নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

অভাজনের নিবেদন

৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৬



গত মাসে হঠাৎ করেই অসুস্থ পরায় আমি ব্লগে আসতে পারিনি। সময়টা বেশ দীর্ঘই বলা চলে। আমি এখন ফেসবুক ব্যবহার করাও ছেড়ে দিয়েছি। তবে কথা বলার জন্য মেসেঞ্জারটি চালু আছে। সেখানে ঢাকার নগর বাউল ব্লগার জনাব রাজিব নূর খান সাহেব জানালেন আমাকে নিয়ে প্রবাসী মুক্তিযোদ্ধা ব্লগার জনাব চাঁদগাজী মহোদয় আমাকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন।
তখন আমি ব্লগে প্রবেশ করার চেষ্টা করলাম। কিন্তু কোন অজ্ঞাত কারণে লগ ইন করতে ব্যর্থ হলাম।
সে যাই হোক অন্য এক জন ব্লগারের নিকে উনাকে মন্তব্য করতে সক্ষম হলাম।

শ্রদ্ধাভাজন মুক্তিযোদ্ধা ব্লগার চাঁদগাজী মহোদয় ( উনার আসল নাম জানতে ইচ্ছে করলেও জানা সম্ভব নয়) আমাকে নিয়ে পোস্ট দিয়েছেন দেখে আমি আবেগআপ্লুত।

উনি উদার মানুষ। তাই আমাকে উনি ওই ভাবে বিশ্লেষণ করেছেন। আমি অতটা গুণী বা তেমন কেউ নই।তারপরও উনার দেয়া বক্তব্য পড়ে আমি বাকরুদ্ধ।

আমি বিগত নভেম্বর মাসের ২০ তারিখে প্রবল জ্বরে আক্রান্ত হই। সেই দিন বিকেল বেলা আমি প্রচন্ড শীত অনুভব করতে শুরু করি। প্রচন্ড শীত আর সেই সাথে কাপুনী দিয়ে জ্বর। আমি প্রচন্ড রকম ভয় পেয়ে গেলাম। এক দিন পর দেখলাম আমার মাঝে কভিড এর বেশ কিছু সিম্পটম মিলে যাচ্ছে।
মালয়েশিয়া গরমের দেশ। এখন বর্ষাকাল । বন্যা হচ্ছে অনেক প্রদেশে। তারপরও কুয়ালালামপুরে গরমের কমতি নেই।



এপ্রিলের প্রথম দিকে নিউইয়র্কে আমার সহপাঠী শাহানা আহমেদ তালুকদার কভিডে- ১৯এর শিকার হন। তিনি বেঁচে থাকতে পারেননি। তার সাথে আমার খুব ভালো যোগাযোগ ছিল। তাকে নিয়ে প্রথম আলোতে ফিচার প্রকাশিত হয়েছিল।
আমার খুব ভয় লাগছিল আমি মারা গেলে আমার সন্তানদের কি হবে? নিজেকে নিয়ে, মৃত্যুকে নিয়ে ভাবার এটাই কারণ।

বাংলাদেশে আমার পরিচিত ডাক্তার আছেন। তাদের কাছ থেকে ওষুধের নাম নিয়ে এখানকার কোতারায় অবস্থিত বাংলা দোকান থেকে সেগুলো এক জনকে দিয়ে কিনানোর ব্যবস্থা করলাম। সেই গুলো সেবন করলাম।এখানে কভিড টেস্ট বিদেশীদের জন্য অনেক ব্যয়বহুল। এছাড়া আমি মোটেই ঘরের বাইরে যেতে চাচ্ছিলাম না।

সেই যাই হোক। জ্বর সেরে গেলেও আরো কিছু লক্ষণ বহাল থাকলো। ওষুধ সেবন চালিয়ে গেলাম।

১৪ দিনের শেষে একটি ক্লিনিকে গিয়ে টেস্ট করালাম। এখানে প্রবাসীদে কভিড টেস্ট খুব খরচ সাপেক্ষ। আমার বাংলাদেশী টাকায় ১০ হাজার এর মতো খরচ হয়েছে।
রিপোর্ট পেলাম নেগেটিভ। ১৬ দিন পরে কাজে যোগদান করি। কাজের প্রচুর চাপ। আমার কাজ তো আর অন্য কেউ করে দিবে না। সেই কাজের চাপ সামলে উঠার চেষ্টা করছি। শরীরটা আগের মতো আর সাপোর্ট দিচ্ছে না। খুব আতংক অনুভব করি।

