নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

ইংরেজি পত্রিকায় বাংলা কিংবা বাংলা পত্রিকায় ইংরেজি বিজ্ঞাপন দেয়ার মানে কী **************************

২৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫৬

বাংলাদেশে বাংলা পত্রিকার পাশাপাশি অনেকগুলো ইংরেজি পত্রিকাও রয়েছে। তবে আমার জানামতে এই দুটি ভাষার বাইরে ‍তৃতীয় অন্য কোন ভাষায় বাংলাদেশে কোন সংবাদপত্র প্রকাশিত হয়না। খবরের পাশাপাশি এই সব পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনগুলোও কম আকর্ষণীয় নয়।

আমি অবাক হয়ে একটি ব্যাপার লক্ষ করেছি যে, প্রতিদিন যে সব বিজ্ঞাপন প্রকাশিত হয় তার একটি বিরাট অংশই ইংরেজি ভাষায় প্রকাশিত হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে – বাংলা ভাষায় পত্রিকায় প্রকাশিত পত্রিকার বিজ্ঞাপনের একটা বড় অংশ প্রকাশিত হয়ে থাকে ইংরেজি ভাষায় । অন্যদিকে ইংরেজি ভাষায় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের একটা বড় অংশ প্রকাশিত হয় বাংলা ভাষায়।


সাধারণভাবে বলা যেতে পারে যে, বাংলা ভাষায় পত্রিকায় প্রকাশিত পত্রিকার পাঠক সাধারণ বাংলা ভাষাভাষী লোকেরাই হয়। অন্যদিকে ইংরেজি ভায়ষায় পত্রিকায় প্রকাশিত পত্রিকার পাঠক সাধারণ ভাবে ইংরেজি ভাষাভাষী কিংবা বাংলাদেশে বসবাসরত অন্য ভাষার লোকেরা হয়ে থাকে।

এখন কথা হচ্ছে- তাহলে বাংলা ভাষায় পত্রিকায় প্রকাশিত পত্রিকার বিজ্ঞাপনের একটা বড় অংশ প্রকাশিত তার পাঠক কি বাংলা ভাষাভাষীরা? যদি তাই হয় তাহলে তো বিজ্ঞাপনগুলো বাংলা ভাষায় প্রকাশ করলেই ভালো হতো।

অন্যদিকে, ইংরেজি ভাষায় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের একটা বড় অংশ প্রকাশিত হয় বাংলা ভাষায়। ইংরেজি ভাষার পত্রিকার পাঠক তো আর বাংলাভাষীরা খুব একটা নয়। তাহলে বিজ্ঞাপনগুলো কোন পাঠকদেরকে টার্গেট করে প্রকাশিত হয়?

আমি খুব তালগোলের মধ্যে পরে গেছি।

কিছুই বুঝতে পারছি না।
আফসোস!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: কিছু বুঝতে পারছেন না ভালো কথা।
সমস্যা হলে আপনি সব বুঝতে চান। জানতে চান। কেন? কেন?

বড় ভাই একটা কথা মনে রাখবেন যে যত বেশি জানে, তার তত জ্বালা। কাজেই কম কম জানুন।

৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনার কথা সঠিক নাও হতে পারে।

২| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এটা বিজ্ঞাপনের একটা কৌশল হতে পারে।

৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


তা পারে। তবে ভাষা একটা বিরাট ব্যাপার।
এক ভাষার পত্রিকায় অন্য ভাষার বিজ্ঞাপন ছাপানো মনে হয় না খুব বেশী যুক্তিপূর্ণ।

৩| ৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: বড় ভাই, আসসালামু আলাইকুম।
সোণাগাজী ব্যানে আছেন। তার মুক্তির জন্য আপনি একটা জ্বালাময়ী পোষ্ট দেন।

৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমি এই ব্লগ ছেড়ে দিয়ে ফেসবুকে নতুন পেজ খোলার পক্ষে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.