নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মেট্রোরেল হতে পারে অনন্য এক দৃষ্টান্ত!

২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:১৭

মেট্রো রেলে চড়ে গতকাল (২২ জানুয়ারি ২০২৪, সোমবার) পরিবেশ অধিদপ্তর পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবিঃ পিআইডি।

ছবিটি দেখে খুবই ভালো লাগলো ।
এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ।

ছবিটি দেখে খুবই ভালো লাগলো । ভালো লাগলো এই কারণে উনার আচরণ দেখে। কত সুন্দর । সাধারণ এক জন যাত্রীর মতো উনিও দাঁড়িয়ে যাচ্ছেন। এটা যদি আরো অনেক মানুষ অনুসরণ করেন তাহলে আগামী দিনগুলোতে যে দৃশ্য মানুষ দেখতে পাবে তা কতই না মনোহর।


মেট্ররেলে আসন বিন্যাস এমনই। বসে যাবার চেয়ে দাঁড়িয়ে যাবার স্থানই বেশী রাখা হয়। কারণ এই জাতীয় ট্রেন তো আর দীর্ঘ জার্নির পথে ব্যবহার করা হয় না। স্বল্প দূরত্বে। ১৫ মিনিট বা ২৫ মিনিট পর পর ট্রেন আসে। এবং দ্রুতই গন্তব্যে যাওয়া যায়।

প্রেসক্লাবের সামনে মেট্ররেলের যে স্টেশনটি আছে সেটার নাম বাংলাদেশ সচিবালয় স্টেশন। সচিবালয়ে যারা কাজ করেন বা যারা বিভিন্ন প্রয়োজনে এই অঞ্চলে আসবেন তারা উত্তরা বা মীরপুর থেকে খুব দ্রুত এখানে চলে আসতে পারবেন।

আমার এক পরিচিত লোক উত্তরা থেকে আসার সময় যে পরিচিত পরিবহনে যাতায়াত করতেন এক দিন সেটা মিস করে বসেন।
তিনি তখন উবার, সিএনজি কিংবা মটর সাইকেলের কথা চিন্তা করেন। উবারে বুক করলে গাড়ী পেতেই ৩০ মিনিট লেগে যাবে। এর সাথে যাতায়াতের জন্য আরো ২ ঘন্টা সময় তো আছেই।

এরপর আছে পাঠাও মটর সাইকেল। এটাতে ঝুকি আছে। এটা খুবই অনিরাপদ বাহন। খরচও বেশী। সিএনজি ও তো বেশী ভালো সার্ভিস দেয় না।

উনি মেট্রর টিকিট কেটে চলে এলেন।

উত্তরা দিয়াবাড়ি থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশনে আসতে উনার সময় লেগেছে মাত্র ২২ মিনিট। আর উনার খরচ হয়েছে ১০০ টাকা।






মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:২৭

সোনাগাজী বলেছেন:




মনে হয়, উনি কিছু সময় ইউরোপ কিংবা আমেরিকায় ছিলেন।

২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এই ব্যাপারটি আমার খুবই ভালো লেগেছে।
উনি কেবল এক জন মন্ত্রীই নন।
সমাজের এক জন প্রতিষ্ঠিত ব্যাক্তি।
উনার এই কাজটি সবারই অনুসরণ করা উচিত।

২| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: মেট্রোরেল দিনদিন আরও জনপ্রিয় হয়ে উঠেছে। সার্ভিস ভালো।

২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কর্তৃপক্ষের এবং আমাদের যাত্রী সাধারণের উচিত হবে এই সার্ভিসকে টিকিয়ে রাখা।
এটা একটা ভালো জিনিস।
আমরা গর্ব করতেই পারি যে, ঢাকায় মেট্র রেল সার্ভিস আছে।

৩| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:০৩

কলাবাগান১ বলেছেন: মেট্রোরেলে নাকি দুর্নীতি হয়েছে..।প্রমান দিক..জাপানী কোম্পানী বেচে যাওয়া ফান্ড ফেরত দিয়েছে.......

