নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

কিভাবে কথা বলে বাংলা টাইপ করবেন

৩০ শে আগস্ট, ২০২০ সকাল ৯:২৩

কিভাবে কথা বলে বাংলা টাইপ করবেনঃ

আজকাল ফেসবুক সহ নানান ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে প্রতি দিনই নানান ধরনের পোস্ট দিতে হয় অথবা মন্তব্য লিখতে হয় । এ সমস্ত মন্তব্য লিখতে গেলে কিবোর্ড লাগবে। হাতে টিপে টিপে টাইপ করা একটি বিড়ম্বনার ব্যাপার । তাই এমন যদি হতো যে আমি মুখে বলে গেলাম আর সেটা টাইপ হয়ে গেল সেটাই হবে আসলে সবচেয়ে সুবিধাজনক । বিজ্ঞানের কল্যাণে এই সুবিধাটি এখন আমাদের হাতের মুঠোয় । আমরা ইচ্ছা করলে যে কোন ভাষা মুখে বলেই টাইপ আকারে পেতে পারি ।

এবার আসুন দেখে নেয়া যাক কিভাবে এই কাজটি সুন্দরভাবে সম্পাদন করা যাবে।

মোবাইলে বাংলা লেখা নিয়ে আমরা আগে অনেকেই নানা ধরনের বিড়ম্বনায় পড়তাম। আমরা অনেকেই ইংরেজি অক্ষরে বাংলা লিখতাম। বাংলা ভাষার মতো একটা ভাষার জন্য একটা ছিল একটা খারাপ উদাহরণ।

তবে এখন সব সমস্যার সমাধান হয়ে গেছে। এখন বাংলা লেখার জন্য আর কীবোর্ড ও টাচ করার দরকার নেই। প্রয়োজন শুধু একটি অ্যাপস ইন্সটল করার। অসাধারণ এই অ্যাপসটির নাম জি বোর্ড।

এবার ধাপগুলো বলছি :-

১। প্রথমে আপনার মোবাইলে কোন বাংলা সফটওয়্যার ইনস্টল করা থাকলে উহা বাদ দিয়ে দিন। প্লে স্টোরে গিয়ে জিবোর্ড ইন্সটল করুন।

২। এবার ল্যাংগুয়েজ ইনপুট অপশনে গিয়ে আপনার নতুন কীবোর্ড জি বোর্ড নির্বাচন করুন।
৩। এবার ল্যাঙ্গুয়েজ সেটিংস অপশনে গিয়ে বাংলা সিলেক্ট করুন। মনে রাখবেন বাংলা সিলেট করা থাকলেও জিবোর্ড দিয়ে আপনি ইংরেজি ও আগের মতই টাইপ করতে পারবেন।

৪। এবার আপনার মোবাইলটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় টাইপ করার জন্য প্রস্তুত।

লেখার জন্য কীবোর্ড প্রেস করার কোন প্রয়োজন নেই। কেবল স্পেস বারে টাচ করে বাংলা বা ইংরেজী নির্বাচন করুন। তারপর কি বোর্ডের উপরে ডানদিকের কোনার কাছে মাইক্রোফোন টি আছে তাকে হাল্কা করে চাপ দিন। এবার যদি কিবোর্ডে বাংলা অক্ষর গুলো দেখা যায় তাহলে আপনি বাংলায় বলতে থাকুন। দেখবেন আপনার কথাগুলো ঝটপট টাইপ হয়ে যাচ্ছে।

আপনি একটু থেমে একটি বাক্য শেষ হওয়ার পর দাড়ি কমা দিয়ে নিন। একই নিয়মে যদি আপনি ইংরেজি বলতে থাকেন দেখবেন ইংরেজি ও ঝটপট টাইপ হয়ে যাচ্ছে একই নিয়মে থেমে দাড়ি ফুলস্টপ ইত্যাদি দিয়ে নিন।

তাহলে আজ থেকে আর টাইপ করার কোন ঝামেলাই রইলো না । আপনি বলবেন । টাইপ করার দায়িত্ব আপনার মোবাইলের। ভালো থাকুন । আপনার সময় গুলো সুন্দর কাটুক।

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৪২

শেরজা তপন বলেছেন: আমি চেষ্টা করি কিন্তু ফের এডিটিং করতে জান যায়!!!
কষ্ট হলেও লেখার মজাটাই আলাদা।

তবে উপকারি পোস্টের জন্য ধন্যবাদ সাজ্জাত ভাই

০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি অবশ্য সব ধরনের মন্তব্য এমন কি ব্লগের পোস্ট পর্যন্ত করি। মুখে মুখে বলি। কারণ আমার হাতে অত সময় নেই । কম্পিউটারে বসার মতো। আমি কামলা দিয়ে খাই । আমার অত সময় কোথায়। এই গুগল বোর্ড এর ভয়েস টাইপিং ই আমার একমাত্র ভরসা।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সব সময়।

২| ৩০ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৪৩

নজসু বলেছেন:



দারুণ।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সব সময়।

৩| ৩০ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৪০

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: মজার তো !

