নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়াতে আজকে সর্বোচ্চ সংক্রমনের রেকর্ড!

১৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৬




মালয়েশিয়ায় বিগত 24 ঘন্টায় রেকর্ড 6,075 নতুন কোভিড -19 সংক্রমণ রেকর্ড করা হয়েছে। মহামারি শুরু হওয়ার পর থেকে এটি সর্বোচ্চ। মৃত্যুর সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে আজ।


গত ২৪ ঘন্টা সময়কালে নতুন কোভিড -১৯ সংক্রমণ আজ রেকর্ড সর্বোচ্চ ৬,০৭৫ টি । যখন আরও ৪৬ টি মৃত্যুর ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা ২ হাজারের উপরে পৌঁছেছে।

স্বাস্থ্য মহাপরিচালক তান শ্রী ডাঃ নূর হিশাম আবদুল্লাহর জানিয়েছেন যে , কেবলমাত্র সেলাঙ্গোর প্রদেশেই এক তৃতীয়াংশের বেশি বা ২,২৫১ জন নতুন রোগী শনাক্ত করা হয়েছে। তারপরে জহর প্রদেশে 69৯৯ এবং কুয়ালালামপুরে ৬৬০ জন্ নতুন রোগী শনাক্ত হয়েছে।


প্রদেশ ওয়ারী হিসাব মতে, কেদাহে ৪৪৫ টি, কেলান্তানে ৪৪১, সারওয়াকে ৩২৩, পেরাকে ২২০ টি এবং তেরেংগানুতে ২০৩ টি নতুন সংক্রমণ পাওয়া গেছে ।

এর আগে একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড ধরা পড়েছিল 30 শে জানুয়ারী 5,728 ।

সারা দেশে এখন 485,496 কোভিড -19 কেস পাওয়া গেছে।


ডাঃ নূর হিশামের পূর্ণ বিবৃতি অনুসারে, যে সক্রিয় কেস এখন ৪৭,৩৪০ জন, যেখানে ৫৫৯ জন রোগীকে নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি করা হয়েছে।

মহামারীটি শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ ব্যক্তি এবং তাদের মধ্যে ৩০৩ জনকে শ্বাস-প্রশ্বাসের সহায়তা প্রয়োজন হয়।

আজকের মৃত্যুতে দেশব্যাপী মৃতের সংখ্যা ২,০৪০ এ পৌঁছেছে। গত তিন দিনে ৪০ টিরও বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে এবং বর্তমানে মৃত্যুর হার 0.42 শতাংশ।

আজকের মৃত্যুর খবর সেলানগরে (১৯), কুয়ালালামপুর (২), কেদা (২), কেলানতান (৪), সাবাহ (২), সারাওয়াক (৭)), জোহর (৬)), পেনাং (২), মেলাকা (১) , এবং নেগ্রি সেম্বিলান (২)।

মৃত্যুর মধ্যে 17 থেকে 91 বছর বয়সের ব্যক্তি রয়েছেন। কিশোরী একজন মালয়েশিয়ার লিউকেমিয়ায় আক্রান্ত, যিনি হাসপাতাল আমপাংয়ে মারা গিয়েছেন, এবং আজকের প্রবীণ, সারাইকেইয় ৯১ বছর বয়সী এক মহিলা, সারওয়াক যিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং ফুসফুসের রোগে ভুগছিলেন।


এছাড়াও আরও 22 টি সংক্রমণের ক্লাস্টার ছিল, যা একদিনেই সর্বাধিক সংখ্যক শনাক্ত করা হয়েছে, এটি সেলেঙ্গর, সারাওয়াক, তেরেংগানু, জোহর, মেলাকা, লাবুয়ান, পারলিস, , কেলান্তান, সাবাহ, পেরাক এবং জহর ।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

শায়মা বলেছেন: ভাইয়া মালায়সিয়ায় না কোভিড একদম কমে গেছিলো?

১৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গত বছর কম ছিল ।
এ বছর 5 থেকে 10 গুণ হয়ে গেছে।

২| ১৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




দূর দূর পর্যন্ত করোনা মুক্তির কোনো পথ দেখা যাচ্ছে না। এ বছর মালয়েশিয়ার পরিস্থিতি বেশ খারাপ দেখা যাচ্ছে।

১৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গত বছর এই দিনে প্রতিদিনকার সর্বোচ্চ সংক্রমণ ছিল 200 থেকে আড়াইশো ; মৃত্যু ছিল তিন থেকে চারজন । এ বছরে এটা লাগাম ছাড়া হয়ে গেছে।

৩| ১৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:



ওরা কি টিকা দিচ্ছে? কি পরিমাণ দেয়া হয়েছে?

১৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখানে সামান্য পরিমাণ টিকা দেওয়া হয়েছে।
বেশির ভাগই পাচ্ছেন ফ্রন্টলাইনার ও সিনিয়র সিটিজেনরা।

৪| ১৯ শে মে, ২০২১ রাত ৮:০৫

কামাল১৮ বলেছেন: ভারতিয় ভ্যারিয়েন্ট প্রবেশ করায় বাড়ছে করোনা।সাবধানে থাকবেন সবাইকে নিয়ে।

১৯ শে মে, ২০২১ রাত ১১:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কঠিন একটা সময় চলছে।
এর শেষ কবে হবে কে জানে।

৫| ১৯ শে মে, ২০২১ রাত ৯:০৩

নেওয়াজ আলি বলেছেন: আপনি কেমন আছেন। আমার অনেকজন আছে, সবাই ভালো আছে

১৯ শে মে, ২০২১ রাত ১১:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কেউ ভালো নেই।
সবাই আতঙ্কে।

৬| ১৯ শে মে, ২০২১ রাত ১০:৩৭

ডঃ এম এ আলী বলেছেন:

খুবই দুঃসংবাদ।
আপনি সহ মালএশিয়ার সকলে সুস্থ থাকুন
এ প্রার্থনাই করছি বিধাতার কাছে ।
মালএশিয়ায় টিকা দানের স্লথ গতির কারণ কি?

১৯ শে মে, ২০২১ রাত ১১:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সারা পৃথিবীতে টিকার চাহিদা।
অথচ উৎপাদন করে কয়টা দেশ।
গতি তো শ্লথ থাকারই কথা।

আগামী ২২ মে থেকে আবার এস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেয়া শুরু হবে।

আমাদের মতো প্রবাসীদের টিকা পেতে এ বছর পার হয়ে যাবে বলে মনে হচ্ছে।

৭| ১৯ শে মে, ২০২১ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: আপনি সাবধানে থাকবেন। অন্য বাঙ্গালীদের কি অবস্থা?

১৯ শে মে, ২০২১ রাত ১১:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অবস্থা খুবই খারাপ।
সাবধানে থাকার কোন উপায় নেই।

৮| ২৩ শে মে, ২০২১ সকাল ৯:৪৭

খায়রুল আহসান বলেছেন: করোনা বিশ্বের অর্থনৈতিক কাঠামো ভেঙে চুরমার করে দিয়ে যাবে বলে মনে হচ্ছে। কাজের অভাবে সমাজে বিশৃঙ্খ্লা দেখা দেবে অচিরেই।

মারাত্মক পরিস্থিতি! যতদূর সম্ভব, সাবধানে থাকুন, অন্যান্য ভাইবোনদেরকেও সাবধানতা অবলম্বনে উৎসাহিত করুন আপন সাধ্যের মাঝে।

২৩ শে মে, ২০২১ সকাল ১০:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখানে এখনই অনেক অভাব। মানুষের কাজ নেই। পর্যটন নির্ভর এই দেশে ২ বছর হয়ে গেল কোন পর্যটক নেই। হাজার হাজার হোটেল রেস্তোরা বন্ধ। কর্মীরা বেকার।

অচিরেই সমস্যার সমাধান না হলে মানুষ আরো অভাবে পড়বে। মানুষের আয় দরকার। এই জন্য সবার আগে দরকার কাজ।

৯| ২৩ শে মে, ২০২১ সকাল ৯:৫১

নজসু বলেছেন:



ভাই, আমার মনে হয় করোনা দুনিয়া থেকে কোনদিন বিদায় নেবেনা।
বরং এটা এসেছে দুনিয়া থেকে সকলকে বিদায় করতে।

২৩ শে মে, ২০২১ সকাল ১০:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক সময় স ব ঠিক হয়ে যাবে। মানুষ খুব জটিল প্রাণী। আগের দিন আর নেই। খুব দ্রত ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে। আগের দিনে এতো দ্রুত কিছু আবিষ্কার করা যেত না।

এখন বিজ্ঞান অনেক এগিয়ে গেছে।

আমাদেরকে নিয়ম কানুন মেনে চলতে হবে।

১০| ২৩ শে মে, ২০২১ সকাল ১০:১৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মালয়শিয়াতে কি সামাজিক দূরত্ব ও মাস্ক পরার বিষয়গুলো ঠিকভাবে মানা হচ্ছে ?

২৩ শে মে, ২০২১ সকাল ১০:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানা হচ্ছে। এবং খুব ভালো ভাবেই মানা হচ্ছে। কেউ না মানলে ১০ হাজার থেকে ২০ হাজার রিঙ্গিত জরিমানাও করা হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে- ভারতীয়রা । তারাই সম্ভবত ভারতীয় ভারশন নিয়ে এসেছেন।

আর যেটা বেশী দরকার সেটা হচ্ছে ভ্যাকসিন। সেটা বেশীর ভাগ মানুষ না পাওয়া পর্যন্ত পরিস্থিতির উন্নতি হবে বলে মনে হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.