২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমরা সবাই যেন ভালো হই।
সততাকে যেন হৃদয়ে লালন ও ধারণ করি।
মানুষের জীবন কয় দিনের।
সততা বেঁচে থাকবে আজীবন।

৪| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৬

নিচু তলাৱ উকিল বলেছেন: এখনও উঠিনি । উঠতে হবে একদিন।

২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমি উঠবো উঠবো করছি।
কিন্তু কোথায় যাবো ঠিক করে উঠতে পারছি না।
তবে এক দিন যে উঠবো এতো কোন সন্দেহ নাই।

৫| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ওনার একপাশে পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ (শাড়ি ও শাল পরা) অন্যপাশে অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম (ওভারকোট পরা)

২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমজনতা তো কেবল মন্ত্রীকেই চিনে।
কে সচিব আর কে চেয়ারম্যান এটা তারা জানে না।
আপনি পরিচয় করিয়ে দিয়েছেন বলে অনেক কৃতজ্ঞতা।
ভালো থাকবেন।

৬| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৪

রাজীব নুর বলেছেন: সাবের হোসেন ভালো লোক।
তার সময়ে ক্রিকেটে বাংলাদেশ ভালো করেছে।

২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বাংলাদেশের মাটি ভালো।
কিন্তু দুঃখের বিষয় হলো এই দেশের মানুষের বিরাট অংশই বদের বদ।
তাই মাঝে মাঝে ভালো মানুষের দেখা পেলে মনে আশা জাগে।
উৎসাহিত হতে মন চায়।

৭| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৫

বিজন রয় বলেছেন: মেট্রোরেল ঢাকার জীবন যাপনে অনেক পরিবর্তন আনছে।
পুরা শহর এটার আওতায় আনা জরুরি।

শহরের বাইরে চারিদিক থেকে এটা করা উচিত।
তাহলে মানুষ অনেক দূর থেকে অফিস করবে।
ঢাকার উপর চাপ কমবে।

২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


সঠিক ভাবনা।
সঠিক ব্যবস্থা থাকা দরকার।

৮| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪১

কলাবাগান১ বলেছেন: উনি যে ভাষায় ইংলিশ লিখেন অনলাইনে...অনেক নেটিভ ইংলিশ স্পীকার ও এত সুন্দর ইংরেজী লিখতে পারে বলে মনে হয় না।

২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

অবশ্যই শিক্ষিত মানুষ।

৯| ২৪ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৫

শেরজা তপন বলেছেন: যে কোন দলে এমন পরিচ্ছন্ন ভালো মানুষ বিরল!

২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

কিছু কিছু মানুষ তো সারা দেশেই বিরল।

১০| ২৪ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৬

মোগল সম্রাট বলেছেন:



উনি ভালো মানুষ

২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ভালো মানুষ খুব বেশী লাগে না।
১০০০ জন ভালো মানুষ হলেই দেশ বদলে দেয়া সম্ভব।

১১| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৬

এম ডি মুসা বলেছেন: আমি ঢাকার বাসিন্দা নয় সারা দেশে মানুষ মেট্রোরেলে চড়বেন না, আমরা ঠিকি দুর্নীতির সকায় চড়ে নীচে সাঁতার কাটি গুলো আগে দূর করা দরকার, উন্নয়ন কাঠামো আর চাকরি বাকরি বৈষম্য নীতি দুর্নীতি দমন করে, আস্থা অর্জন করা

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনি খুবই ভালো বলেছেন ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকুন।

১২| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: কিন্তু শুধু একজন ভালো হলে হবেনা। পুরা মন্ত্রী পরিষদ এমন হোক।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


সেটা হলে আমরা 18 কোটি মানুষ অবশ্যই ভাগ্যবান।

১৩| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৮

নয়ন বড়ুয়া বলেছেন: ভালো কিছু হলে তো ভালো...