এখনো আমি পুরোপুরি সুস্থ নই। শরীর খুবই দুর্বল।

মালয়েশিয়ার কভিড ১৯ পরিস্থিতি এখন খুবই খারাপ। মার্চের চেয়ে এখন রোগী হয় ৫/৬ গুণ। গতকাল ও নতুন রোগী সনাক্ত হয়েছে ১৯২৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪৫৭ জন মানুষ। সামনে যে কি হবে বলা মুশকিল।

লক ডাউন এখন আর আগের মতো নেই। তবে দোকানপাট, অফিস আদালত, কলকারখান সবই এখন খোলা । সবাই ঘরের বাইরে অবাধে চলছে। আগের মতো পুলিশ এর তৎপরতাও নেই। মানুষ জন এই কারণে সংক্রমণও বাড়ছে।

যারা আমাকে নিয়ে জনাব চাদগাজীর পোস্টে মন্তব্য করেছেন তাদের প্রতি আমার সীমাহীন কৃতজ্ঞতা প্রকাশ করছি।

১। রানার ব্লগ
২। কাজী ফাতেমা ছবি
৩।মোঃ মাইদুল সরকার
৪।ফটিকলাল
৫।মেহেদি_হাসান.
৬।আমি সাজিদ
৭।রাজীব নুর
৮।নজসু
৯।মিরোরডডল
১০।সামছুল মালয়েশিয়া প্রবাসী
১১।নুরুলইসলা০৬০৪
১২।সোহানী
১৩।স্বামী বিশুদ্ধানন্দ
১৪।নতুন নকিব
১৫।তারেক ফাহিম


আগের মতো ভালো অনুভব করি না। পুরোপুরি সুস্থ হলে আবার পোস্ট দিব। সামহোয়্যার ইনকে খুব মিস করি। আমি লেখক হিসাবে ভালো নই। তবে আমি পড়তে পছন্দ করি। পাঠক হিসেবে আমি মন্দ না।

সবাই ভালো থাকবেন। সবাই সুস্থ থাকবেন। শুভ ব্লগিং।


মন্তব্য ৫১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২২

নতুন নকিব বলেছেন:



আপনাকে ব্লগে না পেয়ে আমরা চিন্তিত ছিলাম। আপনি সুস্থ হয়েছেন জেনে ভালো লাগছে। আল্লাহ তাআ'লার শুকরিয়া। পুরোপুরি সুস্থ হওয়ার জন্য নিয়ম মেনে চলুন।

অনেক ভালো থাকুন, প্রার্থনা সবসময়।

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার পরিশ্রমই পোস্টগুলো অনেক দিন যাবত পড়তে পারিনি ।
এটা একটা বিরাট ক্ষতি আমার জন্য ।
ভালো থাকবেন ‌
আপনার প্রতি আমার সীমাহীন কৃতজ্ঞতা।

২| ৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: রোগের সাথে দীর্ঘ সংগ্রামের কথা শুনে মর্মাহত।ভাল হয়ে উঠছেন এটা খুশির খবর।সাবধানে থাকবেন।

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মাইক্রো অর্গানিজম এর যন্ত্রনায় পৃথিবীতে সুস্থভাবে বাঁচার সুযোগ খুবই কম।
কার উপর আরেক নিদারুণ অসুখ পৃথিবীতে আছে সেটা হচ্ছেন ডায়াবেটিস।

আমাদের জীবনের বেশির ভাগ সময়টাই যায় নানান ধরনের রোগে ভোগে । আর দুশ্চিন্তায় ভুগতে ভুগতে।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ । সীমাহীন কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি ভালো থাকবেন সব সময়।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৩

তারেক ফাহিম বলেছেন: আলহামদুলিল্লাহ।

আপনি সুস্থ্য আছেন জেনে ভালো লাগছে।

ব্যস্ততা শেষে আবারও ব্লগে ফিরবেন আশা করছি।

আপনার সুস্বাস্থ্য ও দির্ঘায়ু কামনা করছি।

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ । সীমাহীন কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি ভালো থাকবেন সব সময়।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদ রাখুন ফি আমানিল্লাহ

