নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

আসুন একটু ফরাসী ভাষা চর্চা করি **********************************

২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০২

Bonjour, monsieur!

পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে। তবে প্রধানতম ভাষাগুলোর মধ্যে ফরাসী ভাষা নানা কারণেই গুরুত্বপূর্ণ। ইংরেজি ভাষার পরেই পৃথিবীতে দ্বিতীয় আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃত ভাষা হচ্ছে ফরাসি ভাষা।

৭৬.৮ মিলিয়ন যাদের মাতৃ ভাষা ফরাসী (নেটিভ স্পিকার ) সহ পৃথিবীতে মোট ২৭৪ মিলিয়ন লোক ফরাসী ভাষায় কথা বলে। বর্তমানে পৃথিবীর ২৯ টি দেশের দাপ্তরিক সরকারি ভাষা হচ্ছে ফরাসি। এছাড়া ফ্রান্স কর্তৃক নিয়ন্ত্রিত আরো ১১ টি অঞ্চলের সরকারী ভাষা হচ্ছে ফরাসি ভাষা।

যে দেশগুলির সরকারি ভাষা হচ্ছে ফরাসি বর্ণানুক্রমিকভাবে এই ২৯টি দেশ হল- বেলজিয়াম, বেনিন, বুরকিনা ফাসো, বুরুন্ডি, ক্যামেরুন, কানাডা, চাদ, আইভরি কোস্ট, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, জিবুতি, নিরক্ষীয় গিনি, ফ্রান্স, হাইতি, লুক্সেমবার্গ, মাদাগাস্কার, মালি, মোনাকো, নাইজার, রুয়ান্ডা, সেনেগাল, সেশেলস, সুইজারল্যান্ড, টোগো এবং ভানুয়াতু।

যদি সম্ভব হয় তাহলে আমরা একটু ফরাসী ভাষা চর্চা করতে পারি। যারা ইউরোপ, আফ্রিকায় যাবেন তারা এটা শিখে নিলে তাদের খুব কাজে লাগতে পারে। সবাই অনেক অনেক ভালো থাকুন।

ফরাসী ভাষা অনেক সুন্দর একটি ভাষা। বলা হয়ে থাকে যে এটি হচ্ছে- অনেক মধুর ও রোমান্টিক একটি ভাষা।

Merci beaucoup
অনেক ধন্যবাদ।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১১

আঁধারের যুবরাজ বলেছেন: Quelle surprise !

২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বড়ই আচানক ঘটনা।
আফসোস।

২| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: আমার বড় কন্যা ফরাসী ভাষা শিখছে।

২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

যারা পড়াশোনা করে তাদের ইংরেজির পাশাপাশি ফরাসি ভাষা
শিক্ষা গ্রহণ করা উচিত ।
এর পরে সম্ভব হলে স্প্যানিশ।

৩| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি শিখালে আমরাও ফরাসী ভাষা শিখতে পারি।

২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমি নিজেই তো প্রাথমিক পর্যায়ে আছি।
আমি কি শিখাবো!
আপনি বরং আমাকে একটু শিখান।

৪| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৪

বিজন রয় বলেছেন: আপনি মালয়েশিয়ান ভাষা তো পারেন।
আবার ফরাসি কেন?
ওখানে যাবেন?

২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মালয় ভাষার কোন বেল নাই ।
ফরাসি ভাষার বেল।
আছে পৃথিবীর বেশিরভাগ বড় বড় সংস্থায় ফরাসি ভাষা দরকার পড়ে।

৫| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৯

নয়ন বড়ুয়া বলেছেন: ফরাসি ভাষার গ্রামার নিয়ে একটা পোষ্ট দিয়েন...

২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বাংলাদেশের যারা নতুন নতুন ফরাসি ভাষা শিখতে চান তাদের জন্য ফেসবুকে আমি একটা গ্রুপ বা পেজ খোলার কথা চিন্তা ভাবনা করছি ।
আপনি কি বলেন এ ব্যাপারে?

