমতাসীন পেরিকাতান নরসিয়াল চুক্তির অংশ।

গত সপ্তাহে পেজুয়াং গঠনের ঘোষণার জন্য এক সংবাদ সম্মেলনে ড। মাহাথির বলেছিলেন যে তার নতুন দলটি দুর্নীতি ও ক্লেপট্রোক্রেসির বিরুদ্ধে লড়াইয়ে স্বাধীন এবং কেন্দ্রিক হবে।

পেজুয়াংয়ের ঘোষণার জন্য দু'বারের প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছিলেন যে তারা যদি দুর্নীতিগ্রস্থ নেতাদের সমর্থন অব্যাহত রাখে তবে দেশটির জাতিগত মালয়েশিয়ার লোকজন বাস্তুচ্যুত হতে পারে, তিনি বার বার দৃঢ়তার সাথে একথা বার বলেছিলেন।



দুই বারের প্রাক্তন প্রধানমন্ত্রী গত সপ্তাহে বলেছিলেন, তিনি আশা করেছিলেন যে আগামী সাধারণ নির্বাচনে পেজুয়াং “কিংমেকার” হতে পারে।

তবে বিশ্লেষকরা বলেছেন, নতুন দল জনাকীর্ণ মাঠে দাঁড়াতে লড়াই করতে পারে।


ল্ংকাবি এমপি অবশ্য জোর দিয়েছিলেন যে মালয় স্বার্থ রক্ষার জন্য পেজুয়াং গঠিত হয়েছে।

"দুর্নীতি মালয়েশিয়াদের ধ্বংস করে দেয়,"।

“আপনি যদি পোস্ট এবং অর্থ চান তবে একটি আলাদা পার্টি বেছে নিন। আপনি যদি আপনার মর্যাদা খালাস করতে চান।

“আপনি যদি নিজের অধিকার রক্ষা করতে চান। আমাদের পার্টি নির্বাচন করুন। "পেজুং নির্বাচন করুন," তিনি আহ্বান জানান।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২০ রাত ৮:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি মালেয়শিয়া নিয়ে ব্লগ করেন। আপনার কাছে জানতে চাই - এই যে একজন বাংলাদেশী তরুনকে অন্যায়ভাবে মালেয়শিয়ান সরকার গ্রেফতার করল, এটাকে আপনি কিভাবে দেখছেন? এই নিয়ে আপনি বা প্রবাসী মালেয়শিয়ানরা কোন এ্যাক্টিভিজম করছেন কি না?

১২ ই আগস্ট, ২০২০ রাত ৯:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: না। করিনি।
আমরা যখনই অন্য কোন দেশে শ্রম বিক্রি করতে যাই তখন সে দেশের নিয়ম কানুন মেনেই চলতে হয়।
সে দেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই।

ছাত্রলীগ নেতা রায়হান কবির যেটা করেছে সেটা শ্রমিক হিসেবে তার অধিকারের অতিরিক্ত।

২| ১২ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৮

নেওয়াজ আলি বলেছেন: অভিনন্দন । সফলতা কামনা করি।

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ১২ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: রায়হান কবীরের ঘটনাটা খুবই দুঃখজনক।
কলকাতাতে এনআরসি আন্দোলনে কিছু বিদেশি ছাত্র বালিগঞ্জ প্লেসে অংশ নেওয়াতে ভারত সরকার তাদেরকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে। যদিও সংশ্লিষ্ট বিদেশি ছাত্রদের দাবি ছিল তারা বন্ধুদের আন্দোলন দেখতে গেছিল। ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা মাথা ঘামাতে আগ্রহী নয়।উল্লেখ্য ছাত্রদের স্টেটমেন্ট সরকারের কাছে যুক্তিযুক্ত হয়নি। ফাইনালি তাদেরকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা হয়েছিল।

অন্য একটি প্রসঙ্গে বলি ‌। সুষমা স্বরাজ তখন ভারতের বিদেশ মন্ত্রী। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কয়েকজন শ্রমিকের সঙ্গে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়াও কাজে গিয়েছিলেন মালয়েশিয়ায়। কম্প্রোডার সংস্থাটি তাদেরকে চুক্তি অনুযায়ী কাজ না দিয়ে যাবতীয় পাসপোর্ট সহ যাবতীয় পেপারস সহ পাসপোর্ট হাতিয়ে নিয়ে দৈহিক শ্রমে নিয়োগপত্র দেয়। বাড়ির সঙ্গে যোগাযোগের সমস্ত রাস্তা হয়ে যায় বন্ধ। বেশ কিছুদিন এইভাবে অমানুষিক নির্যাতনের পর নদীয়ার বাড়িতে ফোনকরে একজন নির্যাতিতা সমস্ত ঘটনা জানায়।সেই সূত্রে পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে ভারতের বিদেশমন্ত্রক মালয়েশিয়া থেকে ক্রীতদাস সম শ্রমিকদের কলকাতায় ফিরিয়ে আনে। ঘটনাটা পশ্চিমবঙ্গের একাধিক newspaper's সে সময় লেখালেখি হয়েছিল।


বিদেশি নিউজ চ্যানেলে স্টেটমেন্ট দিয়ে রায়হান কবীর যদি ভুল করেই থাকেন তাহলে তাকে পত্রপাঠ করে দেশে ফেরত পাঠানোই বোধ হয় মানবিকতার দিক থেকে সমীচীন ছিল। পাশাপাশি একজন স্বদেশী নাগরিকের এমন হেনস্থা বাংলাদেশ বিদেশমন্ত্রকও অস্বীকার করতে পারে না।

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সে অনেকটা নির্বোধের মত কাজ করেছে ।

৪| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: বড় ভাই- বাংলাদেশের পুলিশের উপর এত চেতলেন ক্যান?

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি মনে হয় পুলিশকে খুব ভালা পান।

৫| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ৩:৫৫

অনল চৌধুরী বলেছেন: মহাথির পেতে হলে বাংলাদেশের লোকদের মালয়ী বা চীনাদের মতো সৎ ও পরিশ্রমী হতে হবে।
চোর-ছ্যাচ্চোড়রা তাদের মতোই নেতা নেতা পায়।

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পালের গোদা বলে একটা শব্দ তো বাংলা ভাষায় আছেই।

৬| ১৩ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৩১

অন্তরা রহমান বলেছেন: লোকটাকে ভালো লাগে, একজন কর্মবীর ও জীবন্ত কিংবদন্তী।

৩ নম্বর মন্তব্যটা অসাধারণ হয়েছে।

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনার মতো ব্যক্তিত্ব সম্ভবত পৃথিবীতে আর জন্মগ্রহণ করবে না।
এটাই প্রথম এবং শেষ।

৭| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: মাহাথিরের দেশে রায়হান কবিরের নিপীড়নের ঘটনা সামঞ্জস্যপূর্ণ নয়। সাধারণ মানুষের এর বিরুদ্ধে বলা উচিত ছিল।

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনিই না হয় শুরু করুন।

৮| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি মালয়েশিয়ার সাধারণ মানুষের কথা বলতে চেয়েছি। তারা এই ঘটনাকে কিভাবে দেখে। তাদের এই ধরণের জুলুমের বিরুদ্ধে বলা উচিত। কারণ প্রায়ই দেখা যায় রাষ্ট্র আর তার জনগণের চিন্তা একরকম হয় না।

১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাধারণ মানুষ দেশপ্রেমিক। অন্য দেশের মানুষ তাদের দেশের সুনাম নিয়ে যা তা বলতে তারা সেটা মানবে কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.