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মহান আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন।
আমিন।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ । সীমাহীন কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি ভালো থাকবেন সব সময়।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৯

আলমগীর সরকার লিটন বলেছেন: মহান আল্লাহ্ তারাতারি সুস্থতা দান করুন আমিন-------

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মহান আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সবাইকে হেদায়েত দান করুন , হেফাজত করুন এবং সুস্থ রাখুন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ । সীমাহীন কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি ভালো থাকবেন সব সময়।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৩

জুন বলেছেন: আপনি ভালো আছেন জেনে অনেক অনেক ভালোলাগলো । খুবই চিন্তিত ছিলাম কারন আপনি তো ব্লগে রেগুলার ।
রেষ্ট নেন আর প্রচুর ফল আর স্বাস্থ্যকর খাবার খান। আল্লাহ ভরষা চিন্তা করবেন না ।

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
শুভকামনা রইলো আপনার প্রতি।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ । সীমাহীন কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি ভালো থাকবেন সব সময়।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২৪

হাসান ইমরান বলেছেন:

আল্লাহর রহমতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সে আশা রইলো ।

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আলহামদুলিল্লাহ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ । সীমাহীন কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি ভালো থাকবেন সব সময়।

৮| ৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদ রাখুন । সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে আবার পুনরুদ্দমে ব্লগে লেখা শুরু করুন।

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ভালো লাগছে।


আপনাকে অনেক অনেক ধন্যবাদ । সীমাহীন কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি ভালো থাকবেন সব সময়।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৩

চাঁদগাজী বলেছেন:




আপনি খাওয়াতে ফলমুলের পরিমান বাড়িয়ে দেন, খাবারের ৫/১০ মিনিট আগে সামান্য পরিমাণ জিন্জার-আল (আধা গ্লাস ) খাবেন; পানি খান, সময় পেলে ২/৩ মাইল হাঁটুন সকাল বিকেল; আশাকরি, আপনার দুর্বলতা কমে আসবে শীঘ্রই।

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার সুগার লেভেলএরো সমস্যা আছে ।
তাই জীবন প্রায় শেষ বলা চলে।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ । সীমাহীন কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি ভালো থাকবেন সব সময়।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৪

ভুয়া মফিজ বলেছেন: পরিপূর্ণ সুস্থ্য হয়ে তাড়াতাড়ি ব্লগে ফিরেন। আপনার না পড়া অনেক লেখা জমে গিয়েছে। আর সম্ভব হলে আইসোলেশানের সময়ের অভিজ্ঞতা নিয়ে একটা পোষ্ট দিবেন।

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কঠিন সেই অভিজ্ঞতা শেয়ার না করাই ভালো।
যাদের প্রাচুর্য আছে নিজস্ব বাড়ি আছে তারা শেয়ার করলে ভালো লাগবে।

গরিব মানুষদের আইসোলেশনে থাকাটা খুব একটা সহজ ব্যাপার নয়।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ । সীমাহীন কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি ভালো থাকবেন সব সময়।

১১| ৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৭

নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ ভালো রেখেছেন এইটাই সুসংসবাদ। নিরাপদে থাকবেন। যেহেতু পড়ার অভ্যাস আছে অবসরে ভালো বই পড়ুন

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আলহামদুলিল্লাহ।


আপনাকে অনেক অনেক ধন্যবাদ । সীমাহীন কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি ভালো থাকবেন সব সময়।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৩

ঢাবিয়ান বলেছেন: আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছেন। মালয়েশিয়ার অবস্থা দেখছি পুরাই বাংলাদেশ!!

