নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ার সরকার কর্তৃক প্রদত্ত খেতাব বা উপাধি সমূহ। ****************************

২৬ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৫৭

বাংলাদেশের পর্যটকদের একটি অন্যতম আকর্ষণীয় গন্তব্য হচ্ছে মালয়েশিয়া। প্রতি বছর বাংলাদেশ থেকে লাখের উপরে পর্যটক মালয়েশিয়াতে বেড়াতে যায়।


২০১৮ সালে এক লক্ষ ৫৪ হাজার বাংলাদেশী মালয়েশিয়াতে বেড়াতে গিয়েছিলেন । এ ছাড়াও কাজ করতে যায় এর চেয়েও অনেক অনেক গুণ বেশী।


আপনারা মালয়েশিয়ার কোন খবর বা লেখা পড়লে দেখবেন তাদের নামের পূর্বে প্রায়শই একটি উপাধি বা খেতাব ব্যবহার করা হচ্ছে। আজকের পোষ্টে মালয়েশিয়াতে প্রচলিত উপাধি বা খেতাব সমূহ নিয়ে সামান্য ধারণা দেয়ার চেষ্টা করা হবে।


ফেডারেল সরকার কর্তৃক প্রদত্ত উপাধিঃ

মালয়েশিয়ায়, ইয়াং ডি-পার্টুয়ান অ্যাগং বা রাজা ফেডারেল খেতাব প্রদান করেন। এই জাতীয় খেতাব বা উপাধি সম্মানসূচক এবং বংশগত নয়।

TUN (তুন)

Tun তুন কয়েকশ বছর ধরে মালয়েশিয়ার সমাজে বিদ্যমান। প্রাচীন কালে Tun ছিল রাজকীয় বংশের লোকদের দ্বারা ব্যবহৃত একটি সম্মানের উপাধি।

Tun পুরুষ বংশধরদের দ্বারা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত একটি পদবি। সময়ের সাথে সাথে, তুন শিরোনাম ইয়াং দি পার্তুয়ান আগোং সর্বাধিক প্রাপ্য প্রাপককে ভূষিত করেছেন যিনি জাতির পক্ষে সর্বাধিক অবদান রেখেছেন।

তুন গ্রাহকগণকে দেওয়া সর্বাধিক সিনিয়র ফেডারাল খেতাব। এখানকার বিশিষ্ট Tun খেতাবধারী ব্যক্তির মধ্যে রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী তুন রাজাক, তুন হোসেন অন, তুন ডাক্তার মাহাথির মোহামাদ প্রমূখ।

তুনের স্ত্রীর পদবি হলো Toh Puan তোহ পুয়ান।

Tan Sri তান শ্রী

তান শ্রী দ্বিতীয় সিনিয়র ফেডারাল খেতাব এবং একটি সম্মানজনক পুরষ্কার।

এক জন তানশ্রীর স্ত্রীর খেতাব হচ্ছে Puan Sri পুয়ান শ্রী।

Datuk দাতুক

দাতুক একটি ফেডারেল খেতাব যা ১৯৬৫ সাল থেকে ভূষিত করা হচ্ছে । ফেডারেল দাতুকের স্ত্রীর খেতাব Datin দাতিন ।

দ্রষ্টব্যঃ কোন মহিলা তার নিজের উপাধিতে উপাধি পেয়েছেন যা "দাতিন পাডুকা" নামে পরিচিত, যদিও "দাতুক" উপসর্গটি সাধারণত মহিলাদের পাশাপাশি পুরুষদের জন্য ব্যবহৃত হয়।

প্রদেশ/রাজ্যগুলির বিধানসভা কর্তৃক মনোনীত রাষ্ট্রপ্রধান বিশিষ্ট ব্যক্তিগণকে 'দাতুক' উপাধি প্রদান করতে পারেন। তবে এটি "দাতো" শিরোনাম থেকে আলাদা। পরবর্তীকালে সুলতানের নেতৃত্বে পৃথক রাজ্য দ্বারা ভূষিত করা হয়, এবং রাজ্য আইনসভা দ্বারা মনোনীত রাষ্ট্রপ্রধান নয়।


রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত উপাধিসমূহ

মালয়েশিয়ায় শাসক ও গভর্নর রাষ্ট্রীয় খেতাব পুরষ্কার প্রদান করেন। এই জাতীয় খেতাব সম্মানজনক এবং বংশগত নয়।

Dato Sri দাতো শ্রী

দাতো 'শ্রী বা দাতো' সেরি হলো রাষ্ট্র বা রাষ্ট্রের জন্য যে অবদান রেখেছেন এমন সর্বাধিক প্রাপ্য প্রাপককে শাসক কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব। এটি ফেডারেল শিরোনাম তুনের নীচে এবং এটি ফেডারেল খেতাব তান শ্রী র সমতুল্য একটি সম্মান। এই খেতাব প্রাপকের স্ত্রী কে Datin Sri দাতিন শ্রী বলা হয়।

কিছু শাসক পুরষ্কার প্রদান করেন যা সেই রাজ্যের পক্ষে অনন্য সর্বোচ্চ খেতাব বহন করে, যেমন নেগেরি সেম্বিলান রাজ্যের ডেটো 'শ্রী উতমা'।

দাতো 'সেরি বা এর মহিলা ধারকরা দাতিন পাডুকা সেরি নামে অভিহিত হন।

Datuk Seri দাতুক সেরি

দাতুক সেরি হলেন সর্বাধিক প্রবীণ রাষ্ট্রীয় খেতাব যা কেবলমাত্র গভর্নর কর্তৃক সর্বাধিক প্রাপ্য প্রাপককে ভূষিত করেন যিনি জাতি বা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

