নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

আমার তামিল সহকর্মী বলল- কোন মেয়েকে বোকা বলিও না!

০২ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩১



প্রথম মালয়েশিয়াতে আসার পর আমি যেখানে কাজ করতাম সেখানে আমার এক জন তামিল সহকর্মী ছিল।
বয়সে সে আমার চেয়ে বেশ কিছু ছোটই হবে।

তামিলদেরকে আমার কাছে হারে হারামজাদা জাতি মনে হয়। তাদের মধ্যে আমি ভালো আচরণ করে এমন মানুষ খুব একটা দেখেছি বলে মনে পরে না।

কিন্তু এই ছেলেটি খুব ভালো ছিল। তার আচার আচরণ , কথা বার্তা চালচলন আর ৮/১০ তামিলের মতো ছিল না।

আমি তাকে খুবই পছন্দ করতাম।

প্রায় প্রতি দিনই তার সাথে নানা বিষয়ে গল্প হতো।

বয়সের কারণেই সম্ভবত সে বাংলাদেশের মেয়েদের সম্পর্কে জানতে চাইতো।

আমি তাকে বলতাম- তুমি গুগুলে সার্চ করে প্রচুর বাংলাদেশী মেয়ের ছবি দেখতে পাবে। তাকে করে তুমি দুধের স্বাদ ঘোলেই মেটাতে পারবে।

সে আরো বলতো - মালয়েশিয়াতে হাজার হাজার বাংলাদেশী ছেলে আসে কাজ করতে । কিন্তু কোন মেয়েকে তো সেই ভাবে দেখা যায় না।

সে যাই হোক।

এক দিন সে কথা প্রসঙ্গে আমাকে বললো- মালয়েশিয়াতে তুমি কোন মেয়েকে বোকা/বুকা বলিও না।

আমি বললাম- কেবল মালয়েশিয়াতে কেন । আমি বাংলাদেশেও কোন মেয়েকে বোকা বলবো না।
তারা অনেক বুদ্ধিমান ও চালাক।

শুনে সে সামান্য হাসলো।

আমি তার হাসির কারণ জিজ্ঞেস করলে সে বলল- তুমি মালয় ভাষা বুঝতে পারো?
আমি বললাম- খুব একটা বুঝি না। তবে ইংরেজি হরফে লেখা হয় বলে অনেকটাই বুঝতে পারি।


সে বললো- তাহলে ঠিক আছে।
কিন্তু ভুলেও কোন মালয় মেয়েকে বোকা বলিও না।

আমি বললাম- আরে ভাই আমার ও তো আর তোমার মতো অঢেল সময় নেই । আমার আরে খেয়ে দেয়ে কোন কাজ নেই। মালয় মেয়ে কোন পৃথিবীর কোন মেয়েকেই বোকা/বুকা বলতে যাবো না।

তুমি বলতে চাইলে বলতে পারো। তাবে মার খেতে হলে সেটাও নিজ দায়িত্বে খেও! কখনো যদি তুমি কোন মেয়েকে বোকা/বুকা বলতে পার তাহলে প্রতিক্রিয়াকে আমাকে জানিও। আমি শুনার জন্য অপেক্ষায় থাকবো।

বিঃদ্রঃ মালয়ে ভাষায়ঃ Buka মানে হচ্ছে To open.
এটাকে ক্রিয়া কিংবা বিশেষণ উভয় অর্থেই ব্যবহার করা হয়।







মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪০

এস এম মামুন অর রশীদ বলেছেন: তামিলদেরকে আপনার নিকট হারে হারামজাদা মনে হয়! একজন শিক্ষিত মানুষ যদি পুরো কোনো জাতিকে এভাবে গালি দেন, তাহলে তিনি নিশ্চয়ই ভয়ানক শিক্ষিত লোক।

০২ রা এপ্রিল, ২০২১ রাত ৯:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি তামিলদের দেখতে না পারার কারণটা একটু ভিন্ন।

মালয়েশিয়াতে বাংলাদেশীদের ওপর সব চেয়ে বেশি নির্যাতন করে পুলিশ। এবং এর পরেই তামিলরা ।
তারা বাংলাদেশের মানুষদেরকে মেরে ধরে টাকা পয়সা ও সহায়-সম্বল ছিনতাই করে নিয়ে যায়।

এছাড়া বলতে গেলে তাদের বেশিরভাগেরই আচার-ব্যবহার খুব ই খারাপ ।

এই অর্থে তাদেরকে আমি হারে হারামজাদা বলেছি ।

আর আমি আসলে শিক্ষিত কেউ না । প্রবাসে কামলা দিয়ে খাই । বুঝতেই পারছেন শিক্ষাদীক্ষা একেবারেই নেই ‌ এটা আপনি অবশ্যই বুঝতে পেরেছেন‌ ।
বুঝতে পারার জন্য ধন্যবাদ।‌