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



অবশ্যই ভালো।

১৪| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৯

করুণাধারা বলেছেন: মেট্রো রেলের সুফল ভোগ করছে কিন্তু বেশি মানুষ না। এটা গণপরিবহন হতে পারে নি।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনি একদিন বাংলাদেশ সচিবালয় স্টেশন এবং মতিঝিল স্টেশনে একটু দাঁড়িয়ে থাকুন ।
বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না।
২৫ থেকে ৩০ মিনিট দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন হাজার হাজার মানুষ নেমে আসছে স্টেশনের ওপর তলা থেকে রাজপথের দিকে।

উত্তরা, মিরপুরের বিভিন্ন এলাকা , আগারগাঁও এই সমস্ত এলাকা থেকে যে বাসগুলো মতিঝিল গুলিস্তান এসব এলাকায় আসতো সেই বাস গুলির মালিক এবং চালকদের মধ্যে ইতিমধ্যেই হাহাকার শুরু হয়ে গেছে ।
আপনি একটু লক্ষ্য করলেই ব্যাপারটা বুঝতে পারবেন।

১৫| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৫

নিমো বলেছেন: করুণাধারা বলেছেন: মেট্রো রেলের সুফল ভোগ করছে কিন্তু বেশি মানুষ না। এটা গণপরিবহন হতে পারে নি।
দেশের অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ করে দেয়া উচিত, আপনার আজব-গজব যুক্তর কারণে! সেটার সুফলও ভোগ করছে কিন্তু বেশি মানুষ না। আপনাদের এসব বিরোধিতা দেখলে হাসি থামানো মুশকিল।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মেট্রোরেল যে এলাকাগুলোকে কভার করেছে অর্থাৎ মেট্রো রেলের কভারেজ ভুক্ত এলাকাগুলোর মানুষ বুঝতে পেরেছে তাদের জীবনে কোন সুদিন নেমে এসেছে।
তাদের এখন ঈদের আনন্দ । তারা যে পরিমাণ সুবিধা নিয়ে যাতায়াত করছে আপনি একটি প্রাইভেট কারের মালিক হয়ে সেই পরিমাণ সুবিধা ঢাকা শহরে অন্তত পাবেন না ।
মেট্রোরেল এই সমস্ত এলাকার মানুষদের জন্য একটা অসামান্য আশীর্বাদ হয়ে এসেছে ।
এই সমস্ত এলাকার মানুষদের কৃতজ্ঞ থাকা দরকার।

১৬| ২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৩

করুণাধারা বলেছেন: মেট্রো রেলের সুফল ভোগ করছে কিন্তু বেশি মানুষ না। এটা গণপরিবহন হতে পারে নি।

Between the lines যা বলেছি , ১) মেট্রো রেল স্টেশনের কাছাকাছি অবস্থিত এলাকার মানুষেরা কেবল এর সুফল পাচ্ছে। ঢাকার জনসংখ্যা এখন ২৩,৯৩৬,০০০। এরা ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করছেন, এদের অল্প অংশই মেট্রো ব্যবহারের সুযোগ পাচ্ছেন। শান্তিনগর, বাড্ডা, রায়েরবাজার, বাসাবো, গুলশান বনানী এবং এমন আরো অনেক এলাকার মানুষের জীবনে মেট্রো রেলের প্রভাব কীভাবে পড়ছে বলে আপনার মনে হয়?

২) এই রেলের সুফল পাচ্ছেন কেবল একটি বিশেষ আর্থিক অবস্থানে থাকা মানুষেরা। আমি শুনেছি, আমাদের প্রতিবেশী দেশগুলোতেও নিম্ন আয়ের মানুষেরা কাজকর্ম করতে মেট্রো রেলে যাতায়াত করতে পারেন, অর্থাৎ জনগণের বেশিরভাগ মেট্রো ব্যবহার করতে পারেন সেসব দেশে। সেটাকে প্রকৃত গণপরিবহন বলাই যায়। আমাদের দেশে নিম্ন আয়ের মানুষেরা মেট্রো রেলে যাতায়াত করতে পারেন না, অভিজ্ঞতা অর্জনের জন্য এক আধবার অবশ্যই ওঠেন মেট্রোতে। শুনেছি অন্যান্য দেশে নাকি মন্ত্রীরাও এই মেট্রো যোগে চলাচল করেন। এই শুনে আমাদের দেশেও দুয়েকজন মন্ত্রী মেট্রোতে একদিন ওঠেন, ছবি তোলার জন্য! B-)