নোট : দাতো 'শ্রী এবং দাতুক সেরি বিভ্রান্ত হতে পারে এবং মালয়েশিয়া মিডিয়া এবং প্রেসগুলি দাতোক' শ্রী শিরোনামধারীদের দাতুক সেরি হিসাবে সম্বোধন করতে পারে।

যে মহিলারা দাতুক সেরির উপাধিতে ভূষিত হয়েছেন তারা দাতিন পদুকা সেরির স্ত্রীলিপি উপাধিটি ব্যবহার করতে পারেন।

তথ্যঃ
Dato দাতো 'মালয়েশিয়ায় সর্বাধিক সাধারণ উপাধি । দাতো'র স্ত্রী হলেন দাতিন, তেরেংগানু প্রদেশ ব্যতীত যেখানে তারা 'পুয়ান' নামে পরিচিত (অ-বংশগত টুনের স্ত্রী তোহ পুয়ানের সাথে বিভ্রান্ত হবেন না)।

দাতোকে নয়টি মালয় রাজ্যের মধ্যে একটির বংশগত রাজকীয় শাসকই সম্মানিত করতে পারেন। বংশগত দাতো'র স্ত্রীকে সৌজন্যে তু পুয়ান বলে সম্বোধন করা হয়।

মহিলা দাতোকে দাতিন পাদুকা বলা হয় কারণ তিনি তার নিজের উপাধিতে ভূষিত হয়েছেন এবং স্বামী কোনও পদবি পাবেন না

Pehin পেহিন

এই শিরোনামটি মূলত ব্রুনাই এবং সারাওয়াকে ব্যবহৃত হয়।

JP জে.পি.

জেপি বা জাস্টিস অফ পিস র‌্যাঙ্ক সমস্ত দাতু 'বা দাতুকের নীচে।

মালয়েশিয়ায় জাস্টিস অব পিসকে মূলত আইনতভাবে যোগ্য উপবৃত্তি ম্যাজিস্ট্রেটদের দ্বারা ম্যাজিস্ট্রেটদের আদালতে প্রতিস্থাপন করা হয়েছে। তবে, রাজ্য সরকার শান্তির জাস্টিস অব পিস কে সম্মান সূচক হিসাবে নিয়োগ করে চলেছে।

ভারতের নায়ক শাহরুখ খান এখানে খুব জনপ্রিয়।
তিনি এখানে দাতু উপাধি প্রাপ্ত।


এই সব খেতাব বা উপাধির তালিকায় বেশ কিছু বাংলাদেশীর নাম আছে। তারা মালয়েশিয়াতে বিবাহ বন্ধন বা অন্য কোনোভাবে এখানকার নাগরিক হয়েছেন।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৯

এম ডি মুসা বলেছেন: শিল্প সংস্কৃতি রচনা হয়না!: সেটার প্রতি পুরষ্কার!

২৬ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ভালো থাকুন ।
সুন্দর থাকুন ।
জীবন হোক সুন্দর।

২| ২৬ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৫

শেরজা তপন বলেছেন: মাহাথীর মোহাম্মদ কি তাঁর উপাধী ব্যাবহার করেন না?
আপনি তো চলে এসেছেন, আসার আগে বিয়ে-সাদী করে একখান উপাধী নিয়ে আসতেন :)

২৬ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মালয়েশিয়ার রাজনীতিতে তথা গণ মানুষের কাছে মাহাথির সব সময়ই এক জন হিরো।
তিনি পেয়েছিলেন সর্বোচ্চ উপাধি যেটাকে বলে- তুন (Tun).

মালয়েশিয়ার গণমাধ্যমে মাহাথিরকে উল্লেখ করা হয় ডক্টর এম ( Dr. M) হিসাবে।

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


দি স্টার অনলাইনে প্রকাশিত এই খবরটি পড়ুন দেখুন কি সুন্দর ভাবে উপাধিটি ব্যবহার করা হয়েছে

৩| ২৬ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৬

শেরজা তপন বলেছেন: স্যরি আমার ভুল হতে পারে; আপনি কি এখনো ওখানে আছেন? থাকলে সুযোগ তো আছেই

২৬ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আসলে বিদেশী কামলাদের জন্য উপাধি পাওয়াটা অতটা সহজ নয় যতটা সহজ মনে হচ্ছে ।
সহজে উপাধি পেয়েছেন এক মাত্র ইন্ডিয়ান ফিল্ম স্টার শাহরুখ খান।

৪| ২৬ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: অনেক বাঙ্গালী উপাধি পেয়েছে, অনেক বাঙ্গালী জেলে আছে। অনেক বাঙ্গালী পালিয়ে আছে।

২৬ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



হাতে গোনা গুটি কয়েকজন মাত্র একটি উপাধি পেয়েছে ।
তাও সব চেয়ে নিচেরটা।
এটাকে বলা হয় দাতু ( Dato)

৫| ২৬ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

সোনাগাজী বলেছেন:


শব্দগুলো ফানি টাইপের

২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এগুলি ওদের নিজস্ব ভাষার শব্দ।
এক ভাষার শব্দ আরেক ভাষায় শুনতে একটু অন্য রকমই লাগে।
কথায় বলে এক দেশের বুলি আর এক দেশে গিয়ে গালি।

৬| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪১

আমি সাজিদ বলেছেন: ভাগ্যিস, ওইখানে কেউ এইসব নাম এরাবিকে কনভার্ট করে নাই। নাম ও উপাধিগুলো বেশ সুন্দর।

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মালয়েশিয়াতে সবাই নামের ক্ষেত্রে এগুলো মেইনটেইন করে চলে।
যদি আপনি কোন লিংকে গিয়ে মালেশিয়ার সংবাদ শোনেন দেখবেন সংবাদের ক্ষেত্রে বিষয়গুলো খুব সুন্দরভাবে মেইনটেন করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.