নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

তিন ঘণ্টার বৃষ্টিতে কুয়ালালামপুর ডুবে একাকার।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৩

আজ বিকালের দিকে রাজধানী কুয়ালালামপুর ও আশেপাশের এলাকায় একটানা অনেক বৃষ্টি হয়েছে । মোটামুটি তিন ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে এটা ধরে নেওয়া যেতে পারে।

আজকের বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকাই ডুবে গিয়েছিল। অনেক ভবনের নিচতলায় পানি ঢুকে পড়েছিল। অনেক রাস্তায় দেখা গেছে পানিতে গাড়ি পর্যন্ত তলিয়ে যাচ্ছে।




তবে আশার কথা হচ্ছে প্রচুর পরিমাণে পানি জমলে ও এই পানি বেশিক্ষণ থাকেনি। কেননা এখানকার ড্রেনেজ ব্যবস্থাপনা খুবই ভালো। এরা নিয়মিত ড্রেন থেকে ধুলাবালি সংগ্রহ করে এমনকি সামান্য পাতাটি পর্যন্ত থাকতে দেয় না।




আজ দেখলাম এখানে বসবাসরত অনেকেই ফেসবুকে পোস্ট দিচ্ছে । সাথে লিখে দিচ্ছে ঢাকা পানিতে ডুবে গেলে তো সবাই খুবই আবোল তাবোল প্রলাপ বকে।

এবার দেখলেন তো কুয়ালালামপুর ও বৃষ্টির পানিতে তলিয়ে যায়।










মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৯

আমি সাজিদ বলেছেন: এই স্ট্যাটাসগুলো নিয়ে আপনার মতামত জানা যাবে?

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার মতামত তো দেওয়াই আছে।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৯

খায়রুল আহসান বলেছেন: বিষুবরেখার আশে পাশের দেশগুলোতে সারাবছর ধরে প্রতিদিনই কিছু না কিছু বৃষ্টি হয়, কিন্তু এরকম মুষলধারায় বৃষ্টি সাধারণতঃ হয় না। তবে পয়ঃনিষ্কাশণ ব্যবস্থা ভাল হলে এতে কোন দীর্ঘস্থায়ী সমস্যা হয় না। কয়েক ঘন্টার ব্যবধানেই সব পানি প্রবাহিত হয়ে চলে যায়, যেমনটি আপনি বলেছেন।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি সঠিক বলেছেন, স্যার।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদও কৃতজ্ঞতা।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০০

নেওয়াজ আলি বলেছেন: এরাও বৃষ্টিতে ডুবে যায় । হায় হায়

১১ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যায়।
তবে বৃষ্টি শেষ হবার পর পরই পানি কোথায় যে চলে গেছে কেউ জানে না।
আশ্চর্য!

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:



রাজধানীর মাঝ দিয়ে খালা আছে?

১১ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এদের ড্রেনেজ ব্যবস্থাপনা খুবই ভালো। এই সব নিয়মিত পরিস্কার করা হয়।
পরিস্কার করেন আবার আমাদের বাংলাদেশের মানুষজনই।
খুব সকালে হাটতে বের হলে দেখবেন লাল টি শার্ট পরা লোকরা রাস্তা আর নর্দমা পরিস্কার করছে।
বেশী ব্যস্ত না থাকলে তাদের সাথে কথাও বলা যায়

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৫৩

রাজীব নুর বলেছেন: হায় হায় এতো দেখি ঢাকার মতো অবস্থা!!!!

১১ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বৃষ্টি শেষ হবার পর পরই পানি কোথায় যে চলে গেছে কেউ জানে না।
আশ্চর্য!
গতকালের বৃষ্টিটা ছিল অনেক বেশী মাত্রার। মনে হচ্ছিল আকাশ থেকে কেউ ড্রাম ভরে ভরে পানি ঢেলে দিচ্ছে।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:৩৭

অনল চৌধুরী বলেছেন: আপনার এলাকায় বাথরুম ও রান্নার ব্যবস্থাসহ একটা আধুনিক সুযোগ-সুবিধাসহ কক্ষের মাসে ভাড়া কতো?
৪০০ RM এর হবে?

১১ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার এলাকায় আপনি যদি আসবাব ছাড়া নেন তাহলে RM 1800 থেকে RM 2,000 (৯৫০ বর্গফুট) এর ভেতর নিতে পারবেন। তবে আসবাবপত্র সহ নিলে এই অংক ২৫০০ পার হয়ে যাবে।
এর পর আছে ইউটিলি বিল। সেটার তো কোন সীমা নেই।

করোনাকালে বিদ্যুতের বিল কম আসে। কিন্তু টিভি, ইন্টারনেট, টেলিফোন ইত্যাদির বিল তো আর কম নিচ্ছে না।

না । আর এম ৪০০ তে কিছু হবে না। বড় জোর হিসাব করে খরচ করলে ইউিটিলিটি বিল হতে পারে।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৭

অনল চৌধুরী বলেছেন: একজনের জন্য ২০০০ বর্গফুট লাগবে না। ৩০০-৪০০ ব: ফু হলেই হবে।
অনলাইনে দেখলাম, এরচেয়ে কম ভাড়াতেও সেলাঙ্গরে এক রুম পাওয়া যায়। মুল শহরে পাওয়া যায় কিনা জানতে চাচ্ছিলাম।

১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কুয়ালালামপুরে মান সম্মত বাসা অত কমে পাবেন বলে আমার জানা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.