ভালো থাকবেন সব সময়।

২| ০২ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:



তামিল, তেলেগু ও কানারিজ ভাষায় যারা কথা বলেন, তারা এর বাহিরে যে, আরো মানুষ আছেন, সেটা ভাবতে পারেন না।

০২ রা এপ্রিল, ২০২১ রাত ৯:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তামিলদেরকে আমার কাছে অনেক বেশি স্বার্থপর ও নির্মম মনে হয়েছে। এরা সুযোগ পেলেই প্রবাসী বাংলাদেশীদের ওপর নির্যাতন অত্যাচার করে । তাদের টাকা পয়সা সহায়-সম্বল ছিনিয়ে নেয়।

৩| ০২ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: তামিলরা হলে পৃথীবির সবথেকে নির্জাতিত জাতী গুলোর মধ্যে একটি।ভারত উপমহাদেশের সকল মুচি মেথর তামিল।আর্জরা এসে তাদের পরাজিত করে তাদের এই অবস্থা করে।সেখান থেকে তারা আজো বেরিয়ে আসতে পারে নাই।সেই খোভ আজো তাদের কুড়ে কুড়ে খায়।

০২ রা এপ্রিল, ২০২১ রাত ৯:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ব্রিটিশরা তামিলদের কে মালয়েশিয়াতে এনেছিল এখানকার ছোট কাজগুলো করতে। বিশেষ করে পাম বাগান চালু করা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের জন্য। পরবর্তীতে এরা জনসংখ্যা বৃদ্ধি করে এখানকার একটি প্রধান জনগোষ্ঠীতে পরিণত হয়েছে।

৪| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: মালোশিয়াতে তামিলদের তামিল টাইগার বলা হয়। কারন এরা খুব শক্তিশালী। এদেরকে অনেকে ভয় পায়। আদতে তামিলরা মানুষ হিসেবে ভালো হয়।

০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শ্রীলঙ্কাকে ভেঙ্গে আরেকটি তামিল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা গৃহযুদ্ধ করত তাদেরকে আসলে বলা হয় তামিল টাইগার । তাদের সংগঠনের নাম হচ্ছে এল টি টি ই। মূলত এল টি টি ই এর সশস্ত্র যোদ্ধাদের কে বলা হত তামিল টাইগার।

মালয়েশিয়ার তামিলদের কে তামিল টাইগার কেন তামিল বিড়াল ও বলা হয় না। তবে এরা বেশিরভাগই বদের হাড্ডি।

৫| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:




মালয়েশিয়া তামিলদে অনেকে রাগ করে কিলিং বলে, কারণ ক্লিনার হিসেবে তাদের আগমণ মালয়েশিয়া। মালয়েশিয়া বেশ কিছু তামিল পরিবারের সাথে আমার ভালো সম্পর্ক। তামিলরা ভালো রান্না জানে। তারা মালয়শিয়াতে রেষ্টুরেন্ট জগতে এতোটাই এগিয়ে গেছে যা বিশাল ব্যাপার স্যাপার।

০৪ ঠা এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখানে প্রবাসী বাংলাদেশী শ্রমিকরা বেশী নির্যাতিত হন তামিলদের হাতে।
এটা খুবই মর্মশ্পর্শী।

৬| ০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৪

জুল ভার্ন বলেছেন: প্রায় বিশ বছর আগে আমি ভেলোরে চিকিতসার জন্য যেয়ে স্থানীয় তামিলদের অনেক সহযোগীতা পেয়েছিলাম।

০৪ ঠা এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তার অনেক স্বার্থপর। আপনি চিকিসার জন্য চেন্নাই গিয়েছিলেন।
মালয়েশিয়াতে আসুন।
এখানকার তামিলদের সম্পর্কে জানুন।

৭| ১৫ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:২৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার ৬নং প্রতিউত্তরটি দেখে কী আর কমু!

