নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

করোনা ভাইরাসের ভ্যাকসিন নিলেন মাহাথির দম্পতি

০৭ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২০



করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন তুন ডাঃ মাহাথির মোহামাদ যিনি মালয়েশিয়ার গণমাধ্যমে ডঃ এম ( Dr. M) নামেই সমধিক পরিচিত।

আজ রবিবার (৭ মার্চ ২০২১) সকালে তুন ডাঃ মাহাথির মোহামাদ ও তার স্ত্রী তুন ডাঃ সিতি হাসমাহ মোহামাদ আলী তাদের প্রথম ডোজ কোভিড -১৯ টি ভ্যাকসিন নিয়েছেন । প্রাক্তন এই প্রধানমন্ত্রী তাত্ক্ষণিকভাবে লোকদের টিকাদান কর্মসূচিতে সাইন আপ করার আহ্বান জানান।

৯৫ বছর বয়সী ডাঃ মাহাথিরকে কুঃ স্বাস্থ্য ক্লিনিকের ম্যাট্রোন রোজমিনি চে লাহ ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিন দিয়েছেন।

ডাঃ সিতি হাসমাহকে ল্যাংকাবি স্পোর্টস কমপ্লেক্সের ভ্যাকসিন ডিসপেনসিং সেন্টারে ক্লিনিকের প্রধান নার্স সীমি হামিজাহ মাসদার ভ্যাকসিন দিয়েছেন।

ডাঃ মাহাথির জানিয়েছেন, টিকা দেওয়ার পরে তিনি কোনও পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেননি।


"আমি কিছুতেই কিছু অনুভব করিনি, এবং ইনজেকশনটি এক মিনিটেরও বেশি সময় শেষ হয়ে গিয়েছিল। আমি কোনও মাথাব্যথা অনুভব করি না এবং আমি আশা করি কোভিড -১৯-এর লড়াইয়ের জন্য সমস্ত মালয়েশিয়ানরাই টিকা গ্রহণ করবে । এই টিকা আমাদের দেবে সুরক্ষা "। তিনি ভ্যাকসিন পাওয়ার পরে সাংবাদিকদেরকে একথা বলেন।

তিনি বলেন, ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর প্রমাণিত হওয়ায় জনগণকে এই টিকা দেওয়ার বিষয়ে কোনও সন্দেহ করা উচিত নয়।

"আমি শুনেছি কিছু লোকের ভ্যাকসিনের প্রতি আস্থা নেই এবং তারা বিশ্বাস করে যে এটি অন্যান্য রোগের কারণ হতে পারে; এটি সম্পূর্ণ সত্য নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে, ২০ মিলিয়নেরও বেশি লোককে টিকা দেওয়া হয়েছে । আমরা তাদের জব পাওয়ার পরেও সমস্যার মুখোমুখি হতে শুনিনি এমনকি প্রবীণদেরও আরামে ভ্যাকসিন দেওয়া যেতে পারে।

"এই ভ্যাকসিনটি পরীক্ষা করা হয়েছে এবং কার্যকর পাওয়া গেছে। ভ্যাকসিন জাব পেয়ে আমি কোভিড -১৯ থেকে সুরক্ষিত বোধ করি; যে কোনও জায়গায় যেতে স্বাচ্ছন্দ্য বোধ করব।

ডাঃ মাহাথির বলেন যে ভাইরাসের বিস্তার রোধে সরকার টিকাদান প্রক্রিয়াকে দ্রুততর করতে সরকারকে দ্রুত টিকা দেওয়ার জন্য সাইন আপ করতে হবে।

ল্যাংকাবী জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মনসুর ইসমাইল বলেছেন, ডাঃ মাহাথির ও ডাঃ সীতি হাসমাহ তাদের জাবের আগে যাওয়ার আগে তাদের ব্যক্তিগত চিকিৎসকরা পরীক্ষা করেছেন।

আধুনিক মালয়েশিয়ার জনক হিসেবে পরিচিত তুন ডাঃ মাহাথির দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক টানাপোড়েনের কারণে গত বছর ফেব্রুয়ারির শেষের দিকে পদত্যাগ করেন।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:




প্রবাসী শ্রমিকেরা টিকা পচ্ছে?

০৭ ই মার্চ, ২০২১ রাত ৮:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুনেছি, ২৬ মিলিয়ন মানুষ ভ্যাকসিন পাবেন।
বিদেশি শ্রমিকদের জন্য ও সুযোগ আছে।


২| ০৭ ই মার্চ, ২০২১ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:




ভ্যাকসিন তো প্রবাসীদের দিতেই হবে, না'য় করোনা থেকে যাবে দেশ; এখন পাচ্ছে?

১০ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিদেশীরা কবে পাবে জানি না।
তবে পাবে মনে হয়।

৩| ০৭ ই মার্চ, ২০২১ রাত ৮:৪৩

নেওয়াজ আলি বলেছেন: এখনো শুনি নাই মালয়শিয়ায় বাহিরের কোনো লোক টিকা নিয়েছে। ইউরোপ এবং মধ্যপাচ্যের অনেক বাংলাদেশি লোক টিকা নিয়ে ফেসবুকে পোষ্ট দিয়েছে দেখেছি

১০ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক সময় হয়তো সবাই পাবে। তবে সবাই টিকা চায় না এটাও ঠিক।

৪| ০৭ ই মার্চ, ২০২১ রাত ৯:২০

পদাতিক চৌধুরি বলেছেন: সাজ্জাদ ভাই কেমন আছেন?
মালয়েশিয়ায় কোন ভ্যাকসিনের টিকা চলছে?

১০ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দাদা, খারাপ সময় যাচ্ছে।
আমার প্রধান খাদ্য এখন ওষুধ।

৫| ০৭ ই মার্চ, ২০২১ রাত ৯:২২

পদাতিক চৌধুরি বলেছেন: ও স্যরি! আপনি উল্লেখ করেছেন ফাইজার বায়ো এনটেক।

১০ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অন্য কোম্পানীর ভ্যাকসিনও আনবে।

৬| ০৮ ই মার্চ, ২০২১ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে আরো চার কোটি টিকা আসছে। হে হে হে---

১০ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের মানুষ টিকা ছাড়াও ভালোই আছে ।

৭| ০৯ ই মার্চ, ২০২১ রাত ১:৪১

সোহানী বলেছেন: আপনি টিকা পেয়েছেন?

১০ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রেজিস্ট্রেশন করেছি।
বিদেশী নাগরিক। বিধায় কবে পাবো বলা মুশকিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.