নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

যে প্রশ্নের উত্তর কেউ জানে না।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১০



আমাদের জীবনে অনেক প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তর কেউই জানেন না।

অনেক অনেক আগে এক গ্রামে এক মেধাবী ছাত্র বসবাস করত। সে খুবই কৃতিত্বের সাথে গ্রামের স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে শহরে গিয়ে উচ্চমাধ্যমিক ও বিএ পাশ করে গ্রামে ফিরে আসলো ।

গ্রামবাসীরা জানতে পারল, সে অনেক পড়াশোনা করেছে । সে অনেক কিছু জানে। সবাই তাকে খুবই সমীহ করে চলতে লাগল ও তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল।

সেই গ্রামে আরো একটি ছেলে ছিল। সে পড়াশোনায় খুব একটা ভালো ছিল না । কোন রকমে নাইন পর্যন্ত পড়াশোনা করে ক্ষান্ত দিয়েছিল।

কিন্তু সে বিএ পাস যুবকের প্রতি হিংসা অনুভব করতে লাগলো। তাই এলাকার শীর্ষ স্থানীয় মুরুব্বিদের কে সে বলতে লাগল, বিএ পাস আসলে পড়াশোনা তেমন কিছুই জানে না । বিএ পাস কেবলই নামে। আপনারা চাইলে আমরা তার একটা পরীক্ষা নিয়ে দেখতে পারি।

একটি নির্ধারিত দিনে গ্রামবাসীরা জড়ো হলো। তখন নাইন পাস যুবক বলল, আমি ওনাকে প্রথমে একটি প্রশ্ন করবো। উনি যদি তার সঠিক জবাব দিতে পারে তাহলে আমরা মেনে নেব যে সে আসলেই বিএ পাস।

যুবকটি প্রথম প্রশ্নটি করলো।

আচ্ছা আপনি তো বিএ পাশ করে এসেছেন । বলুন তো, I don't know এর বাংলা কী?

বিএ পাস যুবক মনে করেছিল না জানি কি কঠিন প্রশ্ন করবে। কিন্তু প্রশ্ন শুনে সে ভাবলো, এটা তো খুবই সোজা ।

সে উত্তর দিল ,

আমি জানি না।

সমবেত গ্রামবাসীকে উদ্দেশ্য নাইন পাস যুবক বলল, আপনারা দেখেছেন সে নাকি বিএ পাস করেছে। এই তার বিএ পাসের নমুনা ! আমার মত সামান্য একটা নাইন পাস যুবকের প্রশ্নের উত্তর সে জানে না। সে বি এ পাস করলো কি করে? সে আসলে কিছুই জানে না ।


আমার প্রথম প্রশ্নের উত্তরই তো সে দিতে পারেনি ।

তাই তাকে প্রশ্ন করে কোন লাভ নাই।

আপনারা অন্য কেউ তাকে আমার এই প্রশ্নটিই আরেক বার করে দেখুন।

গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরুব্বী তাকে প্রশ্ন করলেন, আচ্ছা বাবা, বলতো I don't know এর বাংলা কী?

বিয়ের পর যুবক আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল ,

আমি জানি না।

খালি বিদ্যা থাকলেই হবে না সেটা প্রয়োগের কৌশল ও জানতে হবে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:


৯ম শ্রেনীর লোকটি আরেকটা ইংরেজী অনুবাদের প্রশ্ন করতে পারতেন:

"I really did not complete the BA program."

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন। এরকমটা অনেকেই করে । আমরা চালাক জাতি। চালাকি করতে আমরা পছন্দ করি।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। খুব ইন্টেলিজেন্ট শিরোনাম- আসলেই, এটার বঙ্গানুবাদ আমাকে করতে দিলে আমিও বলতাম - আমি জানি না :)

একজন বিখ্যাত ইন্ডিয়ান রাইটারের একটা গল্প আছে এ নিয়ে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই চমৎকার মন্তব্য করেছেন।
কিন্তু সেই ইন্ডিয়ান বিখ্যাত রাইটারের গল্পটা বললে আমার মনে হয় আমরা সবাই উপভোগ করতে পারতাম ।
দাবি রেখে দিলাম।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৯

সাগর শরীফ বলেছেন: এই প্রশ্নের উত্তর দিয়ে কোনভাবেই প্রশ্ন কর্তার মন ভরানো সম্ভব?

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই জাতীয় প্রশ্নের ফাঁদে পড়ে গেলে আসলেই কঠিন সমস্যা। এরকম প্রশ্ন আরো দুই একটা খুঁজলে পাওয়া যাবে।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: হাস্যকর লাগলো। যদিও দুঃখজনক ঘটনা।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সমবেদনা জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
ভাল থাকবেন ঢাকা শহরে।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:




কমপক্ষে হাজারবার শোনা পুরান গল্প। মজা পাওয়া গেলো না।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটাই তো বাস্তবতা ।
কেউ হাজার বার শুনেছেন।
কেউ আবার একবারও শোনেনি।
মজাটা এখানেই।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৮

নাসরিন ইসলাম বলেছেন: বিদ্যা এবং বুদ্ধির সমন্বয় যে খুবই জরুরী এ গল্পটি আবার তা-ই জানান দিল।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি অত্যন্ত চমৎকার একটি মন্তব্য করেছেন ।
খুবই ভালো লাগলো
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.