ভাবছিলাম সবাই যে বিষয়ে আপনারে কমেন্টাইলো সেটা নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু আপনি তার পরও ঘাড় ত্যারামি করতাছেন ;) ;)

আসলেই কিন্তু আপনি ওদের থেকে বড় ধরণের চেপ্টাদামের কিছু একটা খেয়েছেন। একারণে পুরো জাতিটাকে ধুয়ে দিচ্ছেন! তবু তাদের থেকে ময়লা পরিস্কার করতে পারছেন না। বোঝাই চাচ্ছে না, এখানে ধোপার সমস্যা নাকি কাপরের!
আশা করুন, তামিলদের মধ্যে কিছু সুন্দরী রয়েছে৷ তাদের মধ্যে কিছু হলেও ভালো মানুষ রয়েছেন তাদের জন্য অন্তত জাতিটাকে মুক্তি দিন! অন্তত আপনার পরিচিত এই ছেলেটার জন্য তাদের মুক্তি তো দিতে পারেন =p~


আচ্ছা, তামিল মেয়েদের পাইলে বলবেন নাকি সেরকম কিছু, এই যেমন বোকাটোকা? ;)

১৯ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি আমাকে যেমন ভেবেছেন আমি তেমন নই।
বিশাল আকারের মন্তব্য করেছেন।
ধন্যবাদ।

৮| ১৯ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: তেমন না হলে তা পরমাণ করুন। পরমা সুন্দরীর কাহিনী লিখুন। ;) =p~

২০ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি একবার মালয়েশিয়াতে বেড়াতে আসুন। আমাদের অবস্থা দেখে যান। আমরা তামিলদের হাতে কেমন নির্যাতিত হই একবার দেখে যান।

জানেন তো গরুর এক ফোটা মুত্র পুরো এক বালতি দুধকে নষ্ট করে দিতে পারে।
জাতির কোন এক জনের খারাপ আচরণ পুরো জাতির ভাবমূর্তি নষ্ট করতে পারে।

আমরা মালয়েশিয়া থাকা বাংলাদেশী শ্রমিকরা তামিলদের হাতে সব চেয়ে বেশী নিগ্রহীত হই।

আসুন, দেখুন, বিচার করুন।

৯| ২২ শে এপ্রিল, ২০২১ ভোর ৫:৫৬

Sujan paul বলেছেন: রোমান্টিক কিছু লিখুন

২২ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি আসলে লেখার মতো সময় পাইনা।
প্রবাসে কামলা দেয়া খুব সহজ কর্ম নহে।

১০| ১৩ ই মে, ২০২১ রাত ১২:১৯

সোহানী বলেছেন: এক সেন্সে পৃথিবীর কোন মেয়েই বোকা নয়। ওরা সর্বদাই সব কিছু নিয়ে সাবধান থাকে।

আর হাঁ, তামিল প্রচুর কানাডায় আছে। বিশেষ করে শ্রীলংকান তামিল। তাদের গৃহযুদ্ধের সময় প্রচুর রিফিউজি এখানে আসে। তবে সত্য যে ভারতীয়রা যেভাবে শিক্ষা দীক্ষায় পজিশানে জায়গা দখল করে আছে সেরকম তামিলরা পারেনি। ওদের নিজেদের মাঝে প্রচুর দ্বন্ধ। আমার এক শ্রীলংকান তামিল বন্ধু ছিল, সেই প্রায় গল্প করতো এ নিয়ে।

৩০ শে মে, ২০২১ বিকাল ৪:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শ্রীলঙ্কায় আমি অনেক দিন ছিলাম ।
ওখানকার মানুষজ জনবাংলাদেশের চেয়ে অনেক বেশি চটপটে।

১১| ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৫৩

খায়রুল আহসান বলেছেন: আসলে কয়েকজনের ব্যবহার দেখে পুরো একটা জাতিকে "হাড়ে হারামজাদা" কথাটা না বলাই ভালো হতো।

১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: "গরুর এক ফোটা মুত্র পুরো এক বালতি দুধকে নষ্ট করে দিতে পারে।
জাতির কোন এক জনের খারাপ আচরণ পুরো জাতির ভাবমূর্তি নষ্ট করতে পারে।
আমরা মালয়েশিয়া থাকা বাংলাদেশী শ্রমিকরা তামিলদের হাতে সব চেয়ে বেশী নিগ্রহীত হই।
আসুন, দেখুন, বিচার করুন।"

আপনি যেহেতু কোন একটি দেশে বাংলাদেশ দূতাবাসের বড় পদে কাজ করেছেন আপনি আমার চেয়ে অনেক বেশী ভালো বুঝবেন। প্রতিটি মানুষই তার দেশ ও জাতির রাষ্ট্রদূত হিসাবে দেশের ও জাতির প্রতিনিধিত্ব করেন। আপনি সরকারী ভাবে করেছেন। আর প্রবাসীরা করছেন বেসরকারীভাবে। আমাদের প্রতিটি কাজ ও আচরণের জন্য দেশ ওম জাতির নামটাই প্রথমে আসবে। এই বিষয়ে সকলেরই সাবধান থাকা জরুরী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.