নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
নানা জল্পনার শেষে আজ ১২ জানুয়ারি ২০২১ মালয়েশিয়াতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
মন্ত্রীসভার পরামর্শক্রমে মালয়েশিয়ার রাজা আজ সারা দেশে জরুরী অবস্থা ঘোষণা করেছেন।
জরুরী অবস্থার মেয়াদকাল থাকবে ১ আগস্ট ২০২১ পর্যন্ত।
মূলত কভিড১৯ এর সংত্রমণ এড়ানোর জন্যই এই জরুরী অবস্থা। জরুরী অবস্থা চলাকালীন দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না।
গতকাল রাজা সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাত এর পর রাজা জরুরী অবস্থা জারির পক্ষে সম্মতি দেন।
( আমি অসুস্থ থাকায় পোস্ট পড়া ও পোস্ট করতে পারছি না। )
১২ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: After announcing his withdrawal of support for Perikatan Nasional today, Barisan Nasional's Padang Rengas member of parliament Datuk Seri Nazri Aziz has claimed that the current government has fallen.
The former minister also claimed the government's decision to declare a state of emergency was due to its lack of confidence in its ability to maintain a simple majority in the Dewan Rakyat.
He claimed Prime Minister Tan Sri Muhyiddin Yassin admitted defeat when he went to see the Yang di-Pertuan Agong, seeking an emergency declaration.
২| ১২ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৯
সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: তবে একে করোনা মোকাবিলার চেয়ে মুহিদ্দিনের রাজনৈতিক হাতিয়ার হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।
১৩ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার ও তাই ধারণা। তবে এটা লেখা আমার জন্য সঠিক হবে না।
৩| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:০৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আগে সুস্থহয়ে উঠুন,তার পর অন্যকিছু।
১৩ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন।
আপনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
৪| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: সুস্থহয়ে উঠুন শুভকামনা রইলো।
১৩ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে।
৫| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
এখন মনে হচ্ছে - করোনাও শেষ হবে না, মানুষও আর সাভাবিক জীবনে যাপনে যেতে পারবে না। সামনে কি আরোও বিপদ আসছে নতুন করে - উত্তর জানা নেই, এর সঠিক উত্তর সম্ভবত পৃথিবীর কেউ জানেন না।
১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়ার বর্তমান রাজনৈতিক অস্থিরতা চলছে ।
বর্তমান প্রধানমন্ত্রী র সংসদে সংখ্যাগরিষ্ঠতার নেই ।
জরুরি অবস্থা জারি করে টিকে থাকার চেষ্টা করছেন।
৬| ২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩৭
শায়মা বলেছেন: আবারও লকডাউন!!
২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এবারকার লকডাউন টা আগের চেয়ে বেশি কঠিন ।
যে সব দোকান আগে 10 টা পর্যন্ত খোলা থাকত সেগুলো এখন আটটার আগেই বন্ধ হয়ে যাচ্ছে।
রাস্তাঘাটে পুলিশ থাকে । সারা দেশে জরুরি অবস্থা চলছে । চলবে আগস্ট পর্যন্ত।
এখানকার রাজনীতির অবস্থা ও সুবিধার নয়। সরকার টিকে আছে এখন জরুরি অবস্থার উপর।
৭| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৩
শায়মা বলেছেন: লকডাউনটা নিশ্চয়ই করোনাকে কন্ট্রোল করতে পেরেছে।
২৭ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
করোনাভাইরাস এর সাথে পাল্লা দিয়ে কেউই পারছে না।
প্রতিদিনই বেড়ে যাচ্ছে রোগীর সংখ্যা।
৮| ২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৬
খায়রুল আহসান বলেছেন: এত দীর্ঘ সময়ের জন্য জরুরি অবস্থা ঘোষণা করাটা কোন ভল কথা নয়। মালয়েশিয়ার রাজনৈতিক অবস্থাটা বেশি ভাল মনে হচ্ছে না।
আপনি স্বাস্থ্যের প্রতি যত্নবান হউন। আগে ভাল হয়ে উঠুন, তারপরে হবে ব্লগিং।
এখন কেমন আছেন?
২৭ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ স্যার , কষ্ট করে পড়ে মন্তব্য করার জন্য।
জরুরি অবস্থা চলছে ।
বিধায় বাংলা ভাষায় হলেও এখানকার অবস্থাটা লেখা আসলেই বিপদজনক।
আমি অনেকটা ভালো আছি।
চিকিৎসা চলছে।
আপনিও অনেক অনেক ভালো থাকুন ।
আপনার সুস্বাস্থ্য কামনা করছি।
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন: এত লম্বা সময়??
তাহলে তো বলা যায় আমাদের দেশের অবস্থা অনেক ভালো।