নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

অমর কাব্যের কবি

১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২০



১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বিবিসির সংবাদ ভাষ্যে বলা হয়েছিল, বাংলাদেশে যাই ঘটুক না কেন ইতিহাসে বঙ্গবন্ধু চির দিন অমর হয়ে থাকবেন সেই মানুষটি হিসেবে যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম ই হত না।

১৯৭৫ সালের ১৪ ই আগস্ট তিনি বেঁচে ছিলেন। স্বাভাবিক এক জন মানুষ।

তখনো তিনি জানেন না ঘাতকদের চক্রান্ত আর সব নীল নকশা।

নির্বোধ ঘাতক জানে না মরনেই থামে না জীবন।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি বিনম্র শ্রদ্ধা।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:


দেশে গনতন্ত্র আনার জন্য মিলিটারী উনাকে মেরেছে, তাজুদ্দিন সাহবেকে মেরেছে; এটা হলো, অনেক রাজনৈতিক ব্লগারের বক্তব্য!

১৪ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তিনি জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তার বিরোধীরা তাঁর উপর যে অপবাদমূলক অপপ্রচার চালায় সেটা সঠিক নয়।

মূলত বাকশাল একটি বহুদলীয় প্লাটফর্ম ছিল। কিন্তু বাকশাল কার্যকর হওয়ার আগেই তাঁকে হত্যা করা হয়েছে।

২| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনার মত মহান ব্যক্তির অবদান মাপার জন্য আমরা বিবিসির বা অনুরুপ পশ্চিমের পণ্ডিতদের মতামতের দিকে না তাকালেও পারি। বিবিসি বা পশ্চিমের পণ্ডিতরা না বললেও উনি বাঙ্গালীর ইতিহাসে একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। পশ্চিমে ওনার শুভাকাঙ্ক্ষী বেশী ছিল বলে মনে হয় না।

১৫ ই আগস্ট, ২০২০ ভোর ৬:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কিন্তু সমস্যা হচ্ছে, বাংলাদেশের কিছু মানুষ ঠিক এর উল্টো।

৩| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মারার পর বিচার চাওয়া যাবে না এমন আইন যারা করেছে তারা নিকৃষ্টতম জীব।

১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তারপরেও বিচার হয়েছে।

৪| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১:০২

রাজীব নুর বলেছেন: আমিও জাতির পিতাকে শ্রদ্ধা জানাই।

১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.