ফরাসি ভাষায় গ্রামার অত কঠিন কিছু না । ইংরেজি ভাষার সাথে যেহেতু এটার অনেকটাই মিল আছে সুতরাং গ্রামারটাও অনেকটাই সহজ।

৬| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১২

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আমারও খুব ইচ্ছে করে ফরাসী ভাষা শিখতে, যদিও জানি না ফরাসী ভাষা শিখে বাংলাদেশে কোথায় কাজে লাগানো যাবে। কিভাবে শিখতে পারি একটু বলতে পারেন?

২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

প্রাথমিকভাবে শিক্ষার কাজটি ইউটিউব এবং ওয়েবসাইট থেকে শুরু করতে পারেন ।
পরবর্তীতে আরো বর্ধিত পরিসরে শিখতে চাইলে ঢাকাস্থ অলিয়াস ফসে এ ভর্তি হতে পারেন ।

ওখানে বিভিন্ন ধরনের কোর্স আছে এবং পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা আছে।

এখন আপনি বলতে পারেন ফ্রেন্স শিখলে লাভটা কী ?

প্রথমতঃ বাংলাদেশ থেকে যারা বিদেশে উচ্চ শিক্ষার জন্য যেতে চায় তাদের বেশিরভাগই যায় আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড ইত্যাদি ইংলিশ ভাষাভাষী দেশে।

আপনি লক্ষ্য করলেই দেখবেন সেই সমস্ত দেশে শিক্ষার খরচ অত্যধিক বেশি । যেটা সাধারণ মানুষের পক্ষে বহন করা সম্ভব হয় না। কিন্তু আপনি যদি পর্যাপ্ত পরিমাণ ফরাসি ভাষা রপ্ত করতে তাহলে আপনি ফ্রান্স বেলজিয়াম সুইজারল্যান্ড ইত্যাদি দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষা গ্রহণ করতে পারবেন । যেটা একটা দুর্লভ সুযোগ হতে পারে বাংলাদেশিদের জন্য।

এ ছাড়াও মাইগ্রেশন এর জন্য কানাডার কইবেক প্রদেশে ফরাসি ভাষাভাষীদের জন্য অগ্রাধিকার আছে।

৭| ২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১০

প্রামানিক বলেছেন: ছো্ট থেকে ওয়াজ মাহফিলে ফারসি ভাষা শুনেছি কিন্তু বাংলাদেশে কাউকে ফরাসি ভাষায় কথা বলতে শুনি নাই।

২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ফরাসি ভাষা অত্যন্ত চমৎকার একটি ভাষা ।
ইংরেজি ভাষার সাথে যার দারুন কিছু মিল রয়েছে । আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, ইংরেজি ভাষার সাথে মিল থাকা ভাষাগুলির মধ্যে ফরাসি ও স্প্যানিশ ভাষা অন্যতম । আর মূলত স্প্যানিশ ভাষা হচ্ছে ফরাসি ভাষার হিন্দি রূপ।

আপনি জেনে অবাক হবেন যে ইংরেজি ভাষায় প্রায় ১০ হাজার শব্দ এসেছে ফরাসি ভাষা থেকে।

৮| ২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৪

কামাল১৮ বলেছেন: কানাডায় একটা প্রভিন্সের ভাষা ফরাসি।আমার এক শালী ওখানে থাকে।ও আসলে কিছু ফরাসি কথা শুনায়।আমার মেয়ে ওখানে থেকে লেখাপড়া করেছে।কাজের শুবিধার জন্য পরে টরেন্টো চলে আসে।

২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আপনি আমি যতটুকু অনুমান করতে পারি সেটা হচ্ছে, আপনি সম্ভবত কানাডাতে বসবাস করেন।
সেটা যদি নাও হয় তবে আপনি যে আমেরিকাতে বসবাস করেন এটা নিশ্চিত ।

