নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে এসে বিপাকে পড়েছেন প্রবাসী শ্রমিকরা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৬

পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এখন থেকে বাংলাদেশের কোন নাগরিক আর মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না গতকাল মালয়েশিয়ার সরকার এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।


মালয়েশিয়ান সরকারের এই সিদ্ধান্তের ফলে সব চেয়ে বিপাকে পড়েছে গত ফেব্রুয়ারি মার্চে যারা ছুটিতে বাংলাদেশে এসেছে সেই সমস্ত প্রবাসী শ্রমিকরা। কেননা তাদের অনেকেরই মালয়েশিয়ায় প্রবেশ করার জন্য ভিসার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং মালয়েশিয়া সরকার কবে এই নিষেধাজ্ঞা তুলে নেবে তা স্পষ্ট নয় । তাদের দীর্ঘ মেয়াদী অনুপস্থিতির কারণে তারা যে সমস্ত কারখানায় চাকরি করতো সেই কারখানায় তাদের চাকরি আছে কিনা সেই ব্যাপারটি ভয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে।


করোনাভাইরাস মহামারির ধাক্কা সামলাতে মালয়েশিয়ার প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশসহ ৯টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার মালয়েশিয়ার সরকার বলেছে, যে সব দেশে এখন পর্যন্ত দেড় লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে; সেসব দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

দেশটিতে বিদেশ ফেরতদের মাধ্যমে করোনাভাইরাসের বিস্তার বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।

মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার এ তালিকায় যুক্ত করা হয়েছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব এবং রাশিয়া।


আগামী ৭ সেপ্টেম্বর থেকে এসব দেশের নাগরিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না। এর আগে মঙ্গলবার ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং ভারতের নাগরিকদের বিরুদ্ধে একই ধরনের প্রবেশ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় মালয়েশিয়া।

বিদেশি নাগরিকদের নিষিদ্ধের এ তালিকা আরো বঢ় হতে পারে উল্লেখ করে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, আমরা উচ্চ-ঝুঁকিপূর্ণ দেশগুলোর নাগরিকদের আমাদের দেশে প্রবেশের অনুমতি দেব না।

তিনি বলেন, জরুরি পরিস্থিতিতে এবং দ্বিপাক্ষিক সরকার সম্পর্কিত বিষয়ে নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এ জন্য অভিবাসন বিভাগের অনুমতির দরকার হবে।

দীর্ঘমেয়াদি অভিবাসন পাস হোল্ডার যেমন- স্থায়ী বাসিন্দা, মালয়েশীয় নাগরিকদের বিদেশি স্বামী বা স্ত্রী এবং সরকারের বিশেষ ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ প্রবাসী কর্মসূচির আওতায় যারা আছেন; তারাও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবেন।

করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর গত মার্চে সীমান্ত বন্ধ করে দেয় মালয়েশিয়া। কিন্তু জুলাই মাসে দীর্ঘমেয়াদি অভিবাসন পাস হোল্ডারদের জন্য বিধি-নিষেধ শিথিল করে দেশটির সরকার।

মালয়েশিয়ায় এখন পর্যন্ত ৯ হাজার ৩৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১২৮ জন।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩১

জুন বলেছেন: আপনি তো আসতে চেয়েছিলেন , এসেছেন কি ?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আসার কোন সুযোগ নেই।
কেননা বিমান চলাচল বন্ধ ।
মাঝে মাঝে দুই একটা স্পেশাল ফ্লাইট চলতো। তবে সেগুলো সবার জন্য নয়।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:


গুরুতত্বপুর্ণ তথ্য সম্বলিত লেখাটি প্রকাশের জন্য ধন্যবাদ।
পোষ্টটি প্রিয়তে গেল ।
শুভেচ্ছা রইল

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, আপনার মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ।
ভালো থাকবেন সব সময়।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৯

রামিসা রোজা বলেছেন:
মালয়েশিয়া সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
আমরা মানি আর নাই মানি , কিছু সংখ্যক প্রবাসীদের
জন্য আজ আমাদের দেশ করোনা ভাইরাসের সম্মুখীন ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তারা অবশ্যই তাদের দেশের স্বার্থকে বড় করে দেখে থাকবে। এবং তারা করোনা ভাইরাসকে যথেষ্ট সতর্কতার সঙ্গে মোকাবেলা করেছে।
তাদের পরিসংখ্যান দেখুন। মাত্র 128 জন মারা গেছে এবং আক্রান্ত সংখ্যা এখনো 10 হাজারের নিচে আছে।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: বর্তমান বিশ্বে উদ্ভূত পরিস্থিতি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। বহু মানুষের রুটি-রোজগার এখন ভয়ানক সমস্যার মুখে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি খুবই সত্যি কথা বলেছেন।
আসলেই মানুষ আজ দিশেহারা হয়ে গেছে।
রুটি রোজগার কি যে হবে।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: বড় ভাই এই বিপদের মধ্যে আছে বহু প্রবাসী। বিশেষ করে ইটালী, সৌদি আর কাতারের প্রবাসীরা।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি তাদেরকে নিয়ে একটা পোষ্ট দিন ।
তাদের কথাও জানা দরকার।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩১

যায়েদ আল হাসান বলেছেন: এই প্রথম বাংলাদেশ, আমেরিকা ও যুক্তরাজ্য - এক কাতারে দাড়াতে দেখলাম। মন্দের ভালো আর কি।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিকই বলেছেন।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৯

চাঁদগাজী বলেছেন:


ভয়ংকর এক আঘাত। ওরা নিয়ম করতে পারতো, শ্রমিকদের জন্য ২ সপ্তাহের কোয়ারেন্টিন।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়াতে স্থানীয়ভাবে সংক্রমনের সংখ্যা এখন প্রায় শূন্যের কোঠায়। মাঝে মাঝে শূন্যের ঘরে অবস্থান করে। কিন্তু বিশেষ ফ্লাইটে দেশের বাইরে থেকে যারা আসে তাদের মাঝে অনেক সংক্রমণ পাওয়া যায় । তাই হয়তো তারা এই ব্যবস্থা নিয়েছে।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:


চাকুরীরত গরীব শ্রমিকদের এভাবে ঠেলে বাইরে ফেলে না দিয়ে কোয়ারেন্টিন করলে মানবতার কাজ হতো।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এশিয়া ও আফ্রিকার কোন দেশ থেকে মানবতা আশা করা যায় না।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৭

নেওয়াজ আলি বলেছেন: জনগুরুত্বপূর্ণ পোষ্ট ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনি কেমন আছেন? মহান আল্লাহ সুবহানাতায়ালা আপনাকে হেফাজত করুন।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:




মালয়েশিয়ার মতো এতো যন্ত্রনাদায়ক ভিসা ব্যবস্থা পৃথিবীর আর কোনো দেশে আছে বলে আমার জানা নেই।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৩

জাহিদ হাসান বলেছেন: :(( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.