নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

রায়হান কবিরের বিরুদ্ধে ১৩ দিনের রিমান্ডের আদেশ শাহ আলম হাইকোর্টে বহাল

১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৬



আলোচিত বাংলাদেশি মোঃ রায়হান কবিরের বিরুদ্ধে ১৩ দিনের রিমান্ডের আদেশ আজ মালয়েশিয়ার শাহ আলম হাইকোর্ট বহাল রেখেছেন।

আঐ ১৩ আগস্ট ২০২০ শাহ আলম হাইকোর্ট আজ এদেশে over stay করার জন্য বাংলাদেশী নাগরিক মোঃ রায়হান কবিরের বিরুদ্ধে ১৩ দিনের রিমান্ডের আদেশ বহাল রেখেছে।

বিচারপতি দাতুক আব করিম আব রহমান ইমিগ্রেশন বিভাগের উপ-পাবলিক প্রসিকিউটর ফজরিল সানী মোহাম্মদ ফাদিল এবং মোঃ রায়হানের প্রতিনিধিত্বকারী আইনজীবী সি সেলভরাজের যুক্তি শুনে এই সিদ্ধান্ত নেন।

“আমার রিমান্ড অর্ডার পর্যালোচনা করার কোনও কারণ নেই কারণ ১৩ দিনের সময়কাল যুক্তিসঙ্গত।

"তদন্ত কর্মকর্তারা তাদের প্রতিবেদনে বলেছেন যে তাকে (মো। রায়হান) তদন্তের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে এবং তার গ্রেপ্তারের সাথে এদেশের অখণ্ডতাও জড়িত রয়েছে।"

এর আগে, সেলভরাজ তাঁর ক্লায়েন্টের রিমান্ড আদেশের বিরুদ্ধে রিভিডের জন্য আবেদন করেছিলেন যা সেমেনিহ বিশেষ আদালত অবৈধ অভিবাসীদের জন্য আগস্টে জারি করেছিল।

মালয়েশিয়ার লকডাউন-এ লকড আপ শিরোনামে আল জাজিরার ডকুমেন্টারিতে অভিযোগ করা হয়েছিল যে মালয়েশিয়ার কর্তৃপক্ষ অবৈধ অভিবাসীদের সাথে movement control order MCO কার্যকর করার সময় দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ করার পরে মোঃ রায়হান (২ 24) ২৪ শে জুলাই কুয়ালালামপুরের সেতাপাক থেকে গ্রেপ্তার হন। চলাচল নিয়ন্ত্রণ আদেশ (এমসিও)।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


মালয়েশিয়ার বিচার ব্যবস্হা কি বাংলাদেশের কাছাকাছি?

১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখনকার বিচারব্যবস্থা অনেকটাই উন্নত ।
বাংলাদেশের সাথে তুলনা করা চলে না।

২| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৪

সাহাদাত উদরাজী বলেছেন: সত্য এখন আর দুনিয়ার কোথায় বলা যায় না, ছেলেটার জন্য আমার ভালবাসা থাকবে কিন্তু দেখা ছাড়া আর কিছুই করার নেই। দোয়া করি সে যেন তার মায়ের কোলে ফিরে আসে, দেশে এসেও যেন কোন হেনেস্তার স্বীকার না হয় (যদিও ছাড় পাবে বলে মনে হয় না)।

১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো রকম ডলা না খেয়ে সে দেশে ফিরতে পারবে না।
তার কপালে যথেষ্ট খারাবি আছে।

৩| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৯

অনল চৌধুরী বলেছেন: মালয় মালয়শিয়ার বিচারব্যাবস্থা অনেক সভ্য ও নিরেপক্ষ।সেখানে বাংলাদেশী শ্রমিকদের মারধরও ও হয়রানি করার কারণে অনেক মালয়শীয় মালিক ও ইমিগ্রেশন কর্মকর্তার শাস্তি হয়েছে।
তবে শ্রমিকদের বন্দীশালায় অত্যাচার করার ব্যাপারটাই বর্বরতা।

১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন।

৪| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিচারের বানী নিভৃতেই কাঁদে সব দেশে সব সময়!
রায়হান কবিরের জন্য দোয়া রইলো। সত্য বলার জন্য
আল্লাহ তাকে নাজাত দিবেন। মজলুমের দোয়া আল্লাহ
কবুল করেন।

১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ওকে তার কৃতকর্মের ফল ভোগ করতেই হবে ।
এ ছাড়া অন্য কোন উপায় নেই।

৫| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৫

নেওয়াজ আলি বলেছেন: ছেলেটি ভুল করেছে তার মাশুল দিতে হবে। দেশের রাজনীতি বিদেশে চলবে না।

১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন।

৬| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: ছেলেটা সাহসী।

১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটাকে সাহস বলে না ।
এটাকে বলে নির্বুদ্ধিতা।

৭| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ১২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: বেচারা

১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক সময় সব ঠিক হয়ে যাবে।

৮| ১৪ ই আগস্ট, ২০২০ সকাল ১০:১৯

শেরজা তপন বলেছেন: অপেক্ষা করছি দেখি কি হয়? যাই হোক এমনিতেই ওই পচা গলা জীবন- মাঝখানে একটু সেলিব্রেটি হওয়া মন্দ নয় ...

১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রবাসে শ্রম বিক্রি করতে গেলে অনেক কিছুই মেনে চলতে হয় ।
নেতাগিরি করাটা ঠিক কাজ নয়।

৯| ১৫ ই আগস্ট, ২০২০ সকাল ১০:০৬

মুজিব রহমান বলেছেন: খুবই দুঃখজনক।
মুসলিম দেশগুলোতে মানবাধিকার লংঘনের ঘটনার বিরুদ্ধে কিছু বলা যায় না। মালেশিয়া সেই একই কাতারের দেশ।

১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন।

১০| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৭

খায়রুল আহসান বলেছেন: ছেলেটির কল্যাণ কামনা করছি। শীঘ্র মুক্ত হয়ে সে দেশে ফিরে আসুক, এখানে এলে কিছু একটা করে খেতে পারবে।

১৬ ই আগস্ট, ২০২০ ভোর ৬:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তাই যেন হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.