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আলহামদুলিল্লাহ।

আমারর নিজের ধারণা, এরা এক সময় কাজ করতে ভিয়েতনাম কম্বোডিয়া লাউস ইত্যাদি দেশে যাবে ।
এখানে কাজ করতে আসবে কেবল বাংলাদেশের কিছু মানুষ।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ । সীমাহীন কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি ভালো থাকবেন সব সময়।

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: শ্রদ্ধ্যেয় চাঁদগাজীর সাথে তাল মিলিয়ে বলতে চাই- খাওয়া দাওয়া বাড়িয়ে দিতে হবে। শরীর দুর্বল মানে। আপনি সঠিক খাওয়া দাওয়া করছেন না।
আরেহ ভাই টাকা পয়সা খরচ করার জন্যই। জমিয়ে রাখার জন্য না। কথা একটাই ফ্রিজ কখন খালি হতে দিবেন না। খাবার দিয়ে ফ্রিজ সব সময় ভরা খাবেন।

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি দরিদ্র মানুষ কিন্তু প্রতি সপ্তাহে বাজার করি প্রায় ১০০০ রিংগিত এর।



আপনাকে অনেক অনেক ধন্যবাদ । সীমাহীন কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি ভালো থাকবেন সব সময়।

৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খাওয়া দাওয়া বাড়িয়ে দিলে সুগার লেভেল শা শা করে উপরে উঠে যাবে!
জন্মসূত্রে সুগারগুণ পেয়েছি।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৫

মেহেদি_হাসান. বলেছেন: আপনি ব্লগে ফিরে এসেছেন দেখে খুব ভালো লাগছে স্যার আপনি ব্লগের নিয়মিত ব্লগার তাই আপনি না থাকলে ভালো লাগেনা। আপানার অসুস্থতার কথা শুনে খারাপ লাগছে আপনাকে মহান আল্লাহ তারাতাড়ি সুস্থতা দান করুক। আপনার জন্যে শুভকামনা জলদি ব্লগে ফিরে আসুন।

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ সুন্দর মন্তব্যের জন্য আপনার প্রতি ভালো লাগা রইলো। শুভ কামনা রইল।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ । সীমাহীন কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি ভালো থাকবেন সব সময়।

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুস্থ হোন, আবার নিয়মিত ব্লগে আসবেন এই কামনা।

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার মন্তব্যের জন্য শুভকামনা।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ । সীমাহীন কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি ভালো থাকবেন সব সময়।

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫১

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: প্রিয় ভাই ভালো আছেন জেনে খুবই ভালো লাগলো।প্রতিদিন আপনার পোষ্টের অপেক্ষায় থাকি মালয়েশিয়ার সম্পর্কে নতুন নতুন কিছু জানতে পারি।আর করোনা টেস্ট এত টাকা তো লাগার কথা নয় আমাদের কাজাং এখানে ৫০ থেকে ১০০ রিঙ্গিত এর মধ্যে সবাই টেস্ট করতে পারতেছে।।।

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি ভাগ্যবান তাই কম টাকায় টেস্ট করাতে পেরেছেন জেনে খুবই ভালো লাগছে।

আমি আসলে এতটা ভাগ্যবান নই । তাই আমার কষ্টাজিত টাকার একটা বিরাট অংশ খরচ হয়ে যাচ্ছে টেস্ট ইত্যাদি কাজে ‌

আমি টেস্ট করিয়েছি গ্লেনঈগলস কুয়ালালামপুরে। আম্পাং পুতেরি হসপিটালেও প্রায় একই রকম খরচ । তবে সেখানে 100 টাকা মতো কম খরচ হয়।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ । সীমাহীন কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি ভালো থাকবেন সব সময়।

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: খুবই ভালো লাগলো প্রিয় সাজ্জাদ ভাই আপনার ফিরে আসা দেখে। এখন একটু বেশি ফলমুল খেয়ে আরো দ্রুত শরীর ও মনে বল পান। আগের মতোই মালয়েশিয়ার খবরাখবর দিয়ে আমাদেরকে সমৃ‌দ্ধ করুন।
শুভেচ্ছা জানবেন।

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দাদা, বলতে পারেন প্রায় আধামরা হয়ে গেছি।
এখন আর আগের মতো হাতের এবং কলমের বা মনের কোন জোর পাই না।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ । সীমাহীন কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি ভালো থাকবেন সব সময়।

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: আমিও আট/ নয় দিন প্রচন্ড দুর্বল ছিলাম। ধীরে ধীরে শরীরে‌ শক্তি ফিরে পাই। আপনি একদম দুশ্চিন্তা করবেন না। নিয়মিত খাবার খান। ফলমুল সব্জি মাছ মাংস একটু বেশি খান। শীঘ্রই সম্পূর্ণ শক্তি ফিরে পাবেন বলে আমার বিশ্বাস।
ভালোবাসা জানবেন প্রিয় সাজ্জাদ ভাই।।