আপনি একদিন বাংলাদেশ সচিবালয় স্টেশন এবং মতিঝিল স্টেশনে একটু দাঁড়িয়ে থাকুন ।
বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না।
২৫ থেকে ৩০ মিনিট দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন হাজার হাজার মানুষ নেমে আসছে স্টেশনের ওপর তলা থেকে রাজপথের দিকে।


একদিন না, আমি অনেক দিন মতিঝিল স্টেশনে যাত্রীদের লক্ষ্য করি। যা দেখেছি তা উপরে বলেছি।


উত্তরা, মিরপুরের বিভিন্ন এলাকা , আগারগাঁও এই সমস্ত এলাকা থেকে যে বাসগুলো মতিঝিল গুলিস্তান এসব এলাকায় আসতো সেই বাস গুলির মালিক এবং চালকদের মধ্যে ইতিমধ্যেই হাহাকার শুরু হয়ে গেছে ।
আপনি একটু লক্ষ্য করলেই ব্যাপারটা বুঝতে পারবেন।


ঢাকার অন্যান্য এলাকার মানুষদের কাইফা হালুহুম? :|


১৭| ২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৭

ঢাবিয়ান বলেছেন: শেরজা তপন বলেছেন: যে কোন দলে এমন পরিচ্ছন্ন ভালো মানুষ বিরল! =p~

পাঁচ বছরে সাবের হোসেন ও স্ত্রীর সম্পদ বেড়ে আড়াই গুণ ।পাঁচ বছর আগে স্ত্রীসহ সাবের হোসেনের স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে মোট সম্পদ ছিল ৪০ কোটি ৫২ লাখ ৭৩ হাজার টাকার। বর্তমানে তাদের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১০৩ কোটি ২২ লাখ ৭৭ হাজার টাকায়।পাঁচ বছরে সাবের হোসেন চৌধুরীর সম্পদ বেড়েছে ২১ কোটি ৪২ লাখ টাকা। আর স্ত্রীর সম্পদ বেড়েছে ৩৫ কোটি ২৭ লাখ টাকা। সুত্র ঃ বিডীনিউজ ২৪

একজন পরিচ্ছন্ন , ভাল ও বিরল মানুষের হলফনামা !!!!!!




১৮| ২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪০

ঢাবিয়ান বলেছেন: করুনাধারা আপু, আপনি কাকে কি বোঝাবেন ? যাদের বোঝাতে চাইছেন তারা সবাই উন্নত বিশ্বের সকল প্রকার সুবিধাপ্রাপ্ত সিটিজেন। কিন্ত নিজ দেশের বেলায় ইনাদের চিন্তাধারা একেবারেই আলাদা !! একটা দেশের sustainable development মানে যে সেই দেশের প্রান্তিক মানুষেরা নূন্যতম নাগরিক সুবিধা পাচ্ছে কিনা এটা কি ইনাদের না জানার কথা ?

এই পোস্টের লেখক একসময় মালয়েশিয়া থাকতেন। সেখান থেকে তিনি মালয়েশিয়ার উন্নয়ন নিয়ে লিখতেন মনে আছে। এখন নিজ দেশে ফিরে এসে কি এক অদৃষ্য কারনে পুরাই ভোল পাল্টেছেন। মন্ত্রী মহাদয়ের মেট্রোরেলে দাঁড়িয়ে ছবি তোলাটা উনার কাছে অনন্য দৃষ্টান্ত বলে মনে হচ্ছে!!!

১৯| ২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৬

ভুয়া মফিজ বলেছেন: @লেখকঃ সাবের চৌধুরীকে আমিও পছন্দ করি। তবে এই যে ভ্রমন, এটা ছবি তোলার জন্য, নিয়মিত ঘটনা হবে না। এটা নিয়ে এতো খুশী আর উত্তেজিত হওয়ার কিছু নাই। :)

@করুণাধারাঃ কোথায় যে কি বলেন আপা! সমাজে কিছু মানুষ সব সময়েই পাবেন, বুঝুক আর না বুঝুক ফোড়ন একটা কাটবেই, আপনি আবার গেছেন ব্যাখ্যা করতে! গণপরিবহন এর সংজ্ঞা যদি জিজ্ঞেস করেন, তোতলাইতে শুরু করবে। জিজ্ঞেস করেন.......দ্যাখেন কি বলে!!!! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.