আপনার অবশ্যই জানা আছে যে, কানাডার কুইবেক প্রভিন্স এর সরকারি ভাষা হচ্ছে ফরাসি আর দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি চলে।আর সমগ্র কানাডার প্রথম সরকারি ভাষা হচ্ছে ইংরেজি এবং দ্বিতীয় সরকারি ভাষা হচ্ছে ফরাসি।

অতএব সেখানে ফরাসি ভাষার একটা গুরুত্ব রয়েছে । আমার মনে হয় তাদের বিভিন্ন জায়গায় চাকরি বাকরির ক্ষেত্রে কিছুটা হলে ও প্রাধান্য পাওয়ার সুযোগ রয়েছে।

৯| ২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১০

কামাল১৮ বলেছেন: আমি কানাডাতে আছি।আমেরিকাকে পছন্দ করিনা বলে এখনো যাওয়া হয় নাই।আমার দুই শালা এবং বহু বন্ধু বান্ধব আছে আমেরিকায়।
আমি কানাডার নাগরিক।দেশে একবার যাবো।লম্বা জার্নি, বয়স বেশি তাই ইচ্ছা করে না ।আমার স্ত্রী প্রতি বছর দেশে যায়।বাড়ীঘর আছে সে সব দেখতে।

২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমি করোনা ভাইরাসের উপদ্রব শুরু হওয়ার আগে থেকেই কানাডাতে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি ।
কিন্তু বয়সটা বেশি হওয়াতে পয়েন্টের পরিমাণ এত কমে গেছে যে সিলেক্ট হতে পারছি না।
তবুও স্বপ্ন দেখে যাচ্ছি ।
জানি এই স্বপ্ন কখনো পূরণ হবে না।
তারপরও স্বপ্নের মধ্যে আছি এখনো।

১০| ২৩ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩২

কামাল১৮ বলেছেন: চেষ্টা করুন,সফল একদিন হবেন।তবে দেশে খেয়ে পরে মোটামুটি চললে না আসাই ভালো।ছেলে মেয়েদের কথা চিন্তা করুন।তাদের আসা সহজ।

২৩ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমার আর্থিক সামর্থ্য খুবই সামান্য।
অসুস্থ হওয়ার পরে এই সামর্থ্য আরও কমে গেছে।

কানাডাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানো বিশাল খরচপাতির ব্যাপার ।
বাংলাদেশের একটি নির্দিষ্ট শ্রেণীর লোক ছাড়া কেউই এই খরচ পাতি বহন করতে পারবে বলে আমার মনে হয় না।

১১| ২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: দোয়া করবেন আমিও যেন ফরাসী আর স্পেনীশ ভাষা শিখতে পারি।

২৩ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ফরাসীটা একটু কঠিন।
তবে স্প্যানিশটা তো ইংরেজির হিন্দী।
অর্থাৎ একটু এলোমেলো উচ্চারণের ইংরেজি।

যেমনঃ
ইংরেজি- excellent স্প্যানিশ- excelente
এরকম হাজার হাজার পাবেন।

১২| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:০২

কামাল১৮ বলেছেন: ভুল ধারনা।ভর্তি হতে পারলে দুই এক সেমিস্টারের টাকা দিয়ে এখানে কাজ করে নিজের পড়ার খরচ নিজেই চালিয়ে নিতে পারে।আমাদের দুটি বাড়িতে বিশ পঁচিশ জন ছাত্র ভাড়া থাকে।সবাই পার টাইম কাজ করে।বেশি সমস্যা হলে দুই এক সেমিস্টার বাদ দেয়, তাতে কোন সমস্যা হয় না।বড় লোকের ছেলরা যারা পড়তে আসে তারা খুব কম পড়াশুনা শেষ করতে পারে।তারা ব্যাটের হয়ে যায়।মধ্যবৃত্তের ছেলে মেয়েরাই কাজ করে ভালো লেখা পড়া করছে।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমি তো বুড়ো হয়ে যাচ্ছি।
পড়ালেখা আমাকে দিয়ে হয়তো আর হবেও না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.