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: একটা বয়সের পর বাংলাদেশের মানুষদের পক্ষে পুরোপুরি সুস্থ থাকা খুবই অসম্ভব একটি ব্যাপার।
খুব সম্ভবত এই বয়সে এসে পড়েছে।

১৯| ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩৮

সোহানী বলেছেন: আরে এটা কোন সমস্যাই নয়। আপনি ঠিক আছেন, সুস্থ্য আছেন এবং থাকবেন। দু:শ্চিন্তা করা পুরোপুরি বন্ধ করেন।

লেখক বলেছেন: একটা বয়সের পর বাংলাদেশের মানুষদের পক্ষে পুরোপুরি সুস্থ থাকা খুবই অসম্ভব একটি ব্যাপার।

এটা একদম ঠিক নয়। আমার চারপাশের সাদাদের থেকে আমরা অনেক অনেক সুস্থ্য আছি। এসব চিন্তা মাথা থেকে দূর করেন।

৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার সুন্দর মন্তব্য পড়ে দারুণভাবে অনুপ্রাণিত হলাম , আপু।

ভালো থাকবেন সব সময়।

২০| ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:২৩

কল্পদ্রুম বলেছেন: আপনার সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।

৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ । সীমাহীন কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি ভালো থাকবেন সব সময়।

২১| ৩১ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৫৬

রানার ব্লগ বলেছেন: প্রচুর শাক সবজি খান সেই সাথে আমিষ জাতিয় খাবার। দ্রুত সুস্থ হওয়ার চেস্টা করুন।

৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর পরামর্শ।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ । সীমাহীন কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি ভালো থাকবেন সব সময়।

২২| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার সুস্থতার খবর অনেক প্রশান্তি দিচ্ছে। আপনার জন্য শুভকামনা।

৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো লাগছে আপনার কথাগুলো।

পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক। সুন্দর থাকুক। সুস্থ থাকুক।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ । সীমাহীন কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি ভালো থাকবেন সব সময়।

২৩| ৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০১

ঠাকুরমাহমুদ বলেছেন:




চিন্তামুক্ত হলাম। শুভ কামনা রইলো। নতুন বছরের শুভেচ্ছা নিবেন।

৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি এক জন বড় মাপের লেখক।

আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা।
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছ।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ । সীমাহীন কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি ভালো থাকবেন সব সময়।

২৪| ৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



করোনা প্রকোপ শেষ হলে আমি মালয়েশিয়া আসবো, আমার প্রচুর ঝামেলা জমে আছে মালয়েশিয়াতে, আমি মালয়েশিয়া গেলে ওয়াংসামাজু’তে থাকি। আপনার প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা রইলো।

০১ লা জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জুন মাস পর্যন্ত পর্যটকদের জন্য মালয়েশিয়ার দরজা খোলার কোনো সম্ভাবনা নেই ।
তবে আপনি আসবেন জেনে ভালো লাগছে।

২৫| ৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৭

খায়রুল আহসান বলেছেন: একমাস আগে লেখা আপনার এ পোস্টটা পড়ার সময় মনে বেশ একটা বেদনা অনুভব করছিলাম। অসুখ বিসুখ হলে শরীরের সাথে সাথে মানুষের মন এমনিতেই দুর্বল হয়ে যায়। তার উপর বিদেশ বিভূঁই এ!
যাক, পোস্টের শেষে এসে আপনার কোভিড টেস্ট এর ফলাফল নেগেটিভ এসেছে জেনে স্বস্তি পেলাম। আশাকরি আগের চেয়ে এতদিনে অনেক সুস্থ হয়ে উঠেছেন এবং কাজের শক্তিও ফিরে পেয়েছেন।
জুন এবং চাঁদগাজী এর পরামর্শগুলো আমলে নেবেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার আপনার মুগ্ধ করা মন্তব্যের জন্য আমি কৃতজ্ঞ।
আমি বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছি।

ঔষধ এর উপরে আছি ।
আশা করছি যদি ভাগ্য ভাল থাকে খুব দ্রুতই সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ।

আপনি অনেক ভালো থাকবেন।
আপনার লেখাগুলো আজকাল মনোযোগ দিয়ে পড়ার মতো সুযোগ পাই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.