০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আসলে অনেক মজা।

৪| ৩০ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৪৯

জগতারন বলেছেন:
আমি গতকালই মুখে বলে বাংলায় টাইপ করে একটি প্রবন্ধ রচনা করেছি। সেটি এখন আমার ব্লগে আছে। এ-ই প্রথম আমার নতুন নিকে ৩/৪ বছর পরে অইচ্ছা সত্ত্বেও আবার 'সামু'-তে একটি ব্লগ লিখিলাম। কিন্তু দুঃখের বিষয় সেটিকে প্রথম পাতায় আনতে পারলাম না। আমি তো মনে হয় 'সামু'-তে ব্লগ লিখাই ভুলে গেছি। কেউ দয়া করে আমাকে জানাবেন সে ব্লগটি কী ভাবে প্রথম পাতায় নিতে হয়?

আমার ব্লগে গিয়ে সেই প্রবন্ধটি সকল পাঠক/ পাঠীকাকে পড়ে মন্তব্য করার আমন্ত্র জানান হলো। উৎসাহ পেলে আরও অনেক কিছু
যেমন; আমার পেশাগত কাজের (আকাশ বিদ্যা) অভিজ্ঞতা নিয়ে লিখার ইচ্ছা আছে।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অভিনন্দন।

৫| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০২

নেওয়াজ আলি বলেছেন: উপকারি পোস্ট

০২ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন সব সময়।

৬| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৮

অশ্রুকারিগর বলেছেন: ধন্যবাদ। এন্ড্রয়েডের শুরু থেকেই রিদমিক কি বোর্ডের ফোনেটিকে অভ্যস্ত হয়ে গেছিলাম। জিবোর্ড ব্যবহার করাই হয়নাই। ভয়েস স্পিচ দিয়ে টাইপ করায় অভ্যস্ত হতে হবে। টেকনোলজি আপডেট হচ্ছে আর আমি এখনো বাটন চেপে টাইপ করব!

০২ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি মন্তব্য।
আপনাকে অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন সব সময়।

৭| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: আমি আঙ্গুল দিয়েই টাইপ করতে ভালো লাগে ।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ফেসবুক দেখা , পত্রিকা পড়া এ জাতীয় কাজ আমি মোবাইল দিয়ে করি। তাই এখানে মন্তব্য করতে বা কিছু লিখতে ভয়েস টাইপিং এর বিকল্প দেখি না।

৮| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২৩

আমি সাজিদ বলেছেন: প্রযুক্তির উৎকর্ষে ভয় পাচ্ছি।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভয়কে জয় করে নিতে হবে।

৯| ৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৯

চাঁদগাজী বলেছেন:


ভালো ধারণা, বাংলায় 'ভয়েস রিকোগনিশন'এর উপর কাজ চলছে নিশ্চয়।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রযুক্তি অনেক দূর এগিয়ে গেছে । এটা ভাবতে ভালই লাগছে।

১০| ৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ইউটিউবে দেখেছি কিছু দিন আগে।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটার বহুল প্রচার দরকার।

১১| ৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৭

আখেনাটেন বলেছেন: ভালো পোস্ট......তবে এডিটের ঝামেলা.....

০২ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: একটু ঝামেলা বাদ দিলে যাদের সময় কম তাদের জন্য এটা খুবই উপকারী।

১২| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩০

অনল চৌধুরী বলেছেন: ডেস্কটপে কি সম্ভব?

০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার নিজের ধারণা এটা কেবলমাত্র অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমেই সম্ভব। ডেক্সটপে যদি এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকে সেই ক্ষেত্রে সম্ভব হতে পারে।

আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

১৩| ৩১ শে আগস্ট, ২০২০ সকাল ১১:২৯

রাজীব নুর বলেছেন: কথা বলে টাইপ করতে হবে কেন? আমার তো হাত আছে।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার হাত থাকলেও সময় নেই। এ জন্য মুখে বলে টাইপ করি।

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৯

খায়রুল আহসান বলেছেন: যে সিস্টেমে একবার অভ্যস্ত হয়ে যাই, সেটা থেকে সরে যেতে অনীহা থাকে, যদিও জানি বিজ্ঞানের নিত্যনতুন উৎকর্ষতার সাথে মানিয়ে নিতে না পারলে জীবন একসময় অচল হয়ে পড়বে।
এ বিষয়টি সম্পর্কে করুণাধারার একটি পোস্টে সর্বপ্রথম জেনেছিলাম। তা সত্ত্বেও এ পথে আর আগাই নি। তবে এখন আর বেশি দেরি না করে এটা সেলফোনে ইনস্টল করে নেব বলে ভাবছি।
আপনার এ পোস্ট পড়ে অনেকে তা করবেন বলে আশা করি। পোস্টের জন্য ধন্যবাদ।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
স্যার, আমার খুবই ভালো লাগছে যে আপনি অন্তত অনুপ্রাণিত হয়েছেন । আসলেই টেকনোলজি আমাদের জীবনকে সহজ করে দেয়।

এই যে আমি আপনার মন্তব্যের জবাব দিচ্ছি সেটাও কিন্তু আমি মুখে মুখে দিচ্ছি। আর আমার সেলফোনটি এটাকে টাইপ করে নিচ্ছে । তবে আমি আরেকবার দেখে দাড়ি কমা দিয়ে দিব।

আপনি ভালো থাকবেন । আপনার প্রতি আমার সীমাহীন কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.